বাংলাদেশের দ্বাদশ নির্বাচন আপডেট ঘরে বসেই জানতে পারবেন- সরকারি চ্যানেলগুলো ছাড়াও বিবিসি’র মাধ্যমে লাইভ তথ্য জানা যাবে– সংসদ নির্বাচন ২০২৪

বাংলাদেশে কত আসনে নির্বাচন হয়?–জাতীয় সংসদের ৩৫০টি আসনের বিপরীতে ৩০০ জন সাংসদ সরাসরি জনগণের ভোটে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে নির্বাচিত হন। ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে। সংসদের ৩০০টি আসনের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ ১৫১টি বা তার বেশি আসনে যে দল জয়ী হন তারাই সরকার গঠন করেন। এবারও তার ব্যতিক্রম নয়।

দ্বাদশ নির্বাচনের মোট ভোটার সংখ্যা কত জন? ১৮ কোটি মানুষের দেশে রেজিস্টার্ড ভোটার ১১,৯৬,৯১,৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬,০৭,৭১,৫৭৯ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫,৮৯,১৯,২০২ জন। হিজড়া ভোটার সংখ্যা ৮৫২ জন মাত্র।

মোট কত জন ক্যান্ডিডেট রয়েছে? দ্বাদশ নির্বাচনে মোট ১৯৭৭ জন নির্বাচন প্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহণ করছে। মোট রেজিস্টার্ড পার্টি সংখ্যা ৪৪টি এবং ভোটারের বয়স ন্যূনতম ১৮ হতে হবে। অন্যদিকে জনপ্রতিনিধিদের সর্বনিম্ন বয়স ২৫ যা কোন ভাবেই অতিক্রম করা যাবে না।

ইলেকশন ফলাফল লাইভ দেখুন / দ্বাদশ সংসদ নির্বাচন লাইভ ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১২তম সাধারণ নির্বাচন, যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। বিবিসি বাংলা ইউটিউব চ্যানেল দেখতে ক্লিক করুন

https://www.bbc.com/bengali/live/news-67901324

Click Here: Live Update by BBC Bangla

দ্বাদশ নির্বাচন লাইভ আপডেট ২০২৪ । প্রতি ঘন্টায় কতগুলো ভোট পড়ছে তা লাইভ জানা যাবে?

  1. 10:01 নির্বাচন নিয়ে নানা অভিযোগ তুললেন তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার
  2. 9:549:54 গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. 9:399:39 চট্টগ্রামে হরতালের সমর্থনে বিএনপির মিছিল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে
  4. 9:289:28 গাজীপুরে ভোটের যে চিত্র দেখা যাচ্ছে
  5. 9:289:28 নারায়ণগঞ্জ-১ আসনের রূপসী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে…
  6. 9:149:14 নিরাপত্তার মধ্যে সহিংসতা

নির্বাচনের তথ্য লাইভ জানা যাবে কোথায়?

আপনি যদি নির্বাচনের তথ্য লাইভ জানতে চান তবে বিসিসি বাংলার ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে জানা যাবে। বাংলাদেশে রোববার সকাল ৮টা থেকে শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। আওয়ামী লীগসহ ২৭টি দল নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে নির্বাচন বর্জনের আহবান জানিয়ে হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। এই নির্বাচনের নানা খবর জানাতে বিবিসি বাংলার সরাসরি আয়োজনে সঙ্গে থাকুন। লাইভ খবর জনাতে এখানে ক্লিক করুন

২০২৪ নির্বাচন নিয়ে হাইলাইটস দেখুন । কতটি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে?

  • সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
  • ২৯৯টি আসনে নির্বাচন হবে, প্রাথীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত।
  • মোট ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন, মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন।
  • আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে।
  • বিএনপি এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে।
  • নির্বাচনের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিন চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *