নতুন ঘোষিত ভাতা স্পেশাল বেনিফিট পেতে আইবাস++ এ কোন কিছুই করতে হবে না – Special Benefit Auto Added

বিশেষ সুবিধা কি অটো যুক্ত হবে? হ্যাঁ। ইতোমধ্যে অটো যুক্ত হয়েছে। তাই ম্যানুয়ালী মাস্টার ডাটা হতে যুক্ত করতে হবে না। যারা যুক্ত করেছেন তারা রিমুব করুন। ম্যানুয়ালী যুক্ত করে থাকলে ডাবল হয়ে যাবে। অটো ভাবেই বেসিক হিসাব করেই বিশেষ সুবিধা ভাতা যুক্ত হয়ে গেছে। তাই আপনাকে কিছুই করতে হবে না।

ইতোপূর্বেই যে মাস্টার ডাটায় যুক্ত করা হয়েছে? যারা ম্যানুয়ালী যুক্ত করেছেন। তারা তা বাদ দিয়ে দিন। অন্যথায় ম্যানুয়ালী যুক্ত করা ১০০০ টাকা এবং অটো যুক্ত হওয়া এক হাজার মিলে বিশেষ সুবিধা ২০০০ টাকা দেখাবে। অর্থাৎ তা ডাবল হয়ে গিয়েছে। ম্যানুয়ালী এন্ট্রি করলে যাতে ভুল না হয় সেজন্য অটোভাবে যুক্ত করা হয়েছে।

মাস্টার ডাটায়ও কি এটি অটো যুক্ত হবে? না। মাস্টার ডাটায় এটি দেখাবে না। আপনি বেতন বিল দাখিল করতে গেলে সেটি দেখাবে। অর্থাৎ আইবাস++ এটি অটোভাবে সংযুক্ত করে দিয়েছে। আপনাকে আর ৫% হিসাব করে বসাতে হবে না। কর্মকর্তা যাদের মূল বেতন সিলিং এ পৌছে গেছে তাদের ক্ষেত্রেও বিশেষ ভাতা অটোমেটিক যুক্ত হয়ে যাবে।

বিশেষ সুবিধা ইতোমধ্যে অটো যুক্ত হয়েছে / বেতন বিল দাখিল করতে গেলেই বিশেষ সুবিধা যুক্ত হয়েছে কিনা দেখা যাবে

ম্যানুয়ালী যুক্ত করে থাকলে তা রিমুব করে দিন। অন্যথায় বিশেষ ভাতা ডাবল দেখাবে।

Caption: Special Benefit Auto Added by ibas++

Special Benefit Remove from ibas++ । কর্মচারীদের বিশেষ ভাতা বাদ দেওয়ার নিয়ম । 

  1. প্রথমে ডিডিও আইডি হতে আইবাস++ এ লগিন করে Budget execution এ মাস্টার ডাটায় যাবেন।
  2. Click Employee Salary Information
  3. Select Staff
  4. Input Staff NID
  5. click Go
  6. Click Remove -Special Benefit এর ডান পার্শ্বে দেখাবে।
  7. Next Next and Save and Exit করুন। 
  8. ব্যাস কাজ শেষ।

বিশেষ সুবিধা কি বেতন ভাতায় অটো যোগ হবে?

হ্যাঁ। ইতোমধ্যে হয়ে গিয়েছে। বেতন বিল দাখিলের ক্ষেত্রে special benefit (3111352) কোডে অবশ্যই বাজেট থাকতে হবে। তবে সরকার চাইলে প্রথম মাস বাজেট না থাকলেও বেতন বিল দাখিল হতে পারে। কেন্দ্রীয়ভাবে বাজেট বরাদ্দ বিতরণ হয়ে গিয়েছে তাই এটি নিয়ে বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। সময়মত আইবাস++ টিম নির্দেশনা জারি করবে। অন্য কোন উৎস হতে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *