ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি কর প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে চালু করা হয়েছে ‘ভূমি উন্নয়ন কর’ মোবাইল অ্যাপের ভার্সন-২। এখন থেকে দেশের যেকোনো নাগরিক ও প্রতিষ্ঠান ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে নিরাপদে এবং দ্রুততম সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর (Android) এবং অ্যাপল অ্যাপ স্টোর (iOS)—উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। এর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর দেওয়ার ভোগান্তি থেকে মুক্তি মিলবে ভূমি মালিকদের।
অ্যাপটির প্রধান সুবিধাসমূহ: নতুন এই অ্যাপটিতে ব্যবহারকারীদের জন্য বেশ কিছু আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে:
সহজ পেমেন্ট: দেশের যেকোনো প্রান্ত থেকে বা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে।
তাৎক্ষণিক দাখিলা: কর পরিশোধের সাথে সাথেই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ডিজিটাল রসিদ বা দাখিলা সংগ্রহ ও সংরক্ষণ করা যাবে।
তথ্য যাচাই: ভূমি উন্নয়ন কর সংক্রান্ত যাবতীয় তথ্য খুব সহজেই দেখা এবং যাচাই করার সুযোগ রয়েছে।
নিরাপদ সেবা: অ্যাপটি ব্যবহার করে সম্পূর্ণ নিরাপদ ও জনবান্ধব উপায়ে পেমেন্ট করা সম্ভব।
ব্যবহার ও সহায়তা: যাদের আগে থেকেই অনলাইন ভূমি সেবার রেজিস্ট্রেশন করা আছে, তারা তাদের ইউজার আইডি (মোবাইল নম্বর) এবং পাসওয়ার্ড ব্যবহার করে সরাসরি অ্যাপে লগইন করতে পারবেন। নতুন ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
সহায়তা ও অভিযোগ: ভূমিসেবা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে বা অভিযোগ জানাতে হটলাইন নম্বর ১৬১২২-এ কল করা যাবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে সেবা পেতে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
কর্তৃপক্ষ সকল ভূমি মালিককে আধুনিক এই সুবিধা গ্রহণ করে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে নিজেদের জমির মালিকানা সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন।

