জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ফি ও ফরমসহ প্রয়োজনীয় ডকুমেন্ট ২০২১

সকল তথ্য পূরণ করার পর ভর্তি ফরমটি A4 সাইজ অফসেট সাদা কাগজে কলেজ কপি ও স্টুডেন্ট কপি ১ কপি করে। প্রিন্ট করে কলেজ কপি মনােনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে। প্রতিটি বিভাগ ভর্তি কমিটি কর্তৃক প্রেরিত মনােনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকার সাথে জমাকৃত ফরমটি মেলানাের পর যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন।

প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয়

সরকারি সা’দত কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়: ৫৩০১ EIIN:১১৪৭৪৭ করটিয়া, টাঙ্গাইল

incipalsaadatcollege@yahoo.com web: www.saadatcollege.gov.bd

তারিখ। ১৮ নভেম্বর ২০২১খ্রিষ্টাব্দ

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) সরকারি সাত কলেজ নির্বাচিত শিক্ষার্থীদের মনােনয়নান্ত বিষয়ে ১ম। আধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ: ২৯/১১/২০২১ থেকে ০৮/১২/২০২১ তারিখ পর্যন্ত।

এ) ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে আবেদন পত্রের বােল নম্বর ও পিন কোড সঠিকভাবে প্রতি করে বিশ্ববিদ্যালয়ের | ওয়েব সাইট এ (www.nu.ac.bd/admissions) লগ-ইন করতে হবে।

বি) সকল তথ্য পূরণ করার পর ভর্তি ফরমটি A4 সাইজ অফসেট সাদা কাগজে কলেজ কপি ও স্টুডেন্ট কপি ১ কপি করে। প্রিন্ট করে কলেজ কপি মনােনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে। প্রতিটি বিভাগ ভর্তি কমিটি কর্তৃক প্রেরিত মনােনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকার সাথে জমাকৃত ফরমটি মেলানাের পর যাবতীয় কার্যক্রম সম্পাদন করবেন।

SureCash- এ নিলিখিত হারে টাকা জমা দিতে হবে। SureCash-এ ভর্তি ফি জমা দেয়ার বিবরণ

  • বাংলা ইংরেজি/ ইতিহাস/ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। দর্শন। রাষ্ট্রবিজ্ঞান/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবস্থাপনা/- ৪১০০ টাকা
  • সমাজকর্ম-৩৯৫০ টাকা
  • পদার্থ/ রসায়ন/ উদ্ভিদবিজ্ঞান/ প্রাণিবিদ্যা/ গণিত-৪২০০ টাকা

সকল ফি এর সাথে ১% সার্ভিস চার্জ  প্রযােজ্য হবে।

SureCash- এ টাকা জমা দেয়ার নিয়মঃ *৪৯৫# এ ডায়াল করে GSCM (পেমেন্ট কি-ওয়ার্ড) টাইপ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন পত্রের ৭ ডিজিটের রােল নম্বর (Student ID) দিয়ে যে কোন SureCash এর এজেন্ট অথবা নিজস্ব SureCash ওয়ালেট হতে ভর্তি ফি জমা দিতে হবে।

SureCash Help Line: 09606060607

SureCash এ টাকা জমা দেয়ার পর ডাউনলােডকৃত ফরমের সাথে নিলিখিত প্রয়ােজনীয় কাগজপত্র সংযুক্ত করে মনােনয়নপ্রাপ্ত বিভাগে জমা দিতে হবে।

ক) স্নাতক (সম্মান)/ সমমানের পরীক্ষার মূল নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি;

খ) এতক (সম্মান)/ সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি

গ) ১কপি পাসপোের্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি।

ঘ) প্রাথমিক আবেদন ফরম (জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবেশপত্র);

ঙ) SureCash কর্তৃক ইস্যুকৃত Transaction নম্বর ভর্তি ফরমের উপর (কলেজ কপি) লিখতে হবে।

চ) সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক আবেদনপত্রের রােল নম্বর SureCash- এক প্রেরিত তালিকার সাথে মেলানাে ও তথ্যাদি । যাচাই বাছাই করার পর বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষ মহােদয় ভর্তি ফরমের নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন

অধ্যক্ষ

সরকারি সা’দত কলেজ করটিয়া, টাঙ্গাইল

সরকারি সাত কলেজ করটিয়া টাঙ্গাইল।

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ফি ও ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *