জিডি এর আবেদন ফরম্যাট । থানায় সাধারণ ডাইরি এর আবেদন করার নিয়ম ২০২২
পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা বিভিন্ন ব্যক্তিগত কারণে সাধারণ ডাইরি বা জিডি’র আবেদন করার ফরম্যাট। যেভাবে জিডির আবেদন করবেন যেভাবে তার নমুনা দেয়া হলো। পুলিশের কাছে বা থানায় হাতে লেখা আবেদন করতে হলে নিচের আবেদনের ধরন অনুসরণ করা যেতে পারে।
পুলিশের কাছে দরখাস্ত লেখার নিয়ম
সাধারণ ডায়েরি করার ক্ষেত্রে কিভাবে হারালো বা চুরি হলো তা একটু বিস্তারিত লিখতে হবে। সাধারণ ডায়েরির কপিটি অবশ্যই সংরক্ষণ করবেন। ডায়েরি হওয়ার কপিটি আপনাকে কাগজপত্র উঠানোর ক্ষেত্রে কাজে লাগবে। নিচের Word File ফরম্যাট দেওয়া আছে লিংক থেকে ডাউনলোড করে এডিট করে নিতে পারবেন।
প্রশ্ন: চেক বই হারিয়ে গেলে জিডি লেখার নিয়ম?
উত্তর: উক্ত ফরম্যাটে লিখলেই হবে শুধুমাত্র তথ্য পরিবর্তন করতে হবে। সাধারণ ডায়েরিভুক্ত না করা পর্যন্ত চেক বই সংগ্রহ করতে পারবেন না।
প্রশ্ন: সাধারণ ডায়েরিভূক্ত করতে কত ক্ষন সময় লাগে?
উত্তর: ভীড় না থাকলে ৩০ মিনিট থেকে ১ ঘন্টায় হয়ে যাওয়ার কথা।
প্রশ্ন: ১৮ বছরের নিচের বয়সী কেউ সাধারণ ডায়েরি করতে পারে?
উত্তর: না, তার পক্ষে তার অভিভাবক করবে।
থানায় সাধারণ ডাইরি এর আবেদন করার নিয়ম ২০২২ : ডাউনলোড Word File