অনলাইনে  স্যালারি, ব্যাংক সুদ ও সঞ্চয়পত্রে মুনাফার উপর প্রদত্ত কর অগ্রিম হিসেবে সমন্বয় দেখানো যাবে- নতুন আপডেটেড ওয়েবসাইটে চলতি বছর এমন সুবিধা অন্তর্ভূক্ত করা হয়েছে – Claim Source Tax by Online Tax 2024

Claim Source Tax by Online Tax 2023 – হ্যাঁ– ১ জুলাই ২০২৩ – ৩০ জুন ২০২৪ সময়ে যে উৎসে কর ও AIT পরিশোধ করেছেন তা যেভাবে আপডেট করবেন। উৎসে কর আপডেটের জন্য বামপাশের ‘Claim Source Tax’ মেনুতে ক্লিক করুন। আপনার উৎসে কর যে ক্যাটাগরীতে পড়ে সেটা সিলেক্ট করুন। যেমন, আপনি আইবাস বেতন বিলের বিপরীতে উৎসে কর প্রদান করে থাকলে iBAS++ (Salary)’ সিলেক্ট করুন। এবার ‘TDS Claim’ ফিল্ডে পরিশোধিত উৎসে করের অংক ইনপুট দিন এবং ‘Save’ বাটনে ক্লিক করুন। নীচের আউটপুট লাইনে ভেরিফাইড উৎসে করের অংক দেখা যাবে।

আউটপুট লাইনে উৎসে করের অংকে কোনো পরিবর্তন চাইলে ‘edit’ আইকনে ক্লিক করুন এবং উপরের ‘TDS Claim’ ফিল্ডে পরিবর্তিত অংক ইনপুট দিন। আউটপুট লাইনে উৎস করের কোনো লাইন সম্পূর্ন বাদ দিতে চাইলে ‘delete’ আইকনে ক্লিক করুন। উৎসে করের ভেরিফিকেশন পর্ব শেষ হলে মেনুর নীচের অংশে থাকা ‘Tax Payment Status’ সিলেক্ট করে আপনার ভেরিফাইড উৎস করের হিসাব দেখে নিন। কাজ শেষ হলে ‘Go to eReturn’ সিলেক্ট করুন এবং eReturn সিস্টেমে গিয়ে বাকী কাজ সম্পন্ন করুন। AIT এর ভেরিফিকেশন গাইডলাইন পর্যায়ক্রমে যোগ হবে।

উৎসে পরিশোধিত কর কি? উৎসে কর কর্তন নামেই বুঝতে পারছেন যখন কোন আয় হবে যেখানে হবে সেখানেই টাকা পরিশোধের সময় নির্দিষ্ট হারে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দিতে হয়। যেহেতু আয়ের উৎস যেখানে এবং আয় পরিশোধের সময় এই কর কেটে রাখা হয় তাই এই কর উৎসে কর হিসেবে পরিচিত। অগ্রিম কর হল এমন একটি কর যা একজন ব্যক্তি সরকারকে প্রদান করতে পারে তার পুরো আর্থিক বছরের জন্য তার বার্ষিক আয় অনুমান করে।

অগ্রিম প্রদত্ত কর সমন্বয় করতে পারবেন / অনলাইনেই আপনি ভেরিফাই করে পরিশোধিত কর দেখাতে পারবেন

সুদ, মুনাফা বা গাড়ির অগ্রিম করও এখানে ভেরিফাইড পেমেন্ট হিসেবে দেখানো যাবে।

Caption: https://ledger.etaxnbr.gov.bd

যেভাবে অগ্রিম কর সমন্বয় দেখাবেন । কিভাবে অগ্রিম কর রিটার্নে এড করতে হয়?

  1. প্রথমে আপনার প্রোফাইলে টিন এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে।
  2. সকল তথ্য পূরণ করে Tax and Payment এ ক্লিক করুন।
  3. Reset Calculation and Save এর নিচে Paid any source tax এ Yes করুন।
  4. Payment Status এ Yes করুন।
  5. ই রিটার্ন লেজারে চলে যাবেন।
  6. এখান থেকেই অগ্রিম প্রদত্ত কর সমন্বয় করতে পারবেন।

অগ্রিম কর অটো ভেরিফিকেশন হয়?

হ্যাঁ। এ বছর এগুলো নতুন চালু করা হয়েছে। উৎসে কর কর্তনকারীর সাথে অনলাইনে সংযুক্ত হয়ে উৎস করের অনলাইন ভেরিফিকেশন সম্পন্ন হয় বিধায় ভেরিফিকেশন প্রসেসে সাধারণভাবে কয়েক সেকেন্ড এবং কোনো কোনো ক্ষেত্রে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। অনেক উৎসে কর এবং AIT এর ক্ষেত্রে আদায়কারী সিস্টেমের সাথে সংযুক্তির কাজ চলমান রয়েছে।

Tax return verification bd । আয়কর রিটার্ণ দাখিল সফল হয়েছে কিনা চেক করুন আয়কর রিটার্ন বিধিমালা ২০২৪ । ব্যক্তি আয়কর ফরম পূরণের নিয়ম কি?
TDS for Remuneration in Bangladesh । অনিয়মিত শিল্পীদের সম্মানী হতে আয়কর কর্তনের বিধান ২০২৪ ট্যাক্স কমিয়ে আনার নিয়ম । সর্বনিম্ন আয়কর দেয়ার উপায় (উদাহরণ সহ)
  ভেরিফাইড ট্যাক্স পেমেন্ট দেখানো যাবে?

হ্যাঁ। তবে অনলাইন সংযুক্তি এখনও সম্পন্ন না হওয়ার কারণে আপনার উৎসে পরিশোধিত করের সব তথ্য ‘Verified Tax Payment’ হিসেবে প্রদর্শিত নাও হতে পারে। সেক্ষেত্রে অনলাইন রিটার্ন দিতে না চাইলে আপনি সিস্টেম থেকে অফলাইন (পেপার) রিটার্ন বানিয়ে নিতে পারেন। অফলাইন (পেপার) রিটার্নের জন্য ‘Go to eReturn’ সিলেক্ট করে ই-রিটার্ন সিস্টেমে গিয়ে ‘Tax & Payment’ অংশে ‘Proceed to offline (paper) return’ বাটনে ক্লিক করুন। পেয়ে যাবেন সিস্টেমে তৈরি নির্ভরযোগ্য অফলাইন (পেপার) রিটার্ন।

https://youtu.be/24__XGu_kyw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *