সূচীপত্র
জনসাধারণের চাপে সরকার ভ্যাট কমাতে বাধ্য হয়েছে- সম্প্রতি নতুন ভ্যাট হার যেটি কার্যকর করা হয়েছে সেটিতেই পরিবর্তন হলো –ভ্যাট (মুসক) আপডেট ২০২৫
ইন্টারনেটের উপরে কি ভ্যাট কমলো? হ্যাঁ। সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, উক্ত আইনের দ্বিতীয় তফসিলের টেবিল-৩ এর কলাম (১) এর শিরনামা সংখ্যা S০১২ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোড S012.১০ এর বিপরীতে টেলিফোন (শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা) সেবার ক্ষেত্রে ২০ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক এবং সেবার কোড S012.14 এর বিপরীতে ইন্টারনেট সংস্থা (আইএসপি) সেবার ক্ষেত্রে আরোপিত সমুদয় সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।
হোটেল রেস্তোরার খাবারের উপরে কি ভ্যাট কমলো? হ্যাঁ। জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১৩৫, ধারা ৪৯ এবং ধারা ১২৭খ এর সহিত পঠিতব্য এ প্রদত্ত ক্ষমতাবলে, উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২১ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল।
ওষুধের উপর কত শতাংশ ভ্যাট কমানো হলো? সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সকল প্রকার ঔষধের ব্যবসায়ী পর্যায়ে ২.৪ (দুই দশমিক চার) শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল। ইহা অবিলম্বে কার্যকর হইবে।
যেসব খাতে ভ্যাট হার বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করল এনবিআর । ভ্যাট হার পরিবর্তন করা হয়েছে
ভ্যাট বা মূল্য সংযোজন কর হল একটি ধরনের কর যা কোনো পণ্য বা সেবার উৎপাদন এবং বিক্রয়ের প্রতিটি পর্যায়ে আরোপ করা হয়। এর মানে হল, যখন কোনো পণ্য উৎপাদিত হয়, বিক্রেতা তার উপর একটি নির্দিষ্ট হারে ভ্যাট যোগ করে। পরবর্তী বিক্রেতা আবার তার যোগ করা মূল্য এবং আগের ভ্যাটের উপর ভ্যাট যোগ করে। এইভাবে পণ্যটি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে।
Caption: VAT Rate Reduce Bangladesh pdf
ইন্টারনেট সেবায় ভ্যাট হার ২০২৫ । মুঠোফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি সেবার ওপর ২৩ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে আগের মতো ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
- এসি হোটেল ১৫%
- নন এসি হোটেল 10%
- মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ 10%
- সকল প্রকার ঔষধের ব্যবসায়ী পর্যায়ে ২.৪ (দুই দশমিক চার) শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি
- মিষ্টান্ন ভান্ডার 10%
- নিজস্ব ব্র্যান্ড সম্বলিত তৈরি পোশাক বিপণন 10%
- টেলিফোন (শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা) সেবার ক্ষেত্রে ২০ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক এবং ইন্টারনেট সংস্থা (আইএসপি) সেবার ক্ষেত্রে আরোপিত সমুদয় সম্পূরক শুল্ক অব্যাহতি
মিষ্টির উপরে কি ভ্যাট কমানো হলো?
এস.আর.ও. নং-৩৯-আইন/২০২৫/২৭৫-মুসক।—— সরকার, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত টেবিলের কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা এবং উহাদের বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোড এর বিপরীতে কলাম (৩) এ বর্ণিত সেবাসমূহের ক্ষেত্রে কলাম (৪) এ উল্লিখিত হারের অতিরিক্ত পরিমাণ মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান করিল।