উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

এমএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ । বাউবি স্টাডি সেন্টার বা কলেজ গুলো কোথায় অবস্থিত?

এমএ এবং এমএসএস (১ম পর্বঃ ১ বছর মেয়াদি)- এমএ: বাংলা ভাষা ও সাহিত্য, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ- এমএসএস: রাষ্ট্রবিজ্ঞান, সমাজতত্ত্ব – এমএ এবং এমএসএস (১ম পর্ব) ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪

এমএ ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে? হ্যাঁ। – বংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ এবং এমএসএস (১ম পর্ব : ১ বছর মেয়াদি) প্রোগ্রাম শিক্ষাবর্ষ: ২০২৩-২০২৪-এ ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে অনলাইন এ osaps (https://osapsnew.bou.ac.bd)-এর মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

বাউবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা কি? ০৩ (তিন) টি পাবলিক পরীক্ষা যথাক্রমে এসএসসি/সমমান, এইচএসসি/সমমান এবং বিএ/বিএসএস/বিকম/বিএসসি/সমমান পরীক্ষার যে কোনো দুটিতে ২য় বিভাগ বা ২.৫০ জিপিএ/সিজিপিএ (৫ এর মানে) এবং জিপিএ/সিজিপিএ ২.০০ (৪ এর মানে) প্রপ্ত শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে। যে কোনো গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পারবে।

বাউবিতে এমএ পড়তে কি কি কাগজপত্র লাগে?  ০২ কপি ছবি । বিএ/বিএসএস/বিকম/বিএসসি/এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র ও মার্কশীটের সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি। ওরিয়েন্টেশন ও স্থান ক্লাস  ২৪ এপ্রিল, ২০২৪। আবেদন করা যাবে আগামী ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে ৩০ মার্চ, ২০২৪ পর্যন্ত এবং ফি ৫০০/- (পাঁচশত) টাকা।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি তথ্য ২০২৩-২০২৪ । উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি পরীক্ষার প্রশ্নের মান

১৯ মে, ২০২৪ এর পর বাউবি’র ওয়েবসাইটে জানানো হবে। বউবি’র ওয়েব সাইট www.bou.ac.bd-এ জানানো হবে।

Caption: more details

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় । কোন কোন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা যায়?

  1. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুর। 
  2. সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ । 
  3. চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম। 
  4. সিলেট এমস কলেজ, সিলেট।
  5. কুমিল্লাভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। 
  6. কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ। 
  7. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া । 
  8. সরকারি কারাইকেল কলেজ, কুপুর । 
  9. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর । 
  10. সরকারি প্রযুা চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট । 
  11. যশোর এমএম কলেজ, যশোর । 
  12. সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল। 
  13. সরকারি আনস মোহন কলেজ, ময়মনসিংহ। 
  14. ইঞ্জিনিয়ার খনকার মোশাররফ হোসেন কলেজ, ফরিদপুর।
  15. রাজশাহী গভঃ কলেজ, রাজশাহী ।
  16. রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী 
  17. কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার।
  18. কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। 
  19. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। 
  20. সরকারি আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট। 
  21. পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী।
  22. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। 

এমএ ভর্তি পরীক্ষা পদ্ধতি কি?

বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন: বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়ালি-২৫ ও সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি-২৫। পাস নম্বর ৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে। আসন সংখ্যা: ঢাকা আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টারে ৬০ জন এবং অন্যান্য স্টাডি সেন্টারে ৮০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *