টেলিটক বর্ণমালা অফার – ১ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে মাত্র ২৪ টাকায় নিতে ডায়াল করুন *111*611# । ১ জিবি ইন্টারনেট ৩০ দিন মেয়াদে মাত্র ৪৬ টাকায় নিতে ডায়াল করুন *111*612# । ২ জিবি ইন্টারনেট ৩০ দিন মেয়াদে মাত্র ৮৩ টাকায় নিতে *111*613# ডায়াল করুন। ৪জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদে মাত্র ৬২ টাকায় নিতে *111*614# ডায়াল করুন। ৫ জিবি ইন্টারনেট ১৫ দিন মেয়াদে ৯৬ টাকায় নিতে *111*615# ডায়াল করুন। Teletalk Unlimited Meyad Internet । টেলিটক মেয়াদবিহীন ইন্টারনেট ২০২৪

এছাড়াও ১০জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য ১৮৬টাকায় নিতে মোবাইলে *111*616# কোড ডায়াল করুন। এছাড়া প্রতিমাসে দুইবার ১৭ টাকা রিচার্জ কররেই ২ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এটি সকল টেলিটক সিমের জন্য প্রযোজ্য হইবে। ১৭ টাকায় ২ জিবি প্যাকটি একবার চালু থাকলে আরও একবার ঐ সময়ে চালু করা যাবে না। এটি মাসে মাত্র দুইবার নেয়া যাবে। GP Unlimited Validity Internet Pack । গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক ২০২৪

টেলিটক দিচ্ছে ১ সেকেন্ড পালস সুবিধা – কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ বর্ণমালা যা ৪৫ পয়সা/মিনিট (২৪ ঘন্টা) ১ সেকেন্ড পালস সুবিধা রেখেছে।  এস এম এস: ২৫ পয়সা (যেকোন অপারেটর) মাত্র। আপনি যে কোন সময় মাত্র ৩০ টাকা যত খুশি ততবার রিচার্জে ৩০ মিনিট, ৩০ এমবি এবং ৩০ মেসেজ ফ্রি পাবেন। এমন সুবিধায় যুক্ত হতে আজই টেলিটক বর্ণমালার জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন। GP new Call Rate । গ্রামীণফোনের নতুন কল রেট ২০২৪

দেশের সকল অপারেটরের ইন্টারনেট প্যাকের চেয়ে টেলিটক বর্ণমালা সিম এর ইন্টারনেট অফারগুলো বেশ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। মূলত এই কারণে টেলিটক বর্ণমালা প্যাকেজ বেশ জনপ্রিয়। ২০০৫ বা তার পরে যারা এসএসসি পাশ করেছেন তারা টেলিটক সিম থেকে বর্ণমালা সিম এর জন্য আবেদন করতে পারবেন। তাদের এসএসসি পরীক্ষার তথ্য ব্যবহার করে এই আবেদন করতে হবে। দেশের সবচেয়ে সাশ্রয়ী রেটে কলে কথা বলার সুযোগ প্রদান করছে বর্ণনালা প্যাকেজ। আবার অসাধারণ সব সুলভ মূল্যের ইন্টারনেট প্যাকেজও রয়েছে যা শিক্ষার্থীদের বেশ কাজে আসবে। সব মিলিয়ে বলতে গেলে অন্তত সেকেন্ডারি সিম হিসেবে হলেও সকলের কাছে একটি বর্ণমালা সিম থাকা উচিত। এতো কম দামে কথা বলার সুযোগ কিংবা ইন্টারনেট প্যাক অন্য কোনো অপারেটরের অন্য কোনো সিমে পাওয়া যায়না।

রেজিস্ট্রেশনের মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম কিনতে হয় / ছাত্র ছাত্রীদের জন্য সাশ্রয়ী টেলিটক বর্ণমালা সিম অফার

মোবাইলে মেসেজের মাধ্যমে বর্ণমালা সিম রেজিস্ট্রেশন পদ্ধতি  – BOR<space>Board (first 3 letters)<space>SSC_Roll <space>SSC_Passing_year <space>SSC_Registration_no. <space>Contact no.(any operator) <space>CC Code (Optional) লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে।

নতুন টেলিটক সিম অফার কি কি রয়েছে? টেলিটক বর্ণমালা সিম এর মূল্য ১০০টাকা। নতুন সিম এর সাথে পাবেন ৫০মিনিট টকটাইম ও ৫০টি এসএমএস। আবার বর্ণমালা সিম একটিভ করার পর প্রথমবার ৫০টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ৩০দিন মেয়াদের ৫জিবি ইন্টারনেট। রিচার্জ এর এমাউন্ট একাউন্টে যোগ হবে, ইন্টারনেট প্যাকেজ পাওয়া যাবে বোনাস হিসেবে। Pay Per Use  এর ক্ষেত্রে প্রতি ১৫কেবি তে ১ পয়সা করে কাটে।

টেলিটক বর্ণমালা সিমের কল চার্জ কত? বর্ণমালা সিম ৩০ টাকা রিচার্জ অফার

বিবরণরেইটপালস
ভয়েস কল(যেকোনো লোকাল অপারেটরে)৪৫ পয়সা/মিনিট১ সেকেন্ড
এস এম এস
(যেকোনো লোকাল অপারেটরে)২৫ পয়সা

সকল ট্যারিফে ভ্যাট, এসডি, ও সারচার্জ প্রযোজ্য হবে। ট্যারিফ / চার্জেস

বর্ণমানা সিমের জন্য রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে?

আপনি যদি স্টুডেন্ট হউন এবং যদি টেলিটকে ইন্টারেস্ট থাকে তবে আপনি দুইভাবে বর্ণমালা সিমের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। বর্ণমালা সিমের জন্য এসএমএসের মাধ্যমে অথবা অনলাইনে আবেদন করতে পারেন। এক্ষেত্রে SSC পাশের তথ্য ব্যবহার করতে হবে। নতুন বর্ণমালা সিম এর সাথে উল্লেখিত মিনিট, এসএমএস, ও ইন্টারনেট বোনাসগুলো পাওয়া যাবে। বর্ণমালা সিম এর জন্য আবেদন করতে পারেন bornomala.teletalk.com.bd লিংকে প্রবেশ করে। এছাড়া বর্ণমালা সিম পেতে যেকোনো টেলিটক নাম্বার থেকে এই ফরম্যাটে আবেদন করতে হবেঃ BOR BOARD (first 3 letter) Roll Year Registration Contact Number অর্থাৎ এসএমএস এর ধরন হবে অনেকটা এমনঃ BOR MYM 123456 2020 123456789 0155XXXXXXX. উল্লেখ্য যে এখানে এসএসসি পরীক্ষার বোর্ড, রোল নাম্বার, সাল, ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এসএমএস পাঠানোর পর সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি আইডি ও ওটিপি পাবেন। যেকোনো টেলিটক কাস্টমার কেয়ারে গিয়ে এই আইডি, ওটিপি এবং এনআইডি নাম্বার দেখিয়ে বর্ণমালা সিম নেওয়া যাবে। অনলাইনে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন লিংক: http://bornomala.teletalk.com.bd/application.php

 

Registering for Bornomala SIM: বর্ণমালা সিমের জন্যে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ: bornomala.teletalk.com.bd এস এম এস এর মাধ্যমে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন করুন যেকোনো টেলিটক নাম্বার থেকে :-টাইপ করুন: BOR_SSCBoard (First 03 letters)SSC_RollSSC_YearSSC_Registration_NoContact_No এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।উদাহরন: BOR MYM 123456 2020 1234567 0155XXXXXXX নোট: রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে আপনি একটি ID এবং OTP পাবেন। উক্ত ID এবং OTP টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ারে প্রদশর্নপূর্বক আপনি বর্ণমালা সিম কিনতে পারবেন। টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন গাইড লাইন ২০২৪

মোবাইল ডাটা ও বিভিন্ন প্যাকেজ নিয়ে নতুন নির্দেশিকা ২০২২