সূচীপত্র
আমিন গিরি করতে অথবা আপনার নিজের জমি নিজেই মাপামাপি করতে আপনার কিছু টুলস বা যন্ত্রপাতি প্রয়োজন হবে চাইলে আপনি এগুলো কিনে নিতে পারেন– জমি মাপার ফিট স্কেলের ব্যবহার ২০২৫
ফিট স্কেল চেনার উপায় কি? – যে স্কেল এর ১ ইঞ্চি ৩৩০ ফুট ওইটায় ফিট স্কেল। ফিট স্কেল এ লেখা থাকে 1″=330′ । এই স্কেল দিয়ে নক্সা পরিমাপ করলে উভয় পাশে প্রতি ক্ষুদ্র ১ ঘর = ১০ ফিট বা ফুট ধরতে হবে। যে সকল ম্যাপ ১৬” = ১ মাইল স্কেলে তৈরি সে সকল ক্ষেত্রে। প্রতি ক্ষুদ্র ১ ঘর = ২ ফিট হবে যে সকল ম্যাপ ৮০” = ১ মাইল স্কেলে তৈরি। এইগুলো মূলত ঢাকা শহরে অথবা অন্যান্য জেলা সদরে সিটি জরিপ বা বি আর এস নক্সা ৮০” = ১ মাইল মৌজা ম্যাপ হয়ে থাকে। এই সকল ম্যাপ পরিমাপের জন্য ফিট স্কেলের ১ ঘর ২ ফিট ধরতে হবে।
ফিট স্কেলের দাম কেমন? এই স্কেলের দাম মোটামুটি ১২০ টাকা এপেক্স ইন্ডিয়া হতে এক্সপার্ট করা হয়। এবার আসি গুনিয়া স্কেল এই স্কেল গুলো ছোট আকৃতির হয় দৈর্ঘে ২” হয়। আমাদের দেশে ৩ ধরনের গুনিয়া স্কেল পাওয়া যায়। এক. হলুদ গুনিয়া দুই. সাদা গুনিয়া তিন. ফাইন গুনিয়া তবে ম্যাপ মাপার পদ্ধতি একই। ১৬”= ১ মাইল নকশা মাপলে স্কেল এর প্রতি ক্ষুদ্র ঘর ১০ লিংক এবং প্রতি বড় ঘর = ২০ লিংক করে ধরতে হবে।
লিংক হতে ফুট রূপান্তর করার নিয়ম কি? লিংক থেকে ফুটে নিতে হলে ০.৬৬ দিয়ে গুণ করতে হবে। যখন ৮০” = ১ মাইল নকশা মাপলে তখন প্রতি ক্ষুদ্র ১ ঘর = ২ লিংক । প্রতি বড় ১ ঘর =৪ লিংক ধরতে হবে। লিংক থেকে ফুটে নিতে হলে ০.৬৬ দ্বারা গূণ করতে হবে। যেমন ১৭০ লিংক = ১৭০ × ০.৬৬= ১১২.২ ফুট
গুনিয়া স্কেল ফুট স্কেল । গুনিয়া স্কেলের হিসাব । ফিট স্কেলের হিসাব । গুনিয়া স্কেল কোথায় পাওয়া যায়
ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে নকশা মাপার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়ে গুন করতে হয়ঃ- মিলিমিটার এর ক্ষেত্রে, 16″ নকশার ক্ষেত্রে ১২.৯৯ দিয়ে গুন করতে হয়। 32″ নকশার ক্ষেত্রে (১২.৯৯÷2) দিয়ে গুন করতে হয়। 64″ নকশার ক্ষেত্রে (১২.৯৯÷4) দিয়ে গুন করতে হয়। 80″ নকশার ক্ষেত্রে (১২.৯৯÷5) দিয়ে গুন করতে হয়। ইঞ্চিতে পরিমাপের ক্ষেত্রে, 16″ নকশার ক্ষেত্রে 330 দিয়ে গুন করতে হয়। 32″ নকশার ক্ষেত্রে (330÷2) দিয়ে গুন করতে হয়। 64″ নকশার ক্ষেত্রে (330÷4) দিয়ে গুন করতে হয়। 80″ নকশার ক্ষেত্রে (330÷5) দিয়ে গুন করতে হয়। ডিজিটাল স্লাইড ক্যালিপার্সের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ইসনাইজ ১১১০।
Caption: Amin Tools for Land Measuring
আমিনদের যন্ত্রপাতির প্রাপ্তির স্টেশনারি মোট – ৭৫৫ টাকা । জমি পরিমাপের যন্ত্রপাতির দাম কেমন?
- ফিট স্কেল Apex India = ১২০
- হলুদ এবং সাদা গুনিয়া = ৫০+৫০
- ফাইন গুনিয়া Apex India = ১০০-১২০
- পিতলের ডিবাইডার ১৫০+
- ১০০ ফিট টেপ ফিতা ১৫০+
- HB 1221 পেন্সিল প্রতি পিস ১৫ টাকা
- রাবার ১০ টাকা
- চাইনা রোলার ২ টি = ২০ টাকা
- পেন্সিল কাটার = ১০ টাকা
- হাত ব্যাগ = ১৫-২০ টাকা
- হাইলাইটস কলম ৩০ টাকা
- জেল পেন = ১০ টাকা
১০০০ টাকা আমিনদের জিনিসপত্র কেন সম্ভব?
হ্যাঁ। ৬৯০ -১০০০ টাকায় এই আইটেম গুলো সংরক্ষণ করতে পারবেন। খুচড়া কিনতে গেলে ৭৫০+ পড়বে এই ক্ষেত্রে বড় ধরনের স্টেশনারি দোকানে যেতে হবে। তবে এক দোকানে সব আইটেম পাবেন না। ঢাকার নিউ মার্কেটে কয়েকটি বড় ধরনের স্টেশনারি দোকান রয়েছে ওই খান থেকে ও নিতে পারেন। তবে মালামাল গুলো ভালো করে বুঝে নিবেন মাস্টার কপি মাল কিনে প্রতারিত হবেন না। এছাড়াও যে সকল যন্ত্রপাতি লাগবে।
- দিক নির্ণয়ের কম্পাস কিন্তু এটা না হলেও চলে।
- ক্লিপ বোর্ড।
- ক্যালকুলেটর।
- অফসেট পেপার লেটার সাইজ।
- যন্ত্রপাতি পপরিবহনের জন্য ব্যাগ।