ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা-সীমার মধ্যে না আসলেও টিন থাকলেই ২০০০ টাকা ন্যূনতম কর দিতে হবে– Major Change in Budget

ন্যূনতম করহার কত? যে সকল করদাতার রিটার্ন দাখিলের আইনী বাধ্যবাধকতা রয়েছে তাদের আয়কর করমুক্ত সীমার মধ্যে থাকলেও ন্যূনতম ২০০০ (দুই হাজার) টাকা কর আরোপের প্রস্তাব করা হয়েছে। কোম্পানি, ব্যক্তিসংঘ, ট্রাস্ট ফান্ড ও অন্যান্য করারোপণযোগ্য করদাতার বিদ্যমান করহার ও অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।

উৎসে করহার যৌক্তিকতা কি? সিগারেট, বিড়ি, জর্দা, তামাক পাতা, গুলসহ তামাকজাত পণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ৭% হতে ১০% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বাণিজ্যিক ও অবাণিজ্যিক এলাকায় অবস্থিত ভূমি এবং ভূমিতে নির্মিত ভবন, কাঠামো, ইত্যাদি হস্তান্তর হতে যৌক্তিক হারে উৎসে কর হার বৃদ্ধির প্রস্তাব কর হয়েছে। কর প্রত্যর্পন কমাতে স্টীল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে উৎস করহার ৩% হতে ২% করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় পর্যায়ে উৎপাদিত ৩৩ হতে ৫০০ কেভি ক্যাবল সরবরাহে উৎস করহার ৭% হতে ৩% এ হ্রাস করা প্রস্তাব করা হয়েছে।

ব্যক্তিদের জন্য ভ্রমণ কর পরিশোধ হতে অব্যাহতির দেওয়া হয়েছে কি? পাঁচ বৎসর বা তাহার চেয়ে কম বয়সের কোন যাত্রী ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবে। বারো বৎসর পর্যন্ত বয়সের যাত্রীদের ক্ষেত্রে টেবিলে উল্লিখিত হারের অর্ধেক হারে কর আরোপ ও আদায় হইবে। নিম্নশ্রেণীভুক্ত যাত্রীগণ বাংলাদেশ হইতে অন্য কোন দেশে গমনের ক্ষেত্রে এই আইনের অধীন প্রদেয় ভ্রমণ কর প্রদান হইতে অব্যাহতি পাইবেন, যথা: (অ) হজ্ব পালনের জন্য সৌদী আরব গমনকারী ব্যক্তি; (আ) (ই)
কোন ব্যক্তি যিনি অন্ধ বা ক্যান্সেরে আক্রান্ত রোগী বা স্টাচার ব্যবহারকারী পঙ্গু ব্যক্তি;জাতিসংঘের কর্মকর্তা ও তাঁহাদের পরিবারের সদস্যগণ(ঈ) বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের কূটনৈতিক মর্যাদাসম্পন্ন সদস্য ও তাঁহাদের পরিবারের সদস্যগণ বাংলাদেশে কর্মরত বিশ্বব্যাংক, জার্মান কারিগরী সংস্থা এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর স্টাফ ও তাঁহাদের পরিবারের সদস্যগণ (উ) বিমানে কর্তব্যরত ক্রু এর সদস্য; (ঝ) বাংলাদেশের ভিসাবিহীন ট্রানজিট যাত্রী যাহারা বাহাত্তর ঘন্টার বেশী সময় বাংলাদেশে অবস্থান করিবেন না; যে কোন বিমান সংস্থায় কর্মরত বাংলাদেশী নাগরিক যিনি বিনা ভাড়ায় অথবা হ্রাসকৃত ভাড়ায় বিদেশ গমন করিবেন।

৪ হতে ১০ কোটি টাকা আয়ের ক্ষেত্রে ১০% সারচার্জ প্রদান করতে হবে / ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত মোটর গাড়ির ক্ষেত্রে ২৫০০০ টাকা পরিবেশ সারচার্জ দিতে হবে

আকাশ পথে সার্কভূক্ত কোন দেশে গমনের জন্য ব্যক্তিক কর ২০০০ টাকা ধার্য্য করা হয়েছে।

Full PDF Download Now

আয়কর রিটার্ন দাখিল সহজীকরণ ও আয়কর রিটার্ন দাখিলে উদ্বুদ্ধকরণে Tax Return Preparer (TRP) Rules “আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা, ২০২৩” প্রণয়ন এর প্রস্তাব করা হয়েছে।

  • ক) একজন টিআরপি কিভাবে টিআরপি হিসাবে সনদ প্রাপ্ত হবেন;
  • খ) কিভাবে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সম্পর্কিত হবেন;
  • গ) তিনি কার কার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন;
  • ঘ) তার প্রণোদনার পরিমাণ কিভাবে নির্ধারিত হবে;
  • ঙ) সহযোগী প্রতিষ্ঠানের প্রণোদনার পরিমাণ কিভাবে নির্ধারিত হবে তা এই বিধিমালার অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রত্যক্ষ কর ব্যয় কমেন হবে?

আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সঙ্গতি রেখে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ বাংলাদেশে প্রথমবারের মত মাঠ পর্যায়ের বাস্তব তথ্য-উপাত্ত বিশ্লেষণপূর্বক “প্রত্যক্ষ করবায়” প্রাক্কলন করেছে, যা আয়কর বিভাগের সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে অর্জনকৃত। “প্রত্যক্ষ করবায়” (Direct Tax Expenditure) বলতে রেয়াত, ছাড়, অব্যাহতি, হ্রাসকৃত হারে করারোপ এবং মোট করযোগ্য আয় পরিগনণা হতে আয় বাদ দেয়াকে বোঝায়। এটি এক ধরনের কর ভর্তুকি। অর্থাৎ এই ভর্তুকি যদি কর হিসেবে আহরিত হতো তাহলে মোট আহরিত করের সাথে এটি যুক্ত হতো এবং করের পরিমাণ বৃদ্ধি হতো।

২০২০-২০২১ অর্থবর্ষের জন্য প্রযোজ্য উক্ত “প্রত্যক্ষ করবায়” এর মোট প্রাক্কলিত পরিমাণ ১.২৫,৮১৩ কোটি টাকা, যার মধ্যে কর্পোরেট পর্যায়ে ৮৫,৩১৪ কোটি টাকা এবং ব্যক্তিগত পর্যায়ে ৪০,৪৯৯ কোটি টাকা। সামগ্রিকভাবে, 2020 2021 অর্থবর্ষের জন্য এই “প্রত্যক্ষ কর ব্যয়” মোট জিডিপি এর ৩.৫৬%। ২০২০-২০২৪ এর প্রক্ষেপিত মোট জিডিপি আকার বিবেচনায় নিয়ে চলমান অর্থবর্ষে প্রক্ষেপিত “প্রত্যক্ষ করবায়” এর মোট পরিমাণ হবে ১,৭৮, ২৪১ কোটি টাকা। এর সাথে প্রাক্কলিত ভর্তুকির পরিমাণ যোগ করলে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়ায় ২,৮৯,২২৮ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *