দেশে নির্বাচনের আবহাওয়া শুরু হয়েছে দীর্ঘ কয়েক বছর পর পুনরায় ইউনিয়ন পরিষদগুলো প্রাণ ফিরে পাচ্ছে। ইউনিয়ন পরিষদগুলোতে নতুন এ নির্বাচনের মাধ্যমে নতুন মেম্বার চেয়ারম্যান আসতেছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন সচিবালয়
নির্বাচন ভবন, আগারগাও, ঢাকা।
নং-১৭.০০.০০০০.০৪০.১৭.০১৬.১৯- ৯ ও ১ তারিখ: ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ
সংবাদ বিজ্ঞপ্তি
আগামীকাল ১৭ মে ২০২২ মঙ্গলবার কুমিল্লা সিটি কর্পোরেশনসহ, ৬টি পৌরসভা ও ১৩৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের মনােনয়নপত্র দাখিলের শেষ দিন।
এসব নির্বাচনে মনােনয়নপত্র দাখিলের সময় কোন ধরণের শাে-ডাউন করা যাবেনা। আচরণবিধি অনুযায়ী কোন প্রার্থী ০৫ (পাঁচ) জনের বেশি সমর্থক নিয়ে মনােনয়নপত্র দাখিল করতে পারবেন না।
সিটি কর্পোরেশ নির্বাচন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১০ এর বিধি ৬ এর উপবিধি ৪ অনুযায়ী রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনােনয়নপত্র দাখিলের সময় কোন প্রকার মিছিল কিংবা শাে-ডাউন করা যাবেনা বা কোন প্রার্থী ০৫ (পাঁচ) জনের অধিক সমর্থক নিয়ে মনােনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না। নির্বাচন পূর্ব সময় অর্থাৎ নির্বাচনি তফসিল ঘােষণা হতে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোন প্রকার মিছিল বা কোনরূপ শাে-ডাউন করা যাবেনা।
নির্বাচনি আরচণবিধি লংঘন শাস্তিযােগ্য অপরাধ। এ বিধান লংঘন করলে অনধিক ৬মাস কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।
( এস এম আসাদুজ্জামান )
পরিচালক (জনসংযােগ)
ও যুগ্মসচিব (সিসি)
ফোন: ৫৫০০৭৫২০
ইউনিয়ন পরিষদের সাধারণ মনোনয়নপত্র দাখিল শেষ সময় আগামীকাল: ডাউনলোড