সূচীপত্র
বাংলাদেশে নিবন্ধিত দলে সংখ্যা প্রায় ৫৩ টি এদের মধ্যে কয়েকটি বাতিল করা হয়েছে – নিবন্ধিত দল গুলোর মধ্যে ৭টি ঐক্যজোট দল – বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২০২৫
রাজনৈতিক দল- একটি রাজনৈতিক দল হচ্ছে নাগরিকদের এমন একটি দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার উদ্দেশ্যে গোষ্ঠীবদ্ধ হয়। দলটি সমষ্টিগত কল্যাণ কিংবা তাদের সমর্থকদের চাহিদা অনুযায়ী কিছু প্রস্তাবিত নীতি ও কর্মসূচির ভিত্তিতে ঐকমত্য পোষণ করে।
রাজনৈতিক দল নিবন্ধন আইন ২০২০ – বাংলাদেশে প্রধানত দ্বিদলীয় শাসনব্যবস্থা বিরাজমান। অর্থাৎ দুই দলের বাইরে অন্য কোনো দলের নামে নির্বাচনে জয়লাভ কারো পক্ষে অত্যন্ত কঠিন। এখানে প্রধান দুই দল পালাক্রমে দেশ শাসন করে থাকে। যা রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সমস্যার কারণ। তাছাড়া বর্তমানে কমিউনিস্ট দলগুলো জোটবদ্ধ হয়ে বিভিন্ন ইস্যুতে গণ আন্দোলন করে থাকে। তবে বর্তমানে বিরোধী দলের শক্তিশালী অবস্থান নেই। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন,২০২০
রাজনৈতিক দলের নিবন্ধনে শর্ত মানলেই হবে– বাংলাদেশের স্বাধীনতার পর যে কোন একটি নির্বাচনে একটি দলের অন্তত একটি আসন অথবা পাঁচ শতাংশ ভোট পাওয়ার রেকর্ড থাকতে হবে। এছাড়া একটি দলের কমপক্ষে ২১টি জেলায় বা দু’শ উপজেলায় কমিটি থাকতে হবে। এখন স্বতন্ত্র আইনের খসড়ায় দু’টি শর্ত পূরণের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২০২৫ / ঐক্যজোট দলের সংখ্যা/ অনিবন্ধিত দলের সংখ্যা
রাজনৈতিক ঐক্যজোট দল রয়েছে ৭টি এরা হলো– চৌদ্দ দলীয় জোট, বিশ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট, সম্মিলিত জাতীয় জোট, গণঐক্য
দল নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। See list updated
বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২০২৫ । দেশে এখন কয়টি রাজনৈতিক দল রয়েছে?
নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ
বাংলাদেশে কি অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে? সেগুলোর নাম কি?
অনিবন্ধিত রাজনৈতিক দল – বাংলাদেশে বর্তমানে ১৭টি রাজনৈতিক দল রয়েছে। এদের মধ্যে গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ফ্রিডম পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) (উমর), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী দল (সাঈদ) জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাপ ভাসানী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আমার বাংলাদেশ পার্টি, গণ অধিকার পরিষদ অন্যতম।