এইচ.এসসি পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টন –কত নম্বরে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে? – ব্যবহারিক সম্বলিত বিষয় (CQ-৩০+MCQ-১৫) = ৪৫ নম্বর। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয় (CQ-৪০+MCQ-15 = 55 নম্বর।

এবং বাংলা দ্বিতীয় পত্র-৫০ নম্বর, ইংরেজী ১ম পত্র-৫০ নম্বর ও ইংরেজী ২য় পত্র -৫০ নম্বর। মোট ২ ঘন্টায় MCQ/নৈব্যর্ক্তিক ২০ মিনিট ও CQ /রচনামূলক ০১ ঘন্টা ৪০ মিনিট)

HSC Exam Date Announce 2022 / Urgent Notice for HSC Exam 2022

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু সম্ভাব্য তারিখ ০৮/০৬/২০২২ / রেজি: ধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে ফরমপূরণ করবে।

এইচএসসি পরীক্ষার তারিখএইচএসসি পরীক্ষার তারিখ

Caption: HSC Exam will be held in MCQ and CQ Process 2022

What is the subject of HSC Urgent Notice 2022

  1. পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ
  2. প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর তারিখ
  3. পরীক্ষা শুরু সম্ভাব তারিখ
  4. যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে
  5. সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে
  6. সিলেবাস
  7. পরীক্ষার সময়
  8. প্রশ্নের নম্বর বন্টন

তাহলে কি মাত্র ৬টি বিষয়ের উপর পরীক্ষা হবে?

জি-মাত্র ৬টি বিষয় যথা ১। বাংলা ২। ইংরেজী ৩। গ্রুপ ভিত্তিক নির্বাচনিক ৩টি বিষয় ৪। ঐচ্ছিক বিষয়-০১টি । যদিও বাংলার ২টি অংশ এবং ইংরেজী ২টি অংশ। সে হিসাবে মোট বিষয় ৮টি হচ্ছে। এই ৮টি বিষয়ের উপরই মূলত নৈর্বাচনিক ও রচনামূলক প্রশ্ন থাকবে।