আজকের খবর ২০২৫

এ চালান পাসপোর্ট ফরম ২০২৫ । অনলাইন চালানের মাধ্যমে কি পাসপোর্টের ফি জমা দিতে হবে?

পাসপোর্ট করার জন্য ফি এখন আপনি অফলাইন চালানে জমা দিতে পারবেন না- আপনাকে এ চালানের মাধ্যমেই জমা দিতে পারবেন-বিকাশ নগদ বা ব্যাংক কাউন্টারেও জমা দেওয়া যাবে–এ চালান পাসপোর্ট ফরম ২০২৫

ই-পাসপোর্ট ফি কত? ৪৮ পাতার ই পাসপোর্ট বাবদ আপনাকে অনলাইনে ৪০২৫ টাকা জমা দিতে হবে। এজন্য এ চালানের মাধ্যমে বিকাশ বা মোবাইল ব্যাংকিং এবং কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। চাইলে ব্যাংক কাউন্টার সিলেক্ট করে চালান ফরম প্রিন্ট করে ব্যাংকের কোন ব্রাঞ্চেও আপনি ফি জমা দিতে পারবেন। পাসপোর্ট ফি 3500.00 টাকা 1422311 নম্বর কোডে দিতে হবে এবং দেশজ পণ্য ও সেবার ওপর মূসক 525.00 বাবদ 1141101 কোডে জমা দিতে হবে। সর্বমোট ৪০২৫ টাকা জমা দিলেই হবে।

সরকারের রাজস্ব ও বিভিন্ন সেবা ফি বাবদ সরকারি খাতে অর্থ জমা দেয়ার বিদ্যমান পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে সরকার ‘স্বয়ংক্রিয় চালান (Automated Challan )’ প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণঃ অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচির আওতায় প্রবর্তিত এ ‘ট্রেজারি চালান ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহার করে যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখায় (সোনালী ব্যাংকের সকল শাখাসহ) ট্রেজারি চালানের অর্থ গ্রহণ করা যাবে।

এ চালানের হেল্প লাইন কোনটি? সেবা প্রদানকারী সরকারি অফিস সেবাপ্রত্যাশী ব্যক্তি/প্রতিষ্ঠান হতে প্রাপ্ত চালান রসিদ ‘অনলাইন চালান ভেরিফিকেশন’ সাইট [Online Chalan Verification- http://103.48.16.132/echalan/]-এ যাচাই করে প্রয়োজনীয় সেবা প্রদান করবে। এক্ষেত্রে চালান যাচাই-এর পর সেবা প্রদানকারী সরকারি অফিসকে ব্যবহৃত চালান রসিদটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে; যাতে এটি পুনরায় ব্যবহারের কোন সুযোগ না থাকে। অনলাইন চালান ভেরিফিকেশন-এর ক্ষেত্রে কোন সমস্যা হলে প্রয়োজনে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের হেল্পডেক্স-এ (ফোন – 02-9356507) জরুরিভিত্তিতে যোগাযোগ করা যেতে পারে।

এ চালান ফরম । এ চালান অনুসন্ধান । ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি । ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি ২০২৫

যে সকল মন্ত্রণালয়/বিভাগ ও অধিদপ্তর/পরিদপ্তর বেসরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/সংস্থার সাথে সরকারি অর্থ জমা গ্রহণের চুক্তি করেছে অনতিবিলম্বে তাদেরকে এ জাতীয় চুক্তি বাতিল করে ‘এ-চালান’ পদ্ধতির গেটওয়ে ব্যবহারের মাধ্যমে অনলাইনে বা যে কোন তফসিলি ব্যাংকের শাখায় সরকারি অর্থ সরকারি কোষাগারে (TSA) জমা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

https://ibas.finance.gov.bd/acs/general/sales#/home/dashboard

Caption: Click to Pay Passport Fees

পাসপোর্টের জন্য ই চালান করার নিয়ম ২০২৫ । কিভাবে পাসপোর্টের জন্য চালান তৈরি করবো?

  1. প্রথমে অটোমেটেড চালান সিস্টেম ক্লিক করে এ যেতে হবে।
  2. পাসপোর্ট লেখার উপর ই পাসপোর্ট ফি তে ক্লিক করুন।
  3. এক পপ-আপ ফর্ম আসবে সেখানে ই পাসপোর্ট ইস্যু [৪৮] বা [৬৪] সিলেক্ট করতে হবে।
  4. ৫ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট (একুশ কর্মদিবস) সিলেক্ট করুন।
  5. Ok ক্লিক করে ব্যক্তি সিলেক্ট করুন।
  6. জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে Check NID ক্লিক করুন।
  7. মোবাইল নম্বর দিন এবং মোবাইল ব্যাংকিং সিলেক্ট করুন।
  8. বিকাশ বা নগদ ক্লিক করুন।
  9. Save ক্লিক করুন।
  10. বিকাশ গেইটওয়েতে যাবেন এবং ৩০ টাকা চার্জসহ Proced ক্লিক করবেন।
  11. বিকাশ নম্বর দিবেন এবং কনফার্ম করে ওটিপি দিবেন।
  12. বিকাশ পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করলেই চালানের কপি পেয়ে যাবেন।
  13. ব্যাস কাজ শেষ।

এ চালান পেতে কি রেজিস্ট্রেশন করতে হবে?

না। আপনি চাইলে রেজিস্ট্রেশন করে তারপর আপনি পেমেন্ট করতে পারেন এবং এতে আপনার সকল তথ্য সেইভ থাকবে। পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর Verify করে তথ্য দিন। অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন। ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নাই। তবে যদি আপনি চান পূর্বের আবেদন বাতিল হয়েছে এবং নতুন করে পাসপোর্টের জন্য পুনরায় আবেদন করবেন। তবে আপনি চালানের টাকা এডজাস্ট করে পুনরায় চালান জেনারেট করতে পারবেন।

ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম ২০২৩ । ই পাসপোর্ট ফি কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *