সূচীপত্র
অনলাইনে তথ্য ইনপুট দিলেও ফরম পূরণ হয়ে যায় এবং আপনি অফলাইন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন- অনলাইন ফর্ম হওয়ায় হিসাব অটো হয়ে যায়- তবে আপনি নিচের ফর্মও এক্সেলে পূরণ করলেই হিসাব অটোমেটিক হয়ে যাবে – Return New Form Excel File (2023-24)- Male Version
কেন আপনি এক্সেল ফরম নিবেন? এক্সেলে ক্যালকুলেশন অটো হয় কোন ঝামেলা নিই। আপনি তথ্য ইনপুট দিলেই রিটার্ণ ফাইল রেডি হয়ে যাবে। ম্যানুয়ালী হিসাব করার ঝামেলা নেই। আপনি তথ্যগুলো সঠিকভাবে ইনপুট দিলে সব হিসাব সঠিকভাবে হয়ে যাবে।
রিটার্ন ফাইল প্রস্তুত করার নিয়ম কি? সেল্ফ রিটার্ন ফাইল প্রস্তুত করা খুব একটা কঠিন নয়। আপনি সহজেই নিজে নিজেই রিটার্ন দাখিল নির্দেশিকা পড়ে নিয়ে প্রস্তুত করতে পারেন। এছাড়া এখন অসংখ্যা ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। কোন ট্যাক্স এডভোকেটের হেল্প ছাড়াই আপনি রিটার্ণ ফাইল প্রস্তুত করে ফেলতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন এবং ইনফর্মেশন ইনপুট দিন।
E-Return Income Tax – জি অনলাইনে রিটার্ণ দাখিল করা যাচ্ছে – দীর্ঘ প্রতিক্ষার পর ই রিটার্ণ অনলাইনে দাখিল করা যাবে। আপনি ঘরে বসেই এখন রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অটো রিটার্ণ প্রস্তুত হবে আপনি শুধু তথ্য ও প্রমাণক ঠিক ঠাক দিবেন। ব্যাস শেষ!
অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, আপনি যে পরিমাণ আয় করেছেন তার উৎস দেখাতে হবে এবং তা কোথায় ব্যয় হয়েছে তা এন্ট্রি করেছেন কিনা। যদি ব্যয় করে থাকেন তবে তা দায় নাকি সম্পদ অর্জনে ব্যয় হয়েছে তা নিশ্চিত করতে হবে। আয়ের সাথে সম্পদ/দায় মেলাতে হবে।
Return New Form (2023-24)- Male / আয়কর রিটার্ন ফরম এক্সেল ডাউনলোড
আয়বর্ষ ২০২২-২৩ অর্থাৎ কর বর্ষ ২০২৩-২৪ অর্থ বছরে পুরুষদের জন্য এক্সেল ফাইলটি ব্যবহার করা যাবে।
নতুন আয়কর রিটার্ন-২০২৩ ফরম (এক্সেল ভার্সন) ডাউনলোড
রিটার্ন ফাইল ডকুমেন্ট ২০২৩ । আয়কর রিটার্নের সাথে যে প্রমাণাদি জমা দিতে হয়
- বেতন বিবরণী এবং ব্যাংক বিবরণী
- বাড়ি ভাড়ার চুক্তিনামা, ভাড়ার রশিদ এবং ব্যাংক বিবরণী
- বাড়ি তৈরির ক্ষেত্রে ব্যাংক ঋণের বিবরণী
- ভূমি রাজস্ব, পৌর কর, সিটি কর্পোরেশন কর, অন্যান্য বিল
- স্থাবর সম্পত্তি বিক্রয়/হস্তান্তর
- অন্যান্য উৎসের আয়
- বিনিয়োগজনিত প্রমাণাদি
- আয়কর পরিশোধের প্রমাণাদি
কখন রিটার্ন জমা দিতে হয়?
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় হচ্ছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত। সাধারণত প্রতি অর্থবছরের এই পাঁচ মাস জরিমানা ছাড়া বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আয়কর মেলাতেও আয়কর রিটার্ন দাখিল করা যায়। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসেও রিটার্ন দাখিল করতে পারেন। তবে সম্পতি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কোন সময় ব্যক্তি আয়কর রিটার্ণ অনলাইন বা অফলাইনে দাখিল করা যাবে।
ক্রেডিট: ডি ম্যাক
https://bdservicerules.info/income-tax-excel-file-2022-%E0%A5%A4-%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE/