সোনালী ব্যাংক হতে আপনি স্টেটমেন্ট অথবা চেক বইয়ের রিকুইজিশন দিতেও আপনি সেবা ফরমটি ব্যবহার করতে পারবেন- এছাড়াও আপনি মেসেজ এলার্ট অন করতে ফরম ব্যবহার করুন – সোনালী সেবা ফরম pdf

এমআইসিআর চেক বইয়ের জন্য কি রিকুইজিশন লাগে? ব্যাংক লেনদেনের একটা বড় অংশের সাথে চেক জড়িত। ব্যাংক থেকে টাকা উত্তোলন, অন্য কারো কাছে টাকা পাঠানোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো চেক বা চেকবই। সাধারণত একটি ব্যাংকে হিসাব খোলার সাথে সাথে একজন গ্রাহক তার নতুন চেক বই আবেদন করেন বা রিকুইজিশন (Requisition) দিয়ে থাকেন। রিকুইজিশন দেয়ার কয়েক দিন পর ব্যাংক তার গ্রাহকের জন্য MICR Cheque Book ইস্যু ছাপান এবং তা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে সংগ্রহ করার জন্য তার গ্রাহক কে SMS বা ফোন কলে জানিয়ে থাকেন। এ পর্যায়ে আপনার কাজ হলো ব্যাংকের সংশ্লিষ্ট শাখা হতে উক্ত চেক বই সংগ্রহ করা।

কার বরাবর আবেদন করতে হবে? ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবেদন করতে হবে। প্রতিনিধির পরিচয় নিশ্চিত করনের জন্য একাউন্ট হোল্ডার কর্তৃক প্রতিনিধির স্বাক্ষর সত্যায়িত করে দিতে হবে। আপনার কাছে কোন চেক রিকুইজিশন স্লিপ থাকবে সেখানেও উক্ত প্রতিনিধির সত্যায়িত স্বাক্ষর সহ স্লিপ টি ব্যাংকের শাখায় জমা করতে হবে। বাড়তি সতর্কতা রয়েছে যা পরবর্তীতে আলোচনা করছি।

নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে? হ্যাঁ। নির্ধারিত ফর্মে আবেদন করলেও হবে অথবা সাদা কাগজে আবেদন করলেই হবে। রিকুইজিশন স্লিপ আবেদনপত্রের সাথে যুক্ত করে জমা দিতে হবে। মনে রাখবেন প্রতিনিধির স্বাক্ষর সত্যায়িত করে দিতে হবে।

সোনালী সেবা ফরম ঢাকা  । এক ফর্মে আপনি ব্যাংকের বেশ কিছু সেবা পাবেন

উৎসে কর কর্তনের সনদ, এসএমএস এলার্ট চালু, অ্যাপের পিন রিসেট ইত্যাদি কাজ একটি অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

Customer Service Application Bengali

Caption: Sonali Bank Service Form PDF Download

সোনালী ব্যাংক সেবা ফরম ২০২৪ । কি কি সেবা একটি ফর্মের মাধ্যমে পাওয়া যায়?

  1. একাউন্ট স্টেটমেন্ট
  2. ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  3. চেক বইয়ের আবেদন
  4. উৎসে কর কর্তন সার্টিফিকেট
  5. হিসাব পুন: চালুকরণ
  6. মুনাফাবিহীন হিসাবে পরিবর্তন
  7. টিআইএন হালনাগাদকরণ
  8. এনআইডি / স্মার্ট কার্ড হালনাগাদকরণ
  9. এসএমএস এলার্ট চালু
  10. স্থায়ী আমানত নবায়ন
  11. স্বাক্ষর হালনাগাদকরণ
  12. স্থায়ী আমানত নগদায়ন
  13. ঠিকানা পরিবর্তন বা হালনাগাদকরণ
  14. লেনদেন স্থগিত, চালু এবং জমা চালুকরণ
  15. পজেটিভ পেমেন্ট নির্দেশনা
  16. স্টপ পেমেন্ট নির্দেশনা চালু/ প্রত্যাহার
  17. সোনালী ই ওয়ালেট পিন রিসেট, ডিভাইস পরিবর্ত বা আনলক
  18. ডেবিট কার্ড ইস্যু ব্লক, ই কমার্স চালু, কার্ড বাতিল ইত্যাদি সেবা

জিডি করা চেকে কি মামলা করা যায়?

Section 138 of Negotiable Instruments Act তখনই প্রযোজ্য হবে, যখন, চেকটি একাউন্টে টাকা না থাকার জন্য পেমেন্ট হবে না, এবং ব্যাংক এটাকে dishonour করবে, due to insufficient balance এর কারণ দেখিয়ে। পোস্ট ডেটেড চেক ইস্যু করেও, চেকের পেমেন্ট স্টপ করা যেতেই পারে, কিন্তু, justify করতে হবে যে কী কারণে চেকটির পেমেন্ট স্টপ করা হয়েছে। যদি, দেখা যায় যে চেক পেমেন্ট করার মতো টাকা একাউন্টে রেখে ও চেকটি stopped payment করা হয়েছে, সেটা তাহলে, section 138 নয়, আইনী পদ্ধতিতে (Recovery proceedings) অগ্রসর হওয়ার সুবিধা রয়েছে এবং চেকটি যিনি ইস্যু করেছেন, তাঁকে চেকটির পেমেন্ট স্টপ করার গ্রহণযোগ্য কারণ দর্শাতে হবে, অন্যথায়, আইনের চোখে এটাকে অবৈধ হিসেবে গণ্য করা হবে, এবং এক্ষেত্রে, আদালতের সিদ্ধান্তই শেষ কথা হবে।

Check Book Collection Application । কারও পক্ষে চেক বই সংগ্রহ করার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *