আজকের খবর ২০২৫

ইঞ্জিন অয়েল/ মবিল এর দাম ২০২৩ । ডিসকভার বাইকের মবিল কোনটা ভাল হবে?

বাইকের ইঞ্জিন অয়েল সময়মত পরিবর্তন করতে হবে – বাইকের পারফর্মমেন্স ঠিক রাখতে মবিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে – ইঞ্জিন অয়েল/ মবিল এর দাম ২০২৩

Discover bike engine oil 2023 – আমার ডিসকভার ১২৫ সিসি গাড়ির ৫০০ কিলো চালানোর পর আজকে শোরুমে নিয়ে গেলাম তারা এই মবিলটা দিল এবং আমার থেকে ৭০০ টাকা নিলো এলাকায় আসার পর অনেকেই বলল মবিলের টাকাটা নাকি আমার থেকে অনেক বেশি রাখছে আসলেই এই মবিলের দামটা কত সেটি নিয়েই আজ আলোচনা করবো। ইঞ্জিন অয়েল খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। মোটরসাইকেলের যত্ন নেয়ার নিয়ম ২০২৩ । বাইকে ভাল মাইলেজ পেতে হলে যা যা করতে হবে

সাধারণত উচ্চ সিসির বাইকে চেইন কভার থাকেনা। বাংলাদেশে দেখা যায় ১৫০ বা ১৬৫ সিসির বাইকে চেইন কভার নেই। চেইন কভার না থাকার কারনে যে সকল সুবিধা পাওয়া যায় তা হল চেইন ছিঁড়ে গেলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং প্রয়োজন মত চেইন লুব করা যায় যা বাইকের পারফরম্যান্স বৃদ্ধি করে। আর চেইন কভার না থাকার অসুবিধা হল চেইন দ্রুত ময়লা হয়ে যায়। বাংলাদেশের সেরা ১০ টি মোটরসাইকেল । বাংলাদেশের সবচেয়ে ভালো বাইক ২০২৩

আপনি খুব সহজে অর্থাৎ কেবলমাত্র ১৫ মিনিটে আপনার মোটরসাইকেলের চেইন, স্প্রোকেট উভয়ের পারফরম্যান্সকে বৃদ্ধি করতে পারেন। আমাদের মনে রাখতে হবে ইঞ্জিন হতে চেইন বাইকের পিছনের চাকায় শক্তি সরবরাহ করে। যথাযথ তদারকি ও রক্ষনাবেক্ষন করা না হলে এটা ছিঁড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। ভালো মাইলেজ পাওয়ার উপায় ২০২৩ । বাইকের ভালো মাইলেজ পেতে ১০টি সেরা টিপস

বাইকের সাউন্ড ও বাইকের মেইনটিন্যান্স পারফর্মমেন্স পরিবর্তন করে দেয় / বাইকের পারফর্মমেন্স বাইকের যত্নের উপর নির্ভর করে

প্রতিটি বাইকের যত্ন ও সঠিক স্পিডে চালনা করলে বাইক দীর্ঘস্থায়ী ও মাইলেজ ভাল দেয়।

ইঞ্জিন অয়েল/ মবিল এর দাম ২০২৩ । ডিসকভার বাইকের মবিল কোনটা ভাল হবে?

Caption: Check Facebook Comments

Bajaj DTS-i Engine oil Price 2023 । শো রুমে ৭০০ টাকা কি দাম বেশি রাখছে? চলুন ইউজার রিভিউ দেখে নিই

  • ৭০০ টাকা দাম ঠিক ই আছে বাহিরে দাম কম ৫৫০ টাকা কিন্তু দুইনাম্বার শোরুম এ টা এক নাম্বার।
  • ৫৫০ টাকা দাম। শোরুম থেকে কোন কিছু না লাগানোই ভালো। ওরা দাম নেয় ইচ্ছা মত কিন্তু জিনিস খাটি।
  • ৫৫০ টাকা আমি কয়েক দিন আগে নিয়েছি।
  • আমি ২দিন আগে বাহিরে দাম করছি আমার কাছে ৬২০টাকা চাইছিল।
  • 17 din age nisi 700tk die showroom thekei. R Showroom e vai sob kisur i price beshi, tobe genuine jinis pawa jay.
  • শোরুমে আমার কাছে ৭৫০ রাখছে ১ মাস আগে।
  • 680 taka
  • ঠিক আছে।
  • 530 tk.
  • Dam thik ace.
  • Jarkas theke ja nite pare.
  • Eai mobil ta Showroom theke pulser 150cc jonno goto porshu dukaichi.
    670 tk. Niche.
  • আসলে এটার সাথে একটা অয়েল ফিল্টার দিছে। কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হয়। সেইজন্য মবিল+ফিল্টার দুটোর দাম সহ রেখেছে।
  • দোকানে কিনলে ৬৫০ টাকা।
  • দাম ঠিক ই আছে বাহিরে দাম কম ৬৫০ কিন্তু দুইনাম্বার শোরুম এ টা এক নাম্বার।
  • বাইরের গুলো লোকাল মাল।
  • দাম ঠিক আছে 680/-
  • ভালো ১৫০০ কিলো চালাতে পারবেন।
  • ৫০ টাকা কম রাখছে।
  • Orjinal dhaka Mohammadpur showroom a goto kal dam 670 taka.
    Bahire nokol dam o kom.
  • এক নাম্বার টা ৬২০ টাকা।
  • 540 tk ami nij kinse.

কত দিন পর পর মবিল চেঞ্জ করতে হয়?

মিনারেল অয়েল প্রতি ১হাজার কি.মি. আর সিনথেটিক অয়েল প্রতি ২৫০০কি.মি. পর পর পরিবর্তন করতে হবে। গাড়ি মালিকদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে ইঞ্জিন অয়েল সাধারন কত কিলোমিটার পর্যন্ত ব্যবহার করা যায়? এটি বলে রাখা ভাল যে এক ইঞ্জিন অয়েলে গড়ে ৩০০০ মাইল পর্যন্ত চালাতে পারবেন। আপনার ইঞ্জিনের সুরক্ষার জন্য, আপনি প্রতি ৩০০০ মাইল রাইডে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারেন। আপনি ইঞ্জিন অয়েলটি আরও ব্যবহার করতে পারেন তবে আপনি যদি নিজের গাড়ির / ইঞ্জিনের সুরক্ষার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে চান তবে আপনার উচিত হবে নির্দিষ্ট দুরুত্ব অর্থাৎ ৩০০০ কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা। ইঞ্জিন সাউন্ড

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক রেজিস্ট্রেশন সময় সীমা বৃদ্ধি ২০২৩ । No bike registration without Driving Licence

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *