পণ্য মোড়কজাতকরণ বিধিমালা, ২০২১ মোতাবেক মােড়ক বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে ভােক্তাকে বিভ্রান্তকরণ সম্পর্কিত কর্মকান্ড হতে বিরত থাকতে হবে। যে শব্দ গুলো মোড়কে ব্যবহার করা যাবে না।
২০। মােড়কের আকার, আকৃতি, রং ও পণ্য সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনে বিধি-নিষেধ।
১) পণ্য সম্পর্কে কোনাে মিথ্যা বা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় বা সত্য নয় এমন কোনাে তথ্য বা অভিব্যক্তি কোনাে মােড়কে ঘােষণা, প্রকাশ বা প্রদর্শন করা যাইবে না:
(২) মােড়কজাত পণ্য সম্পর্কে অতিরিক্ত কোনাে তথ্য উহার ভােক্তাকে অবহিত করা আবশ্যক হইলে, এই বিধির বিধান অনুযায়ী উহা স্পষ্ট, সুনির্দিষ্ট ও সহজবােধ্যভাবে প্যানেলে উপস্থাপন করিতে হইবে।
উদাহরণ: পণ্য সম্পর্কে নিম্নবর্ণিত কোনাে শব্দ, তথ্য বা অভিব্যক্তি কোনাে মােড়কে ঘােষণা, প্রকাশ বা ব্যবহার করা যাইবে না, যদি না ইহার স্বপক্ষে সরকার কর্তৃক স্বীকৃত বা অনুমােদিত তথ্য, প্রমাণপত্র, অনুমােদন, গবেষণাপত্র, ইত্যাদি, থাকে, যথা:
(ক) হালাল (Halal), ১০০% হালাল, ১০০% পরিশােধিত (Refined), রং ফর্সাকারী (Fairness), রােগ নিরাময়কারী, মাথা ঠান্ডাকারী (Brain Cooled), ষােলাে আনা, ১০০% খাঁটি (Pure), ১০০% পিউর, সুপার পিউর, সুপার রিফাইন্ড (Super Refined), Export Quality, eta 715*, Export by এই ধরনের অন্য কোনাে বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য; (খ) চিকিৎসক, বিশেষজ্ঞ বা অনুরূপ কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশকৃত ক্রেতা বিভ্রান্তিমূলক কোনাে তথ্য বা অভিব্যক্তি; (গ) পণ্যের গুরুত্ব বৃদ্ধি করিতে উহার পরিমাণ ও পুষ্টিগুণের বিষয়ে কোনাে মিথ্যা তথ্য, দাবি বা অপকৌশল।
(৩) পণ্যের নিট ওজন, পরিমাণ বা সংখ্যা সংক্রান্ত ঘােষণা প্রদানের ক্ষেত্রে কোনাে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর অথবা এইরূপ কোনাে শব্দ, চিহ্ন বা অভিব্যক্তি ব্যবহার করা যাইবে না যাহাতে সংশ্লিষ্ট মােড়কজাত পণ্যের পরিমাণ সম্পর্কে কোনাে অতিরঞ্জিত, ভ্রান্ত বা অপ্রাসঙ্গিক ধারণার সৃষ্টি হয়।
উদাহরণ: পণ্যের পরিমাণ সংক্রান্ত ঘােষণার ক্ষেত্রে নিম্নবর্ণিত কোনাে শব্দ ব্যবহার করা যাইবে , যথা:–
(ক) সর্বনিম্ন, অন্যূন, সর্বমােট, আনুমানিক বা এইরূপ অন্য কোনাে শব্দ; বা
(খ) জাম্বু, জায়ান্ট, পূর্ণ, ইকনমি, বড়, অতিরিক্ত, রাজা, রানী বা এইরূপ অন্য কোনাে শব্দ; এবং
(গ) কোনাে মােড়কে ডজন (১২), কুড়ি (২০), পােন (৮০), গ্রোস (১৪৪), গ্রেট গ্রোস। (1728) বা অনুরূপ কোনাে সংখ্যা।
(৪) পণ্য মােড়কজাত করিবার ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয় বিবেচনায় লইতে হইবে, যথা:
(ক) কোনাে মােড়কে কোনাে প্রকার ফলস পার্শ্ব দেয়াল, ছিপি, ধারক, আবরণ ইত্যাদি থাকিতে পারিবে না বা মােড়কের আকার আকৃতি এমনভাবে তৈরি করা যাইবে না যাহা পণ্যের পরিমাণকে অতিরঞ্জিত করিবে এবং ভােক্তাকে প্রতারিত করিবে;
(খ) কোনাে মােড়কে উহার ধারণ ক্ষমতার তুলনায় কম পণ্য মােড়কজাতকরণ করিয়া বাজারজাত করা যাইবে না যদি না প্রমাণিত হয় যে, এইরূপ মােড়কজাত পণ্য নিম্নবর্ণিত উদ্দেশ্যে মােড়কজাত করা হইয়াছে, যথা:–
(অ) এইরূপ মােড়কের অভ্যন্তরস্থ বস্তুর সুরক্ষা; বা
(আ) এইরূপ মােড়কের অভ্যন্তরস্থ বস্তুর জন্য বা মােড়কজাতকরণের জন্য ব্যবহৃত মেশিনের প্রয়ােজনীয় শর্ত পূরণ;
(গ) কোনাে মােড়কে একই প্যানেলে একই তথ্য একাধিকবার এমনভাবে উপস্থাপন করা যাইবে না, যাহাতে বিধিমালায় নির্ধারিত আবশ্যকীয় ঘােষণাসমূহ বুঝিবার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে;
(ঘ) কোনাে মােড়কে উহার অভ্যন্তরস্থ পণ্য এবং উহার পরিমাণ সম্পর্কিত নহে বা কোনাে আইন দ্বারা নির্ধারণ করিয়া দেওয়া হয় নাই এমন কোনাে তথ্য উপস্থাপন করা যাইবে। তবে শর্ত থাকে যে, সামাজিক সচেতনতামূলক বা অনুরূপ অন্য কোনাে ঘােষণা প্রদানের ক্ষেত্রে এই দফার বিধান প্রতিবন্ধক হইবে না;
(ঙ) কোনাে মােড়কে উপস্থাপিত তথ্য বা মােড়কের আকার-আকৃতি, রং, ডিজাইন এমনভাবে করা যাইবে না যাহাতে প্রয়ােজনীয় তথ্য বুঝিতে বা দৃষ্টিগােচর হইতে সমস্যা হয় অথবা পণ্য সম্পর্কে বা পণ্যের নিট পরিমাণ সম্পর্কে ভােক্তা প্রতারিত হইতে পারে;
(চ) কোনাে মােড়কের আকার বা আকৃতি কোনােক্রমেই উহার অভ্যন্তরস্থ পণ্যের পরিমাণ অপেক্ষা দ্বিগুণের বেশি হইতে পারিবে না।
(৫) ৫ ঘন সেন্টিমিটার বা তাহার চেয়েও কম ধারণক্ষমতা সম্পন্ন মােড়কের ক্ষেত্রে উহার পণ্যের পরিমাণ সংক্রান্ত ঘােষণা ট্যাগ, কার্ড, ট্যাপ বা একই ধরনের অন্য কোনাে বস্তুতে উল্লেখপূর্বক উহা কন্টেইনারে এমনভাবে লাগাইতে হইবে যাহাতে মােড়ক খােলা ব্যতিরেকে উহা খােলা না যায়।
পণ্য মোড়কজাতকরণ বিধিমালা, ২০২১ এর পৃষ্ঠা ১৮ ও ১৯ দেখুন: ডাউনলোড