সর্বজনীন পেনশন স্কিম

‘প্রত্যয়’ স্কিম: ১ জুলাই থেকে নতুন যোগদানকারীদের জন্য বাধ্যতামূলক, থাকছে না আনুতোষিক—পেনশন কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

সর্বজনীন পেনশন স্কিমের নতুন প্যাকেজ ‘প্রত্যয়’ এর যাত্রা শুরু হয়েছে ১ জুলাই ২০২৪ থেকে। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর নতুন কর্মচারীদের জন্য এই স্কিম বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিদ্যমান কর্মচারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ

মঙ্গলবার (২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘প্রত্যয়’ স্কিম নিয়ে জনমনে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব ও বিভ্রান্তি দূর করতে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ

কারা থাকছেন ‘প্রত্যয়’ স্কিমের আওতায়? পেনশন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশে ৪০৩টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে। ১ জুলাই ২০২৪ বা তার পরবর্তী সময়ে এসব প্রতিষ্ঠানে যোগদানকারী সকল কর্মচারী বাধ্যতামূলকভাবে ‘প্রত্যয়’ স্কিমের অন্তর্ভুক্ত হবেন

তবে ৩০ জুন ২০২৪ পর্যন্ত যারা চাকরিতে বহাল ছিলেন, তারা আগের নিয়মেই পেনশন সুবিধা পাবেন। তাদের জন্য নতুন নিয়মের কোনো বাধ্যবাধকতা নেই এছাড়া, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনুযায়ী, আগামী ১ জুলাই ২০২৫ বা তারপর থেকে যোগদানকারী সরকারি কর্মচারীরাও সর্বজনীন পেনশনের আওতায় আসবেন

চাঁদা ও অর্থায়ন পদ্ধতি নতুন এই ব্যবস্থাটি ‘ফান্ডেড কন্ট্রিবিউটরি’ বা জমাভিত্তিক পেনশন পদ্ধতি। এখানে কর্মচারীর মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা (যেটি কম) কর্তন করা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে উভয় অর্থ কর্মচারীর নামে খোলা করপাস অ্যাকাউন্টে জমা হবে এটি দীর্ঘমেয়াদে একটি টেকসই পেনশন ব্যবস্থা নিশ্চিত করবে, যা পার্শ্ববর্তী দেশ ভারতেও ২০০৪ সাল থেকে চালু আছে

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শঙ্কা ও স্পষ্টীকরণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষক যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে একই বা উচ্চতর পদে নিয়োগ পান, তবে তিনি ‘সার্ভিস প্রটেকশন’ ও ‘পে প্রটেকশন’ পাবেন। ফলে এটি নতুন নিয়োগ হিসেবে গণ্য হবে না এবং তিনি বিদ্যমান পেনশন সুবিধার আওতাতেই থাকবেন

এছাড়া, সর্বজনীন পেনশন আইনে পেনশনের বয়স ৬০ বছর বলা থাকলেও, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছরই বহাল থাকবে এবং তারা ৬৫ বছর থেকেই আজীবন পেনশন পাবেন। এ লক্ষ্যে সরকার আইন সংশোধন করবে

আনুতোষিক থাকছে না, তবে মাসিক পেনশন বাড়বে ‘প্রত্যয়’ স্কিমে আনুতোষিক বা গ্র্যাচুইটির ব্যবস্থা রাখা হয়নি। এর পরিবর্তে মাসিক পেনশনের পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, মাসিক ৫ হাজার টাকা চাঁদা দিয়ে ৩০ বছর পর একজন পেনশনার মাসে ১,২৪,৬৬০ টাকা হারে আজীবন পেনশন পাবেন

উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি যদি ১৫ বছর ধরে পেনশন ভোগ করেন, তবে তার মোট প্রাপ্তি হবে ২ কোটি ২৪ লাখ টাকার বেশি, যা তার নিজের জমার প্রায় ১২.৫ গুণ তবে লাম্পগ্রান্ট, পিআরএল (PRL) ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা বর্তমান নিয়মে বহাল থাকবে

পারিবারিক নিরাপত্তা নতুন ব্যবস্থায় পেনশনার আজীবন পেনশন পাবেন। পেনশনার মারা গেলে তার স্পাউজ বা নমিনি পেনশনের শুরুর তারিখ থেকে ১৫ বছরের বাকি সময়টুকু পেনশন পাবেন উদাহরণ হিসেবে, অবসরের পর ৫ বছর পেনশন ভোগ করে কেউ মারা গেলে, তার নমিনি আরও ১০ বছর পেনশন সুবিধা পাবেন

জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে সকল শ্রেণি-পেশার মানুষকে একটি টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনা সম্ভব হবে

পেনশন কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *