ভোটার তথ্য সেবা

New Voter Enrollment 2025 । নিবন্ধন কার্যক্রম ০৫ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১১ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে

বাংলাদেশ সরকারি পূর্বে ঘোষিত নির্দেশনা মোতাবেক বাড়ি বাড়ি গিয়ে গণনা শুরু হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপজেলা বা থানার তথ্যসংগ্রহ ও নিবন্ধন কার্য পরিচালনার সময়সূচি করবে-New Voter Enrollment 2025

মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হবে কি? হ্যাঁ। ২০০৮ সালের ০১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের এবং বিগত ভােটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। এ কর্মসূচিতে ভােটার তালিকা হতে মৃত ভােটারের নাম কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়েও কার্যক্রম গৃহিত হবে। এ কর্মসূচিতে হিজড়া জনগােষ্ঠীদের ভােটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

আপনি জানেন কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৯ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। তদনুযায়ী, সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫ মোতাবেক বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক তা যাচাই ২০ জানুয়ারি ২০২৫ তারিখ শুরু হবে এবং নিবন্ধন কার্যক্রম ০৫ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১১ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

ভোটার তালিকা বিধিমালা, ২০১২ এর বিধি-৪ (৪) অনুসারে উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারগণ বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত কলেজ বা সমপর্যায়ের মাদ্রাসা, সরকারি বা সরকারি অনুদানপ্রাপ্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিদের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হয়ে থাকে।

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫ । নিবন্ধন কার্যক্রম ০৫ ফেব্রুয়ারি ২০২৫ হতে ১১ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

New Voter Enrollment 2025 । এ কর্মসূচির বিশেষ করণীয় কি?

০১। বিগত ভােটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নিবন্ধনের জন্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে;

০২। তথ্যসংগ্রহ কালে কোন ব্যক্তির তথ্য ফরম পূরণের পূর্বে তিনি ইতােপূর্বে ভােটার হয়েছেন কি-না তা অবশ্যই নিশ্চিত করা;

০৩। বাদ পড়া ভােটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত হওয়া; 

০৪। কোন ব্যক্তির নামের আগে বা পরে কোন পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যােগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা;

০৫। ভােটারযােগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা; 

০৬। বাড়ি বাড়ি গমনের সময় ভােটারযােগ্য অনুপস্থিত ব্যক্তিদের তথ্যাদি অবশ্যই রেজিস্টারে লিপিবদ্ধ করা;

০৭। নিবন্ধন কেন্দ্রে আসার জন্য নিবন্ধন স্লিপ (ফরম-৫) ফরম পূরণের সাথে সাথে প্রদান করা;

০৮। সুগারভাইজার কর্তৃক তথ্যসংগ্রহকারীদের প্রতিদিনের তথ্য সংগ্রহের কাজ তদারকি ও নমুনা যাচাই করা;

০৯। সুপারভাইজারগণ তথ্য সংগ্রহকারীর পূরণকৃত ফরমের কিছু অংশ দৈবচয়নের ভিত্তিতে বাড়ি বাড়ি গমম করে শুদ্ধতা যাচাই করা এবং কোন ভুল ধরা পড়লে তা শুদ্ধ করা;

১০। ভােটারযােগ্য মহিলাদের নিবন্ধনের বিষয়টি অবশ্যই নিশ্চিত করা অর্থাৎ কোন ক্রমেই ভােটারযােগ্য কোন মহিলা যেন বাদ না পড়েন তা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার কর্তৃক নিশ্চিত করা;

১১। নিবন্ধন ফরম পূরণকারীদের নিবন্ধন কেন্দ্রে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা; 

১২। বিশেষ এলাকার জন্য তথ্য ফরম পূরণের ক্ষেত্রে বিশেষভাবে নজর দেয়া। বিশেষ তথ্য ফরম পূরণের সময় সংশ্লিষ্ট তথ্য যাচাই করে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ এলাকাসমূহের জন্য তথ্য ফরম-২ এর সাথে বিশেষ তথ্য ফরম পূরণ করা;

১৩। এক এলাকা হতে অন্য এলাকায় নাম স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট কাগজপত্রসহ ভােটার কর্তৃক রেজিস্ট্রেশন অফিসারের নিকট দাখিল করা;

১৪। মৃত ভােটারের নাম কর্তনের জন্য ফরম-১২ এ তথ্য সংগ্রহকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। কোনক্রমেই জীবিত ভােটারের নাম মৃত হিসেবে যেন তথ্য সংগ্রহ না করা হয় সেজন্য সতর্ক থাকতে হবে;

১৫। তথ্যসংগ্রহকারী ও সনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর সুস্পষ্টভাবে লিখতে হবে; এবং

১৬। কোন ক্রমেই রােহিঙ্গা এবং অবাঞ্ছিত ব্যক্তিদের তথ্য যেন সংগৃহিত না হয় সেবিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ভোটার তালিকা  হালনাগাদ কর্মসূচি, ২০২৫ তথ্য সংগ্রহকারী কে?

তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারের আন্তরিকতার উপর ভোটার তালিকার নির্ভুলতা অনেকাংশে নির্ভর করে। যেহেতু সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক/কর্মচারিদের একাজে নিয়োগ দেয়া হয়, সেহেতু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক/কর্মকর্তা/কর্মচারিদের সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়ে নির্দেশনা প্রদান করা হলে এ’কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব। হবে বলে আমরা মনে করি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০২৫ এর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আপনার মন্ত্রণালয়ের অধীন সকল সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সার্বিক সহযোগিতা নিশ্চিত করার প্রয়াসে তাদেরকে দায়িত্বপালনে ব্রতী হতে আপনার মন্ত্রণালয় হতে মাঠ পর্যায়ে সানুগ্রহ নির্দেশনা প্রদানের জন্য আপনার ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *