প্রান্তিক জনগোষ্ঠী না অতি দরিদ্র লোকও মাত্র ৫০০ টাকা চাঁদা দিয়ে শেষ বয়সে প্রতি মাসে ৩৪,৪৬৪ টাকা পেনশন পেতে পারবেন – জাতীয় সমতা স্কিম ২০২৩

সরকারি ভাতাভোগীরাও সমতা পেনশনে আসতে পারবেন? হ্যাঁ। পারবেন তবে ক্ষেত্রে তাদেরকে বয়স্কভাতাম, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার মত ভাতাগুলো সমর্পন করে সমতা পেনশন গ্রহণ করতে হবে। এমনটি একজন ভিক্ষুকও জাতীয় পেনশন স্কীমে আসতে পারবেন এবং ৫০০ টাকা চাঁদা দিলে সরকার আরও ৫০০ টাকা যোগ করে মোট ১০০০ টাকা স্কিম খুলে দিবে এবং ৬০ বছর বয়সপূর্ণ হলে পেনশন পাওয়া শুরু করবেন।

জাতীয় পেনশন স্কিম সমতা কি? স্বকর্মে নিয়োজিত অতি দরিদ্র নাগরিকগণের জন্য অংশ প্রদায়ক পেনশন স্কিম) সময়ে সময়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত Household Income Expenditure Survey অনুযায়ী অতি দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিগণকে চিহ্নিত করার নির্ণায়কের ভিত্তিতে যাদের নিজস্ব আয় দ্বারা জীবন ধারণের ন্যূনতম উপকরণ যোগাড় করা সম্ভব হয় না তারা নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। তাদের জমার বিপরীতে কর্তৃপক্ষ সমপরিমাণ অর্থ জমা করবে। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ১০০০/- টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকারি অংশ ৫০০ টাকা)।

এটি কি সরকারি পেনশন? না। আপাতত সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত হবেন। এছাড়া সামাজিক নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত যে কোন সুবিধাভোগী সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত। তবে যদি এরূপ সুবিধা ভোগীদের মধ্যে কেউ উক্ত সুবিধা সমর্পণ করে সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হতে চান তবে তিনি তাতে অন্তর্ভুক্ত হতে পারবেন।

প্রতি মাসে সরকার ৫০০ টাকা ভর্তুকী দিয়ে পেনশন স্কীম চালু রাখবে / একজন ভিক্ষুক অথবা দিনমজুরও এ পেনশন আওতায় আসতে পারবেন

অনলাইনে অ্যাপসের মাধ্যমে পেনশন স্কীম খোলা যাবে। নিজের মোবাইল না থাকলে অন্য কারও মোবাইল দিয়েও এ স্কিমে হিসাব খোলা যাবে। একটি ইউনিক আইডি দেওয়া হবে এবং যে কোন ব্যাংক অথবা বিকাশ রকেটের মাধ্যমে চাঁদা জমা করতে পারবেন।

Caption: Pension Act 2023 PDF Download

দরিদ্র পেনশন স্কিম । ন্যুনতম ১০ বছর চাঁদা দিতেই হবে

  1. ৪২ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ৩৪৪৬৫ টাকা।
  2. ৪০ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ২৯২০০ টাকা।
  3. ৩৫ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ১৯১৮৭ টাকা।
  4. ৩০ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ১২৪৬৬টাকা।
  5. ২৫ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ৭৯৫৫ টাকা।
  6. ২০ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ৪৯২৭ টাকা।
  7. ১৫ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ২৮৯৪ টাকা।
  8. ১০ বছর চাঁদা দিলে ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনশন পাবেন প্রতি মাসে ১৫৩০ টাকা।

সমতা স্কিমের চাঁদা কি ২০০০ টাকা হতে পারবে?

না। এক্ষেত্রে তাকে সুরক্ষা পেনশন স্কিমটি নিতে হবে এবং সরকার তাতে ৫০০ টাকা ভতুর্কি গুণবে না। সমতা স্কিমের ক্ষেত্রে প্রতি মাসে চাঁদার পরিমাণ ১০০০ টাকা হলে চাঁদা দাতা ৫০০ টাকা এবং সরকার ৫০০ টাকা প্রদান করবেন। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ থাকবে।

UNIVERSAL PENSION SCHEME BD । সরকারি চাকরিজীবীগণ প্রগতি স্কিমে মাসিক পেনশন ১ লক্ষ টাকার বেশি পাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *