বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের “জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান” সেবার অনলাইন সফটওয়্যার চালু করা হয়েছে-এখন আর অফলাইনে নয় বরং অনলাইনেই ২ লক্ষ টাকা প্রাপ্তির আবেদন করা যাবে–জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২০২৪

অনলাইন আবেদনের লিংক- বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের আবেদন ফরম-০৮ সংশোধনপূর্বক যুগোপযোগীকরণ এবং জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের Online Application System চালু করার বিষয়টি ৩৭তম বোর্ড সভায় অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ০৩/১০/২০২৩ তারিখ থেকে ফরমটি কার্যকর করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কাজের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি, নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজিকরণের উদ্দেশ্যে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের অনলাইন সফটওয়্যার উন্নয়নপূর্বক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ডাটা সেন্টারে হোস্টিং করা হয়েছে।

চলতি মাসেই কি আবেদন করা যাবে? হ্যাঁ। জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান্তের আবেদন প্রচলিত নিয়মের পরিবর্তে ০২ মে, ২০২৪ থেকে URL: https://eservice.bkkb.gov.bd/complex/login ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের হার্ড কপি মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা বরাবরে প্রেরণ করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

জটিল রোগ কোনগুলো? কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারীর নিজে কোন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা করালে জটিল ও ব্যয়বহুল রোগের দেশে বিদেশে চিকিৎসা সাহায্য তহবিল হতে চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অনুদান প্রদান করা হয়। জটিল ও ব্যয়বহুল রোগসমূহ ক্যান্সার, হ্নদরোগ, কিডনি-ব্যাধি, হেপাটাইটিস, ডায়াবেটিস-মেলিটাস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ-সংযোজন সংক্রান্ত রোগ ও দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হওয়া এবং এ সংক্রান্ত মেডিকেল বোর্ড কর্তৃক জটিল ও ব্যয়বহুল রোগ বলে চিহ্নিত যে কোন রোগও এর অর্ন্তভূক্ত হবে।

নিজে অথবা নিজ অফিসের সহায়তায় অনলাইনে আবেদন করা যাবে/ ডায়াবেটিসও জটিল রোগের অন্তর্ভূক্ত রয়েছে

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী। অফলাইন ফরম ডাউনলোড

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২০২৪ । অনলাইনেই ২ (দুই) লাখ টাকা অনুদান প্রাপ্তি আবেদন করা যাবে

Caption: eservice.bkkb.gov.bd

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান ২০২৪  । অনলাইনে  আবেদন করতে কি কি কাগজপত্র লাগে?

  1. হাসপাতালে ভর্তি হয়ে থাকলে মূল ছাড়পত্র (অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);  
  2. চিকিৎসা সংক্রান্ত বিল ভাউচার এর মূলকপি (অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);  
  3. চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র ও রিপোর্ট (অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিস্বাক্ষরিত);  
  4. চিকিৎসা সংক্রান্ত খরচের হিসাববিবরণী (কর্মচারীর স্বাক্ষর সহ);  
  5. জাতীয় বেতনস্কেল, ২০১৫-এ বেতননির্ধারণ (Payfixation) ফরমের সত্যায়িত ফটোকপি;  
  6. নূন্যতম জেলা পর্যায়ে কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন ও অগ্রায়ন হতে হবে।

নতুন ব্যবহারকারী হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য নিয়মাবলী কি?

প্রথমে আপনি eservice.bkkb.gov.bd লিংকে প্রবেশ করুন। লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর ১৩ ডিজিট হলে পূর্বে জন্ম সাল যুক্ত করুন। কর্মচারীর পে-ফিক্সেশন এর ভেরিফিকেশন নম্বরের নমুনা XXXX-XXXX দিতে হবে।  আপনার পাসওয়ার্ড সংরক্ষণ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *