জাতীয় বিশ্ববিদ্যালয়

Honours 2nd Year Routine 2023 । স্নাতক ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি দেখুন

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষের পরীক্ষা আগামী ৩০/১১/২০২৩ তারিখে শুরু হবে – Honours 2nd Year Routine 2023

জাতীয় বিশ্ববিদ্যালয় ২য় বর্ষ পরীক্ষা শেষ হবে কবে? – চলতি মাসের শেষ তারিখে শুরু হলেও ১১/০২/২০২৪ সালে শেষ হবে। রুটিন মোতাবেক আগামী দের মাসের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচনকালীন সময়ে ঠিক কত দিন লাগবে তা বলা মুশকিল। হরতাল অবরোধে পরীক্ষা একাধিক বার পেছানো সম্ভাবনা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কি? জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি এফেলিয়েট বিশ্ববিদ্যালয়। গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির ২, ২৮৩ টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কলেজ পর্যায়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা শহর থেকে উত্তরে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গাজীপুর জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যা¤পাস অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ২২৭৫টি অধিভুক্ত কলেজের মাধ্যমে এর শিক্ষা কর্মসূচি পরিচালনা করে। ১৯৯২ সালের জাতীয় বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা শিক্ষা প্রদানকারী কলেজ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কর্মসূচি চালিয়ে নেওয়ার জন্য সক্ষম কলেজগুলি অধিভুক্ত করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর অর্পণ করা হয়েছে। ১৯৯২ সালে বাংলাদেশ পার্লামেন্ট ৩৭ নং আইন পাশ করে। এই আইনে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের কলেজ অধিভুক্তকরণ, পাঠ্যক্রম প্রণয়ন, জ্ঞান উন্নয়ন ও বিতরণের কাজে বিশেষ দৃষ্টি প্রদান, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি, পরীক্ষার আয়োজন ও ডিগ্রি প্রদানের ক্ষমতা দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। তাঁর পরেই সর্বোচ্চ কর্মকর্তা হলেন ভাইস-চ্যান্সেলর।

অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩ । অনার্স ২য় বর্ষের পরীক্ষা কবে হবে ২০২৪

দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে ২০২৩ এবং তা চলতে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত

Honours 2nd Year Routine 2023 । স্নাতক ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি দেখুন

সম্পূর্ন ২০২২ সালের স্নাতক ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি দেখুন

জাতীয় বিশ্ববিদ্যালয় হতে গ্রহনযোগ্য ডিগ্রি । যে সকল ডিগ্রি জাবি হতে নিতে পারবেন

  • ১. স্নাতক (পাস)
  • ২. স্নাতক (সম্মান)
  • ৩. প্রিলিমিনারী টু মাস্টার্স
  • ৪. মাস্টার্স
  • ৫. আইন
  • ৬. বি.এড
  • ৭. বি.পি.এড
  • ৮. সি.এস, বিবিএ, ইলেকট্রনিক্স এন্ড কম্যুনিকেশন টেকনোলজি
  • ৯. পুলিশ স্টাফ কলেজ
  • ১০. মেরিন ফিশারিজ একাডেমি
  • ১১. ফাইন আর্টস
  • ১২. লাইব্রেরি এন্ড ইনফরমেশন কলেজ
  • ১৩. বিকেএসপি
  • ১৪. পিজিডি ইন জার্নালিজম
  • ১৫. গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং
  • ১৬. মিউজিক
  • ১৭. স্পেশাল এডুকেশন
  • ১৮. ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন
  • ১৯. ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
  • ২০. ফটোগ্রাফি
  • ২১. থিয়েটার স্টাডিজ
  • ২২. অ্যারোনটিক্যাল এন্ড এভিয়েশন সায়েন্স
  • ২৩. হোম ইকোনমিক্স
  • ২৪. পিজিডি ইন ফায়ার সায়েন্স

অধিভূক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি বুঝায়?

অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন কোর্সে যথাসময়ে ছাত্র-ছাত্রী ভর্তি, রেজিষ্ট্রেশন, ক্লাস শুরু, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, ডিগ্রি ও সার্টিফিকেট প্রদান, কলেজ পরিদর্শন, অধিভুক্তি প্রদান ও বাতিল, কলেজের গভর্নিং বডি গঠন, কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

  
  
 

কি কি ধরনের ডিগ্রি জাতীয় বিশ্ববিদ্যালয় হতে নেয়া যায়?

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে সাধারণ শিক্ষার ক্ষেত্রে বি.এ, বি.এসএ.স, বি.কম, বি.এস.সি (পাস ও অনার্স), এম.এ, এম.এস.এস, এম.এস.সি, এম.কম এবং প্রফেশনাল শিক্ষার ক্ষেত্রে বি.এড, বি.পি.এড, এল.এল.বি, বিবিএ, এবং সমমানের বিভিন্ন কোর্সে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ঊনত্রিশ লক্ষাধিক ছাত্র-ছাত্রী এসব কোর্সে অধ্যয়ন করছে। কলা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে স্নাতক (পাস) ডিগ্রি প্রদানের ক্ষেত্রে এটি দেশের একমাত্র অধিভুক্তি প্রদানকারী বিশ্ববিদ্যালয়। স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর দেশের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে থাকে। জাতীয় বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য ঙভভ-ঈধসঢ়ঁং পাঠদান ও অনুমোদনদানকারী এবং একই সঙ্গে ঙহ-ঈধসঢ়ঁং পাঠদানকারী একটি বিশ্ববিদ্যালয়। ঙহ-ঈধসঢ়ঁং শিক্ষার অংশ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম.এ.এস, এডভান্সড এমবিএ, এম.ফিল, ও পিএইচ.ডি কোর্স পরিচালনা এবং বিভিন্ন কলেজে কর্মরত শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণদান করছে। ২০১৪ সাল থেকে পাঁচটি বিষয়ে (বাংলা, ইতিহাস, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স ও এডভান্সড এমবিএ) এক বছর ছয় মাস মেয়াদী থিসিসসহ ঙহ-ঈধসঢ়ঁং এডভান্সড মাস্টার্স কোর্স চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *