আমাদের অনেকের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং একাডেমিক সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সে Md/ Md. /মোঃ শব্দটি সংক্ষিপ্ত ভাবে লিখার প্রচলন আছে। তবে আগের দিনের MRP পাসপোর্টে ডট (.) লিখার উপায় ছিলোনা। অন্যদিকে একটা সময় ছিলো যখন মধ্যে প্রাচ্যের ভিসার জন্য সুবিধা পেতে মোহাম্মদ/ Mohammad শব্দটি পূর্ণ ভাবে লিখতে হতো। আবার দালালদের মাধ্যমে পাসপোর্ট করার সময় তাদের অজ্ঞতার কারনে অন্যান্য কাগজপত্রে যাই থাকুক না কেন পাসপোর্টে মোহাম্মদ/ Mohammad শব্দটি পূর্ণ ভাবে লিখেছেন। ফলে আপনার কাগজপত্রে দুই ধরনের বানান থাকার কারনে পরবর্তীতে সমস্যায় পড়ছেন।

আসুন জেনে নিই এ ক্ষেত্রে কি করবেন?

বর্তমান ই পাসপোর্টে ডট (.) শব্দটি লিখার সুযোগ রয়েছে তাই আপনার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং একাডেমিক সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সে ডট (.) থাকলে পাসপোর্টেও ডট (.) লিখুন।

একই ভাবে, আপনার জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং একাডেমিক সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সে মোহাম্মদ/ মোঃ/ Md/ Md./ Mohammad শব্দটি কিভাবে আছে তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন এবং একই ধরন অনুসরণ করে আপনার ই পাসপোর্ট তৈরি করুন।

2 thoughts on “ই পাসপোর্ট করতে নামের আগে মোহাম্মদ নাকি মোঃ?

  • 18/06/2022 at 12:55 am
    Permalink

    Many thanks for the information which will help us indeed.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *