সূচীপত্র
Bangladesh Army Pay Scale- কোন বাহিনীর বেতন বেশি এমন প্রশ্ন আসতেই পারে মনে-বেতন গ্রেড সামঞ্জস্য রেখেই পে স্কেল প্রণীত হয়েছে সেই মোতাবেক ১০-১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হইবে– যৌথ বাহিনীর বিশেষ সুবিধা ২০২৫
একজন সৈনিকের বেতন কত? গ্রেড ১৭ বেতন ৯০০০ টাকা ভাতাসহ ১৭০০০-১৮০০০ টাকার মতো। সর্বমোট প্রারম্ভিক বেতন ভাতাসহ একজন সৈনিকের মাসিক বেতন প্রায় ১৭,০০০ – ২০,০০০ টাকা হতে পারে। পদোন্নতির পর বেতন বৃদ্ধি সময়ের সাথে পদোন্নতি পেলে বেতনও বৃদ্ধি পায়। সিনিয়র সৈনিক বা করপোরাল পদে উন্নীত হলে বেতন হতে পারে ২০,০০০ – ৩০,০০০ টাকা। সৈনিকের বেতন গ্রেড পদবী ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। সাধারণভাবে, একজন সৈনিকের বেতন ৯০০০ টাকা থেকে শুরু হয় এবং ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট পদের জন্য বেতন ১১,৫০০ থেকে ১৭,০০০ টাকা পর্যন্ত হতে পারে। একজন সৈনিকের বেতন গ্রেড তার পদবীর উপর নির্ভর করে। নিচে কয়েকটি পদের বেতন উল্লেখ করা হলো: সৈনিক: ৯,৫০০ টাকা, ল্যান্স কর্পোরাল: ১০,৫০০ টাকা, কর্পোরাল: ১১,৫০০ টাকা, সার্জেন্ট: ১৭,০০০ টাকা। এছাড়াও, অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা মিলিয়ে একজন সৈনিকের মোট বেতন আরও বেশি হতে পারে।
সর্বম্নি এখন কত বাড়বে? মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানো হলে ১১তম গ্রেডের বেতন বাড়ে ৮৭৫ টাকা। ১২তম গ্রেডের বাড়ে ৬৯৫ টাকা। এভাবে ১৩তম গ্রেডের ৬৫০ টাকা, ১৪তম গ্রেডের ৫৩০ টাকা, ১৫তম গ্রেডের ৪৫৫ টাকা, ১৬তম গ্রেডের ৩৯৫ টাকা, ১৭তম গ্রেডের ৩৫০ টাকা, ১৮তম গ্রেডের ৩২০ টাকা, ১৯তম গ্রেডের ২৭৫ টাকা ও ২০তম গ্রেডের ২৩৭ টাকা বেতন বাড়ে। এসব কর্মচারীদের বেতন অনেক কম হওয়ায় সরকারের প্রজ্ঞাপনে সর্বনিম্ন এক হাজার টাকা বেতন বাড়ানোর ঘোষণা ছিল। তবে এখন তা ১৫০০ টাকা করা হয়েছে। এতে উচ্চ গ্রেডে কোন পরিবর্তন না আসিলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন ৫০০ টাকা বাড়বে।
যৌথবাহিনী নির্দেশাবলীর (জেএসআই) আওতায় বেতন–ভাতা গ্রহণকারী এবং পেনশনভোগীরা এ সুবিধা পাবেন। এ সুবিধা হবে জেএসআই–১/২০১৬ অনুযায়ী ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবী হতে তদূর্ধ্ব পর্যায়ের সব সদস্য ও ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তারা মূল্য বেতনের ১০ শতাংশ এবং সার্জেন্ট ও সমতুল্য পদবীর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ।
তবে বিশেষ সুবিধা সর্বনিম্ন ১৫০০ টাকা হবে। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীরা সরকার হতে পেনশন গ্রহণকারী যাদের মাসিক পেনশন ১৭ হাজার ৩৮৯ টাকা ও তদূর্ধ্ব তাদের ১০ শতাংশ এবং যাদের মাসিক পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকা বা এর কম তাদের ১৫ শতাংশ বাড়বে। তবে বিশেষ এ সুবিধা সর্বনিম্ন ৭৫০ টাকা হবে।
সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো ২০১৬
সৈনিকের বিশেষ সুবিধা ২০২৫ । ১৭ গ্রেডের একজন সৈনিকের কত বাড়তে পারে?
- ১০ বছর চাকরি করা একজন সৈনিকের বেতন ১৪০১০ টাকা।
- ১৫% হারে বিশেষ সুবিধা ২১০১ টাকা সেখান থেকে ১০০০ টাকা বাদ দিলে
- প্রকৃত বৃদ্ধি ১১০১ টাকা।
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবীর বেতন কত?
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদের বেতন প্রায় ২৫,০০০ থেকে ২৯,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই বেতন গ্রেড মূলত তিনটি ভাগে বিভক্ত: ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার। ওয়ারেন্ট অফিসার পদের বেতন- ওয়ারেন্ট অফিসার: প্রায় ২৫,০০০ টাকা। সিনিয়র ওয়ারেন্ট অফিসার: প্রায় ২৭,০০০ টাকা। মাস্টার ওয়ারেন্ট অফিসার: প্রায় ২৯,০০০ টাকা। এছাড়াও, এই পদগুলোর সাথে অতিরিক্ত ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হতে পারে।
সেকেন্ড লেফটেন্যান্ট: ৩০,০০০ টাকা | লেফটেন্যান্ট: ৩২,০০০ টাকা | ক্যাপ্টেন: ৩৭,০০০ টাকা |
মেজর: ৪৫,০০০ টাকা | লেফটেন্যান্ট কর্নেল: ৫২,০০০ টাকা | কর্নেল: ৬০,০০০ টাকা |
ব্রিগেডিয়ার জেনারেল: ৭০,০০০ টাকা | মেজর জেনারেল: ৮০,০০০ টাকা | লেফটেন্যান্ট জেনারেল: ৮৮,০০০ টাকা জেনারেল: ১,০০,০০০ টাকা |