কুয়েতে নার্স নিয়োগ ২০২২

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বােয়েসেল) (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), স্থাপিত-১৯৮৪, জরুরি ভিত্তিতে বােয়েসেল-এর মাধ্যমে কুয়েতে নার্স নিয়ােগ- নং-৪৯.০২.০০০০.০০৪.৫০.০০১.২১/ ২৯,  তারিখ: ০৫.০১.২০২২ খ্রি. বােয়েসেল-এর মাধ্যমে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে City Group General Trading Co, Kuwait – এর ব্যবস্থাপনায় নিম্নবর্ণিত পদে পুরুষ/মহিলা নার্স নিয়ােগ করা হবে। 

ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা  অভিজ্ঞতা বেতন
০১। বিএসসি নার্স পুরুষ ১০১ জন ০৩ বছর ৯০,০০০/-
মহিলা ২৩০ জন
০২। ডিপ্লোমা নাস পুরুষ ২৩০ জন ০৪ বছর ৮০,০০০/-
মহিলা ১০০ জন

চাকরির শর্তাবলি

(১) প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনাে নার্সিং ইনিস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে ব্যাচেলার ডিগ্রী/ডিপ্লোমা ডিগ্রীধারী হতে হবে।

(২) যেকোনাে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/হাসপাতাল/ ক্লিনিক/ প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(৩) সংশ্লিষ্ট বিষয়ে উল্লিখিত অভিজ্ঞতা ২/৩ মাস কম হলেও আবেদন করা যাবে।

(৪) প্রার্থীর বয়স আবশ্যিকভাবে ৪০ বছরের কম হতে হবে।

(৫) চাকুরিতে যােগদানের পর শিক্ষানবিশকাল ০৩ (তিন) মাস।

(৬) বাৎসরিক ছুটি ৩০ (ত্রিশ) দিন।

(৭) চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডাটা-ফ্লো নিশ্চিত করতে হবে।

(৮) দৈনিক ০৮ (আট) ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ (ছয়) দিন।

(৯) চাকুরির চুক্তি ০৩ (তিন) বৎসর (নবায়নযােগ্য)।

(১০) বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫% হারে প্রদান করা হবে।

(১১) প্রয়ােজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতে জন্য পরিবহনের ব্যবস্থা নিয়ােগকারী কর্তৃপক্ষ বহন করবে।

(১২) চাকুরিতে যােগদান করতে যাওয়ার সময় বিমান ভাড়া এবং তিন (০৩) বছর সন্তোষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়ােগকারী কর্তৃপক্ষ বহন করবে।

(১৩) অন্যান্য শর্ত কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযােজ্য হবে।

অন্যান্য তথ্যাবলী

(ক) নির্বাচিত প্রার্থীদের বােয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মােতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে দুই (০২) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ,মার্কশিট, ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক নিম্নবর্ণিত হতে প্রদত্ত লিংকে আগামী ১৯/০১/২০২২ খ্রি. এর মধ্যে আবেদন আহবান করা হচ্ছে।

(খ) উল্লেখ্য ২২/০১/২০২২ খ্রি. হতে ০১/০২/২০২২ খ্রি. পর্যন্ত কুয়েতস্থ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং City Group General Trading Co, -এর প্রতিনিধিগণ বাংলাদেশে অবস্থান করবেন এবং আবেদনকারীদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করবেন।

(গ) লিখিত ও মৌখিক পরীক্ষা প্রদানের সময় প্রার্থীদের কোনাে প্রকার টিএ, ডিএ প্রদান করা হবে না।

(ঘ) উল্লেখ্য ইতিপূর্বে যারা কুয়েতের নার্স নিয়ােগের বিপরীতে অন্য কোম্পানিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়ােজন নেই।

আবেদনের লিংক: https://forms.gle/Xh3mYoZxGvmuBuw59

কৌম্পানি সচিব।

বােয়েসেল

০১৮১৯৯৩৬১৫৬

কুয়েতে নার্স নিয়োগ ২০২২: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *