ভূমি আইন ২০২৪

ইউনিয়ন পরিষদ ট্যাক্স গেজেট 2024 । ইউনিয়ন পরিষদের বাড়ির ট্যাক্স কত টাকা?

প্রতিবছর ইউনিয়ন পরিষদ গুলো বার্ষিক ইউপি কর আদায় করে থাকে-এটি সাধারণত ১০০-৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে-সেমি পাকা বাড়ির জন্য এটি চলতি বছর কোন কোন ইউপি ৫০০ টাকা সংগ্রহ করছে – ইউনিয়ন পরিষদ ট্যাক্স গেজেট

ইমারত ও ভূমির উপর কর কত? – কোন পরিষদের এলাকাভূক্ত কোন ইমারত ও ভূমির বার্ষিক মূল্যের ৭ টাকার অধিক হারে কর আরোপ করা যাইবে না। এটি মূলত এক ধরণের চৌকিদারী ট্যাক্স। ভূমি করের সাথে ইউপি কর মিলিয়ে ফেলবেন না যেন। ইউপি কর ও ভূমিরের মধ্যে পার্থক্য রয়েছে।

সিনেমা, নাট্য প্রদর্শনী এবং অন্যান্য আমোদ-প্রমোদ ও চিত্তবিনোদনের উপর কর কত টাকা? পরিষদ এলাকায় আয়োজিত সিনেমা, নাট্য প্রদর্শনী, অন্যান্য আমোদ-প্রমোদ এবং চিত্তবিনোদনমূলক অনুষ্ঠানে দর্শনার্থীদের নিকট হইতে আদায়কৃত প্রবেশ মূল্যের উপর সর্বোচ্চ শতকরা ১০ (দশ) টাকা হারে আরোপ করা যাইবে। তবে শর্ত থাকে যে, শিক্ষামূলক বা দাতব্য উদ্দেশ্যে আয়োজিত প্রদর্শনীর উপর কর আরোপ করা যাইবে না।

পশু জবাইয়ের উপর কি ইউপিকে কর দিতে হয়? হ্যাঁ। দিতে হয়। ব্যবসায়িক উদ্দেশ্যে নিম্নবর্ণিত টেবিলের কলাম ২ এ উল্লিখিত জবাইকৃত পশুর উপর নির্ধারিত হারে ফি আরোপ করা যাইবে, যথা : ছাগল বা ভেড়া জবায়ের ক্ষেত্রে ১০ টাকা,  গরুর ক্ষেত্রে ২০ টাকা এবং মহিষ এর ক্ষেত্রে জনগণকে ২৫ টাকা কর গুণতে হবে।

কিছু কিছু ইউপিতে কর বা হোল্ডিং কর অনলাইনে পরিষদ করা যাচ্ছে / যে ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয় নাই সেই ক্ষেত্রে ম্যানুয়ালি কর গ্রহণ করা হচ্ছে যা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে থাকে।

পরিষদ এলাকায় পাকা ইমারত নির্মাণের পরিকল্পনা অনুমোদনের জন্য প্রতি বর্গফুটের উপর সর্বোচ্চ ১ (এক) টাকা হারে ফি আরোপ করা যাইবে ।

ইউনিয়ন পরিষদ ট্যাক্স গেজেট ডাউনলোড করুন

ইউপি বা হোল্ডিং কর আদায়ের নিয়ম । কর আদায় পদ্ধতি দেখে নিন

  1. ইউনিয়ন পরিষদ কর, রেট, ফি ইত্যাদি আদায়ের ব্যবস্থা করবে।
  2. ইউনিয়ন পরিষদের পক্ষে কে বা কারা কর, রেট, ফি বাবদ অর্থ কোন স্থানে বা সময়ে গ্রহণ করবে বা আদায় করবে তা নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদ জনগণকে অবহিত করবে। তবে ইউনিয়ন পরিষদ অফিসের নোটিশ বোর্ডে অথবা গুরুত্বপূর্ণ স্থানে নোটিশ টাঙ্গানো যাবে।
  3. করদাতা ইউনিয়ন পরিষদ অফিস বা অফিসের বাইরে ইউনিয়ন পরিষদ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত ব্যাংকে কর প্রদান করতে পারে। ইউনিয়ন পরিষদ কর আদায়ের রশিদ প্রদান করবে (ইউপি ফরম নং-১০)। রশিদে চেয়ারম্যান ও আদায়কারীর স্বাক্ষরসহ কত টাকা পরিশোধ করা হলো এবং কত টাকা পাওনা থাকল তা উল্লেখ থাকতে হবে। ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত ব্যাংকে কর পরিশোধ করলে, ব্যাংক রশিদ প্রদান করবে।
  4. বিধি ১০ অনুযায়ী ইউনিয়ন পরিষদ কর, রেট, ফি ইত্যাদি আদায়ের জন্য ত্রৈমাসিক ভিত্তিতে চাহিদা অনুযায়ী বিল প্রেরণ করবে। কোন তারিখের মধ্যে পরিশোধ করতে হবে তা উক্ত বিলে উল্লেখ থাকবে। কোন করদাতা নির্ধারিত তারিখের মধ্যে দাবিকৃত সমুদয় অর্থ পরিশোধ করলে তাকে ৫% হারে রেয়াত দেয়া যাবে।
  5. কর প্রদানকারীর দুর্দশা বা কোন অসুবিধার কারণে ইউনিয়ন পরিষদ সর্বাধিক ৬ মাস পর্যন্ত কর, রেট, ফি আদায় স্থগিত রাখতে পারে।
  6. ইউনিয়ন পরিষদের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোন কর, রেট, ফি, টোল আরোপ বা আদায়ের ক্ষেত্রে কোন কর প্রদানকারী দুর্দশাগ্রস্ত হবে তাহলে ইউনিয়ন পরিষদ ধার্যকৃত অর্থের শতকরা ১৫ ভাগ হ্রাস করতে পারে। কিন্তু ইউনিয়ন পরিষদ যদি মনে করে শতকরা ১৫ ভাগের অধিক হ্রাস করা উচিত তাহলে করদাতা কর্তৃক ১৫% হ্রাসকৃত অর্থ পরিশোধের পর বিষয়টি বিবেচনার জন্য জেলা প্রশাসকের নিকট প্রেরণ করবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  7. বিধি ১২ অনুযায়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে কোন ব্যক্তি কর পরিশোধে ব্যর্থ হলে বকেয়া করের তালিকা ইউনিয়ন পরিষদ প্রণয়ন করে নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেবে। নোটিশ বোর্ডে টাঙ্গানোর পর থেকে ১৫ দিন অতিক্রম করলে ইউনিয়ন পরিষদ সরকারী দাবি বা ভূমি রাজস্ব হিসেবে অথবা ক্রোক নোটিশ এবং অস্থাবর মালামাল বিক্রির মাধ্যমে বকেয়া করের অর্থ আদায় করতে পারবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রোক পরোয়ানা জারি করবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা চেয়ারম্যান কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের বেতনভুক্ত কর্মচারী ক্রোক পরোয়ানা জারির বাস্তবায়ন করবেন।
  8. বিধি ১৮ অনুযায়ী পরিষদ কর্তৃক আদায় করা সম্ভব নয় এমন কর এর অর্থ আদায় থেকে ইউনিয়ন পরিষদ বিরত থাকতে পারবে।

ইউপি কর কিভাবে ধার্য্য করা হয়?

দায়িত্ব অনুযায়ী আয়ের পথ সুগম করতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ, ১৯৮৩-এর ৫৩ ধারা অনুযায়ী জেলা প্রশাসকের অনুমোদন লাভের পর ইউনিয়ন পরিষদকে কর আরোপ ও আদায়ের ক্ষমতা দেয়া হয়েছে। আবার সরকার আদর্শ কর তফসিল প্রণয়ন করতে পারে। কর তফসিল প্রণীত হলে ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল অনুযায়ী কর, রেট, ফি ধার্য করবে। ঘর-বাড়ির বার্ষিক মূল্যের ওপর কর অথবা রেট ধার্য করতে হলে ইউনিয়ন পরিষদকে প্রতি পাঁচ বছরের জন্য কর মূল্যায়ন তালিকা তৈরি করতে হবে। জেলা প্রশাসকের অনুমোদনক্রমে ইউনিয়ন পরিষদ কর্তৃক নিযুক্ত এসেসর মূল্যায়ন তালিকা তৈরি করবেন। মূল্যায়ন সম্পর্কে কারও কোন আপত্তি থাকলে বিধি অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। অতঃপর ইউনিয়ন পরিষদের বিশেষ সভায় মূল্যায়ন তালিকা গৃহীত হবার পর জেলা প্রশাসকের অনুমোদনের জন্য পেশ করতে হবে। ঘর-বাড়ির বার্ষিক মূল্যের সর্বোচ্চ শতকরা ৭ টাকা হারে ঘরবাড়ির কর ধার্য করতে হবে। সূত্র দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *