সূচীপত্র
এইচ.এস.সি পরীক্ষায় যে সকল বিষয়ে পরীক্ষা হবে – বাংলা, ইংরেজী, গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ৩টি বিষয়, ঐচ্ছিক বিষয়-০১ – এইচ.এসসি পরীক্ষার সিলেবাস ২০২২
এইচ.এসসি পরীক্ষার প্রশ্নের নম্বর বন্টন –কত নম্বরে এইচ.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে? – ব্যবহারিক সম্বলিত বিষয় (CQ-৩০+MCQ-১৫) = ৪৫ নম্বর। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয় (CQ-৪০+MCQ-15 = 55 নম্বর।
এবং বাংলা দ্বিতীয় পত্র-৫০ নম্বর, ইংরেজী ১ম পত্র-৫০ নম্বর ও ইংরেজী ২য় পত্র -৫০ নম্বর। মোট ২ ঘন্টায় MCQ/নৈব্যর্ক্তিক ২০ মিনিট ও CQ /রচনামূলক ০১ ঘন্টা ৪০ মিনিট)
HSC Exam Date Announce 2022 / Urgent Notice for HSC Exam 2022
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু সম্ভাব্য তারিখ ০৮/০৬/২০২২ / রেজি: ধারী সকল শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে ফরমপূরণ করবে।
এইচএসসি পরীক্ষার তারিখ
Caption: HSC Exam will be held in MCQ and CQ Process 2022
What is the subject of HSC Urgent Notice 2022
- পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ
- প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর তারিখ
- পরীক্ষা শুরু সম্ভাব তারিখ
- যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে
- সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে
- সিলেবাস
- পরীক্ষার সময়
- প্রশ্নের নম্বর বন্টন
তাহলে কি মাত্র ৬টি বিষয়ের উপর পরীক্ষা হবে?
জি-মাত্র ৬টি বিষয় যথা ১। বাংলা ২। ইংরেজী ৩। গ্রুপ ভিত্তিক নির্বাচনিক ৩টি বিষয় ৪। ঐচ্ছিক বিষয়-০১টি । যদিও বাংলার ২টি অংশ এবং ইংরেজী ২টি অংশ। সে হিসাবে মোট বিষয় ৮টি হচ্ছে। এই ৮টি বিষয়ের উপরই মূলত নৈর্বাচনিক ও রচনামূলক প্রশ্ন থাকবে।