ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষা দেরিতে শুরু হবে।

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০২০ আগামী ৩০/১২/২০২১ হতে ২৯/০১/২০২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে পরীক্ষাসমুহ বেলা ১:০০ টার পরিবর্তে বেলা ১:৩০মিনিট হতে আরম্ভ হবে।।

জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর

স্মারক নং ০৫(৫২৪)জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০২০/৪০৩৭ তারিখ: ০৮/১২/২০২১

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০২০ সংক্রান্ত

জরুরী বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে, ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০২০ আগামী ৩০/১২/২০২১ হতে ২৯/০১/২০২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে পরীক্ষাসমুহ বেলা ১:০০ টার পরিবর্তে বেলা ১:৩০মিনিট হতে আরম্ভ হবে।।

উল্লেখ্য যে, ইতােপূর্বে স্মারক নং ০৫(৫২৪) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস/২০২০/৪০২৪, তারিখ : ২৩/১১/২০২১ মােতাবেক প্রকাশিত সময়সূচির অন্যান্য শর্তাবলী প্রযােজ্য।

(বদরুজ্জামান)।

পরীক্ষা নিয়ন্ত্রক

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর

ফোন : ০২-৯২৯১০১৭ (অফিস) e-mail:[email protected]

ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষা দেরিতে শুরু হবে: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *