২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নোটিশ – একাদশ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন ২০২২
একাদশ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন–২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২/০৪/২০২২ তারিখ থেকে ১০/০৫/২০২২ তারিখ পর্যন্ত চলবে। শিক্ষা বাের্ডসমূহের আওতাধীন দেশের সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) তে (College Login) প্যানেলে লগইন করতে হবে।
আবেদনের শেষ তারিখ- আগামী ১০/০৫/২০২২ তারিখ বিকাল ০৫:০০ টার মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্ত প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরােধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বাের্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই যত দ্রুত সম্ভব অনলাইনে ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রেরণ করাই শ্রেয়।
একাদশ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২০২২ / কলেজ প্যানেলে লগিন করতে হবে।
কর্তৃপক্ষের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্নের নির্দেশনা
Caption: Notice for online registration process 2022
অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে কে?
অবশ্যই সংশ্লিষ্ট কলেজ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবে। কলেজ কর্তৃপক্ষ লগিন আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন নিশ্চয়ন করবেন।