সূচীপত্র
প্রাইমারী স্কুলের পাবলিক পরীক্ষা বন্ধ হওয়ার কারণে এ বছর বৃত্তি পরীক্ষা হচ্ছে তা শুধুমাত্র ৫ম শ্রেণীতেই – প্রশ্ন ও মান বন্টন কেমন হবে? – প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২
প্রাইমারি বৃত্তি পরীক্ষা ২০২২ – শিক্ষার্থীকে প্রশ্নপত্রের নির্ধারিত জায়গায় টিক চিহ্ন অথবা লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ভিন্নভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না। বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতি বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে। প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক (2) চিহ্ন দিতে হবে। সঠিক উত্তর নির্বাচনে দুই বা ততোধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ঐ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না। বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে যার মধ্য থেকে ৪টি করে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তকের মধ্য হতে থাকবে। একটি রচনামূলক প্রশ্নের জন্য ১০ নম্বর থাকবে।
গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে যার প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে। ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে দেওয়া হবে যার মান ১০ নম্বর থাকবে।প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনামূলক প্রশ্ন থাকবে যার প্রতিটির পূর্ণমান ৫ নম্বর করে মোট ১০ নম্বর থাকবে ।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২/ ডিসেম্বরেই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষা ২০২২ । প্রত্যেক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ১০% পরীক্ষায় অংশগ্রহণ করবে
প্রাইমারী বৃত্তি প্রশ্ন কাঠামো ও সাধারণ নির্দেশনা PDF Download
সরকারি শিক্ষা বৃত্তি ২০২২ । প্রতি মাসে কত টাকা বৃত্তি পাওয়া যায়?
-
- সর্বশেষ প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৯ সালে অনুষ্ঠিত হয়৷ সে সময় ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্বাচিত ৮০ হাজারের বেশি শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়৷
- একজন ছাত্র/ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হলে প্রতিমাসে ৩০০ টাকা বৃত্তি পেয়ে থাকেন।
- সাধারণ বৃত্তি প্রাপ্ত একজন শিক্ষার্থী প্রতি মাসে ২২৫ টাকা করে বৃত্তি পায়৷
- প্রাথমিক সমাপনীর বৃত্তিপ্রাপ্তরা অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি পায় অর্থাৎ তিন বছর এ বৃত্তি পেয়ে থাকেন। প্রতি বছর ৩০০ টাকা হারে ৩৬০০ টাকা এবং ৩ বছরে ১০,৮০০ টাকা বৃত্তি পায়।
- অন্য দিকে সাধারণ বৃত্তিতে ২২৫ টাকা হারে প্রতি বছরে ২৭০০ টাকা এবং ৩ বছরে ৮১০০ টাকা মোট বৃত্তি প্রাপ্তি হয়।
প্রতিটি স্কুল হতে কত জন অংশ গ্রহণ করবে?
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এক যুগ পর আবারও শুরু হচ্ছে৷ এ মাসের শেষ সপ্তাহে প্রতিটি উপজেলা সদরে পরীক্ষা হবে৷ এতে অংশ নিতে পারবে প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ৷ পঞ্চম শ্রেণি পেরিয়ে মাধ্যমিকে পা রাখা শিক্ষার্থীদের মধ্যে কারা কারা সরকারি বৃত্তি পাবে, তা নির্ধারণে এক সময় আলাদাভাবে এই পরীক্ষা নেওয়া হত, যা বৃত্তি পরীক্ষা নামেই পরিচিত৷