৩১ শে ডিসেম্বর, ২০২১ সরকারী ছুটির দিন হওয়ায় ২০২১-২০২২ করবর্ষের রিটার্ন দাখিলের সর্বশেষ দিন ২রা জানুয়ারি, ২০২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
জাতীয় রাজস্ব বাের্ড রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
নথি নং- ০৮.০১.০০০০.০২৭.০৭.০০২.২১/ (14
তারিখ- ২১/১২/২০২১ খ্রিঃ
বিষয়ঃ দাখিলকৃত আয়কর রিটার্নের Acknowledgement Slip তাৎক্ষণিকভাবে প্রদান প্রসঙ্গে।
সূত্র: জাতীয় রাজস্ব বাের্ডের নথি নং-০৮.০১.০০০০.০২৭,০৭.০০২.২০২১/৩৭১, তাং-৩০/১১/২০২১খ্রিঃ
আদিষ্ট হয়ে উক্ত বিষয় ও সত্রের প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
০২। ৩১ শে ডিসেম্বর, ২০২১ সরকারী ছুটির দিন হওয়ায় ২০২১-২০২২ করবর্ষের রিটার্ন দাখিলের সর্বশেষ দিন ২রা জানুয়ারি, ২০২২। আপনার কর অঞ্চলের সার্কেলসমুহে দাখিলকৃত রিটার্নের Acknowledgement Slip তাৎক্ষণিকভাবে করদাতাকে প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
সূ১১১১০৪ (দীপক কুমার পাল)
দ্বিতীয় সচিব
(কর পরিবীক্ষণ ও সমন্বয়)
দাখিলকৃত আয়কর রিটার্নের Acknowledgement Slip তাৎক্ষণিকভাবে প্রদানের নির্দেশনা: ডাউনলোড