আজকের খবর ২০২৫

Official phone check online bd । Unofficial ফোন কেনা থেকে বিরত থাকুন

নতুন সরকার গঠিত হওয়ার পরই বিটিআরসি চাইছে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দিতে এবং অবৈধ মোবাইল আমদানি বন্ধ করতেই মূল এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে – Official phone check online bd

NEIR BTRC কি? দেশের অভ্যন্তরে যে কোন মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করে নিন। বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ ২টি এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ৬টি মোবাইল হ্যান্ডসেট আনতে পারবেন। যে কোন মাধ্যমে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে নিম্ন বর্ণিত | উপায়ে বৈধতা যাচাই করার পাশাপাশি ক্রয় রশিদ সংরক্ষণ করে রাখতে হবে।

কিভাবে অফিসিয়াল ফোন চেক করে? ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন।| উদাহরণ স্বরূপ: KYD 123456789012345 ধাপ-২: IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন। | ধাপ-৩: ফিরতি ম্যাসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট এবং অন্যান্য যে সকল হ্যান্ডসেটর তথ্য এনইআইআর এ পাওয়া যাবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল করে দশ দিনের মধ্যে অনলাইনে তথ্য/দলিল দিয়ে |নিবন্ধন করতে এসএমএস দেয়া হবে। উক্ত সময়ে যথাযথ নিবন্ধন করলে হ্যান্ডসেটটি বৈধ হিসেবে বিবেচিত হবে।

মোবাইল ফোনের আইএমইআই চেক করার নিয়ম কি? IMEI Number by Check IMEI of your mobile phone. Dial *#06# from your phone to check the 15 digit IMEI code । মোবাইলে আপনি *#06#  ডায়াল করলেই স্ক্রিনে আইএমইআই এর দুটি নম্বর ভেসে উঠবে। হারানো মোবাইল ফিরে পেতে মামলা করতে চাইলেও এই কোড লাগবে।

IMEI check code ।  IMEI check BTRC । কিভাবে IMEI চেক করব দেখুন । IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক করুন সহজেই

After Finding your mobile unregistered, you will be notified by BRTC sms, Operation will serve the sms operation. Unregistered mobile phone won’t work after 3 months of sending sms. You can check registration status by this website: http://neir.btrc.gov.bd/auth/login


IMEI check code
IMEI check BTRC
কিভাবে IMEI চেক করব
IMEI কোড দিয়ে মোবাইল নাম্বার চেক

BTRC mobile Registration check Now

Official phone check online bd । মোবাইল চেক করার কোড এবং পদ্ধতি দেখে নিন

  1. Step 1 – Go to the message option of your mobile phone and type KYD, enter space and finally enter the 15 digit IMEI number. For example: KYD 123456789012345
  2. Step 2 – After typing the IMEI number send it to 16002.
  3. Step 3 – You will know the validity status of your own mobile handset through an instant return message.

ওয়েবসাইটে গিয়েও কি চেক করা যায়?

হ্যাঁ। মোবাইল হ্যান্ডসেটটির ডায়াল অপশনে গিয়ে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন। স্ক্রিনে প্রদর্শিত অপশন হতে Status Check অপশন সিলেক্ট করুন। একটি অটোমেটিক বক্স আসবে, সেখানে মোবাইল হ্যান্ডসেটটির ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরণ করুন। হ্যাঁ অথবা না অপশন সম্বলিত একটি অটোমেটিক বক্স আসবে; নিশ্চিত করার জন্য হ্যাঁ Select করুন। স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষনিক ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটটির হালনাগাদ জানানো হবে। বিকল্প পদ্ধতি হিসেবে, neir.btrc.gov.bd লিঙ্কের মাধ্যমে বিদ্যমান সিটিজেন পোর্টাল অথবা মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যে বর্ণিত সেবা গ্রহণ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *