সূচীপত্র
সম্প্রতি ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল-বেশ কিছু পরিবর্তন এসেছে নতুন মন্ত্রী সভায় দেখুন – মন্ত্রিসভার নতুন মুখ ২০২৪
কতজন নিয়ে নতুন মন্ত্রী সভা গঠিত হলো?– নতুন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে। আজ বুধবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন সাত জন। তাদের মধ্যে ছয় জন সংসদ সদস্য ও একজন টেকনোক্রেট।
পূর্ণমন্ত্রী মানে কি? প্রতিমন্ত্রী হল নিম্নপদস্থ মন্ত্রী। একটি মন্ত্রণালয়ের কার্যনির্বাহক মন্ত্রীর নিকট দায়বদ্ধ। একজন প্রতিমন্ত্রী হলেন পূর্ণ মন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যবর্তী পদমর্যাদার মন্ত্রী। প্রতিমন্ত্রীকে সাধারণত একজন পূর্ণ মন্ত্রীর কাজের চাপ ও দায়িত্ব কমানোর লক্ষ্যে নিযুক্ত করা হয়।
শেখ হাসিনার পুরো নাম কি? শেখ হাসিনা ওয়াজেদ (জন্ম: ২৮ সেপ্টেম্বর ১৯৪৭) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকারদলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে শেখ হাসিনা।
মন্ত্রী সভায় নতুন হিসেবে যারা এলেন / বাদ পড়া মন্ত্রীদের রিপ্লেসমেন্ট হিসেবে যারা মন্ত্রীত্ব পেলেন
শেখ হাসিনা তার টুঙ্গিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। তার পরিবার ঢাকায় চলে এলে তিনি আজিমপুর গার্লস স্কুলে ভর্তি হন। তিনি ইডেন কলেজে স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হন। তিনি ১৯৬৬ থেকে ১৯৬৭ সালের মধ্যে ইডেন কলেজের ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি নির্বাচিত হন।
Caption: New Minister in Bangladesh
মন্ত্রিসভার নতুন মুখ ২০২৪ । নতুন মন্ত্রীত্ব পেল যারা তালিকা দেখুন
- আবদুস শহীদ
- র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী
- আব্দুর রহমান
- আব্দুস সালাম
- নাজমুল হাসান পাপন
- সামন্ত লাল সেন
- ফারুক খান
- আবুল হাসান মাহমুদ আলী
- নারায়ন চন্দ্র চন্দ
- জিল্লুল হাকিম
- সাবের হোসেন চৌধুরী ও
- জাহাঙ্গীর কবির নানক
টেকনোক্রেট কে?
টেকনোক্রেট মন্ত্রী হলেন-আবদুস শহীদ, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, আব্দুস সালাম, জিল্লুল হাকিম, নাজমুল হাসান পাপন ও সামন্ত লাল সেন। ম্যাকডোনেল এবং ভালব্রুজি একজন প্রধানমন্ত্রী বা মন্ত্রীকে টেকনোক্র্যাট হিসাবে সংজ্ঞায়িত করেন যদি “সরকারে তাদের নিয়োগের সময়, তারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে কখনোই সরকারী পদে অধিষ্ঠিত হননি। কোনো দলের আনুষ্ঠানিক সদস্য নন এবং বলা হয় স্বীকৃত নির্দলীয় রাজনৈতিক দক্ষতার অধিকারী।