সরকারি কর্মচারী ও টিন সার্টিফিকেট আছে এমন সবাইকে রিটার্ন দাখিল করতে হয়-রিটার্ন দাখিলের নীতিমালায় এখনও পর্যন্ত কোন পরিবর্তন না থাকায় করযোগ্য আয় থাকলে রিটার্ন দাখিল করতে হবে– অনলাইনে রিটার্ন দাখিল করার নিয়ম ২০২৪

অনলাইনে কি এখন রিটার্ন দাখিল করা যাচ্ছে? না। করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এই লক্ষ্যে আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৪ এর আলোকে ব্যক্তিশ্রেণির করদাতাগণের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য e – Return System upgradation এর কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ০৯/০৯/২০২৪ হতে তারিখ অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।

রিটার্ন দাখিলের প্রমানক সাথে সাথে পাওয়া যাবে? হ্যাঁ। e-Return System ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ নিজের রিটার্ন তৈরী, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস(নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) এর মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিলকৃত e-Return এর কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট/ডাউনলোডের সুবিধা পাবেন।

সিম এবং টিআইএন একই ব্যক্তির নামে থাকতে হবে? হ্যাঁ। এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে। উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১ সালে এই সিস্টেম চালু করার পর ২০২১-২০২২ কর বছরে ৬১,৪৯১ জন, ২০২২-২০২৩ কর বছরে ২,৪৪,৪৮১ জন ও ২০২৩-২০২৪ কর বছরে ৫, ২৬, ৪৮৭ জন করদাতা e-Return দাখিল করেছেন। ব্যক্তিশ্রেণির করদাতাগণ আগামী ০৯/০৯/২০২৪ তারিখ হতে জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২০২৫ কর বছরের e- Return দাখিল করতে পারবেন।

অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা দিন দিন বাড়ছে / ২০২৩-২০২৪ কর বছরে ৫, ২৬, ৪৮৭ জন করদাতা e-Return দাখিল করেছেন

রিটার্ন ম্যানুয়াল দাখিল করা ভাল নাকি অনলাইনে? আপনি অনলাইনে দাখিল করুন। কোন ঝামেলা নাই এক্সট্রা কোন খরচ করতে হয় না।

করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এই লক্ষ্যে আয়কর আইন, ২০২৩ এবং অর্থ আইন, ২০২৪ এর আলোকে ব্যক্তিশ্রেণির করদাতাগণের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য e - Return System upgradation এর কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ০৯/০৯/২০২৪ হতে তারিখ অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হবে।

Return Submission Link: www.etaxnbr.gov.bd 

ই রিটার্ণ দাখিল করার পদ্ধতি ২০২৪ । অনলাইনে যেভাবে রিটার্ণ দাখিল করবেন

  • অনলাইনে রিটার্ন জমা দিতে প্রথমে etaxnbr.gov.bd লিঙ্ক বা জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এবার এখান থেকে ই-রিটার্ন অপশন সিলেক্ট করুন।
  • এখানে নিজের নামে মোবাইল ফোন নম্বার দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধনের সময় নিজের পাসওয়ার্ড নিজে সেট করে নিন। নিবন্ধন করার সঙ্গে সঙ্গে আপনার একটি ই-রিটার্ন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
  • এবার নিজের টিআইএন এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন।
  • নিবন্ধন হয়ে গেলে সাইন-ইন করুন। যাদের করযোগ্য আয় নেই বা ‘জিরো ট্যাক্স’, তাদের কিছু তথ্য দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে রিটার্ন জমার কাজ সম্পন্ন হয়ে যাবে।
  • যাদের করযোগ্য আয় রয়েছে, তাদের কর দিতে হবে। এছাড়াও জেনে নিতে পারবেন-করের পরিমাণ, রেয়াতের পরিমাণ, রিটার্নের সঙ্গে কত টাকা দিতে হবে ইত্যাদি।
  • ‘প্রাপ্তিস্বীকার’ স্লিপটি ডাউনলোড করে সংরক্ষণ করুন।

রিটার্ণ দাখিল প্রমানক যাচাই করা যায় কি?

হ্যাঁ। যায়। অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না।

Tax-certificate-manual Download

 

Tax return verification bd । আয়কর রিটার্ণ দাখিল সফল হয়েছে কিনা চেক করুন E Return । অনলাইনে রিটার্ন দাখিল করার নিয়ম ২০২৪ Online verify return by TIN । অনলাইনে টিন সার্টিফিকেট দিয়েই রিটার্ণ দাখিল যাচাই করুন
     
     

E Return । অনলাইনে রিটার্ন দাখিল করার নিয়ম ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *