সূচীপত্র
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রেজাল্ট অনলাইনে চেক করা যায় – ওয়েবসাইট বা মোবাইল মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে– NU Degree 3rd Year Result 2025
ডিগ্রি পাশের হার ২০২৫ –একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল অদ্য ২০/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০ টায় প্রকাশ করা হবে। সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১৮৯২টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ সর্বমোট ১.৫১,৯৪৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার ৭০%। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে অদ্য সন্ধ্যা ৭:০০ টা থেকে পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল রাত ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd/results পাওয়া যাবে।
মোবাইল মেসেজের মাধ্যমে কি ফলাফল দেখা যাবে? হ্যাঁ। বাটন মোবাইল বা যে কোন মোবাইল মেসেজের মাধ্যমে ফলাফল চেক করা যাবে। Go to the message option on your mobile phone and Type NU <space> DEG <space> Registration Number and send it to 16222. You will receive your Degree Third Year Result 2023 within a few minutes.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স বা ডিগ্রি যে কোন পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হতে দেখা যায়। আপনি চাইলে মোবাইল মেসেজের মাধ্যমেও ফলাফল দেখতে পারবেন। এজন্য আপনার মোবাইল ফোন ব্যবহার করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি ওয়েবসাইট হতে ফলাফল চেক করা যাবে।
NU Degree Third Year Result Check 2025 / ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষে সর্বমোট ৭০% গড় পাশের হার
আপনি অনলাইন, মোবাইল মেসেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কলেজ হতেও ফলাফল জানতে পারবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন হতে সমস্ত শিক্ষার্থীর ফলাফল একত্রে ডাউনলোড করতে পারে। তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড হতেও ফলাফল জানা যায়।
Caption: Check NU 3rd Year Degree Result www.nu.ac.bd/results
Degree 3rd Year Result check 2025 । যেভাবে ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল দেখবেন
- First Click www.nu.ac.bd/results or www.nubd.info.
- Click “Degree + icon” Tab.
- Click “Third Year” tab
- Input Roll and Registration Number.
- Input Exam Year. It will be 2020
- Input Security Code Exactly Shown.
- Click or Tap on the “Search Result” button.
- Done to See your result on New Tab
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি জেলার পাওয়ার সহজ উপায় কি?
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল দেখার জন্য www.nu.edu.bd/result ওয়েবসাইটে অদ্য রাত ৭.০০ থেকে পাওয়া যাবে। যে কোন মোবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে এসএমএস অপশনে গিয়ে NU<space>DEG <space> ROLL no লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।