আজকের খবর ২০২৫

Gorboboti Vata 2024 । গর্ভবতী বা মাতৃত্ব ভাতার আবেদন কি অনলাইনে করা যায়?

সরকারিভাবে গর্ভবতী বা মাতৃত্বভাতা পাওয়া যায় এবং এটি প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদে স্বশরীরে গিয়ে বা উক্ত ইউনিয়নের অনলাইন সাইটে গিয়ে আবেদন করা যায়–Gorboboti Vata 2024

গর্ভবতী বা মাতৃত্ব ভাতা’র জন্য যে কোন জায়গা হতে অনলাইনে আবেদন করা যায়? না। স্থানীয় মেম্বার চেয়ারম্যানের যাচিত তথ্য লাগে তাই ঘরে বসে সম্পূর্ণ আবেদন করার সুযোগ নেই। ইউনিয়ন পরিষদে যেতে হবে। আপনি যোগ্য কিনা বা প্রাপ্য কিনা তা যাচাই করবে স্থানীয় সরকার এবং সমাজসেবা অধিদপ্তরে তথ্য প্রেরণ করবে। সমাজসেবা অধিদপ্তর অনলাইনে তথ্য এন্ট্রি করবেন।

মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় ২০২৪-২৫ অর্থবছরের গর্ভবতী ভাতাভোগী নির্বাচনের জন্য অনলাইন আবেদন প্রতিমাসের ১-২০ তারিখের মধ্যে গ্রহণ করা হয়।  আবেদনকারীর যোগ্যতা থাকতে হবে যা তাহলো  জুলাই’২০২৩ থেকে ডিসেম্বর’২০২৪ পর্যন্ত যেকোনো সময়ে যারা কমপক্ষে ০৪ (চার) মাসের গর্ভাবস্থায় ছিলেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন। গর্ভবতী প্রমাণে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অথবা পরিবার পরিকল্পনা দপ্তর প্রদত্ত এএনসি কার্ড (ANC = Antenatal Care Card) থাকতে হবে।

১৬ বছর বয়সী মা কি আবেদন করতে পারবে? না। আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছর হতে হবে। গর্ভবতী ভাতা শুধুমাত্র ১ম বা ২য় সন্তান গর্ভধারণের জন্য প্রযোজ্য হবে। জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। নিজস্ব মোবাইল/এজেন্ট/অনলাইন ব্যাংক একাউন্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট এালাকার বাসিন্দা হতে হবে। উপজেলা তথ্য আপা’র মাধ্যমে বিনামূল্যে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৪০/- (চল্লিশ টাকা) ফি প্রদানের বিনিময়ে আবেদন করা যাবে।

গর্ভবতী বা মাতৃত্ব ভাতার আবেদন । আপনার ইউনিয়ন হতে তথ্য ভেরিফাই করা থাকতে হবে

কেউ মিথ্যা তথ্য দিয়ে আবেদন করবেন না। প্রতারণামূলক আবেদন প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও উল্লেখ্য, এইভাতা দুস্থ, অসহায় ও গরীব পরিবারের জন্য। কেউ অবৈধ আর্থিক লেনদেন করবেন না। সম্পুর্ণ অনলাইনের মাধ্যমে ভাতাভোগী নির্বাচন করা হবে।

Caption: gorboboti vata condition

গর্ভবতী ভাতা ২০২৪ । মায়েদের মাতৃত্বকালীন ভাতা ভাতাভোগীদের যা যা লাগবে

  1. এনআইডি কার্ড
  2. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা/পরিবার পরিকল্পনা দপ্তর পদ্ৰও এ.এন.সি কার্ড(এন্টি নেটাল কেয়ার কার্ড) অনলাইন আবেদনের সময় আপলোড দিতে হবে।
  3. নিজস্ব মোবাইল/এজেন্ট ব্যাংক/অনলাইন ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  4. সংশ্লিষ্ট এালাকার বাসিন্দা হতে হবে। সুবিধাভোগী হওয়ার বিশেষ যোগ্যতাঃ

কত মাসের গর্ভবতী হতে হবে?

গর্ভবতী মায়ের বয়সসীমা ২০-৩৫ বছর হতে হবে। জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। ৪-৬ মাসের গর্ভাবস্থায় থাকবেন। শুধুমাত্র ১ম ও ২য় গর্ভধারণকাল (যেন জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা হ্রাস পায়) এজন্য সরকার এটি করেছে।  কম আয়ের পরিবারসমূহ বিশেষত গ্রামীণ এলাকার জন্য দৈনিক দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে যেমন-রিক্সা/অটো/ভ্যানচালক, কৃষি শ্রমিক, কামার, কুমার,ধোপা, কুলি,জেলে, বেদে,ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি এবং শহরের ক্ষেত্রে গার্মেন্টস কর্মী, গৃহকর্মী অগ্রাধিকার পাবে। অটিজম সহ যেসকল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মহিলা অগ্রাধিকার পাবে।

সরকারি শিক্ষা ভাতার সর্বনিম্ন বয়স ২০২৪ । শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমা জেনে নিনসরকারি মিটিং ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত সম্মানী ২০২৪ । প্রশিক্ষণ সম্মানী ভাতার উপর কর হার দেখে নিনপ্রতিবন্ধী ভাতা কবে দিবে 2024 । প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা কত টাকা করে পাওয়া যায়?
   
   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *