আজকের খবর ২০২৫

রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩ । যে কেউ রিটার্ণ প্রস্তুত করে দিলেই কি সেটি দাখিল করা যাবে?

কারও রিটার্ণ দাখিল করে দিতে যোগ্যতা এবং সনদধারী হতে হবে – রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩

TRP সনদপ্রাপ্তির যোগ্যতা কি কি? প্রথমত ক) সরকারি চাকরিতে কর্মরত নন এইরূপ বাংলাদেশি নাগরিক হইতে হইবে।ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা থাকিতে হইবে। কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যাবহারিক জ্ঞান থাকিতে হইবে। বোর্ড কর্তৃক গৃহীত কর অভিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে এবং (চ) টিআইএনধারী হইতে হইবে এবং আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থাকিতে হইবে। যেন তেন কাউকে দিয়ে রিটার্ণ ফাইল তৈরি করে সেটি দাখিল করা যাবে না।

আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ প্রদান করবেন কে? বোর্ড, সময় সময়, আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ প্রদানের যোগ্যতা যাচাইয়ের নিমিত্ত কর অভিজ্ঞান পরীক্ষা (TAAT) গ্রহণ করিবে এবং উত্তীর্ণ প্রার্থীদের আয়কর রিটার্ন প্রস্তুতকারী সনদ প্রদান করিবে। বোর্ড নিম্নবর্ণিত ব্যক্তিগণের আবেদনের প্রেক্ষিতে কোনো প্রকার পরীক্ষা ব্যতিরেকে সনদ ও অন্যান্য প্রযোজ্য দলিলাদি যাচাইপূর্বক আয়কর রিটার্ন প্রস্তুতকারী সনদ প্রদান করিবে, যথা : কোনো চাটার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চাটার্ড সেক্রেটারিজ; বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত কোনো আইনজীবী; এবং অধ্যাদেশ এর ধারা ১৭৪ এর অধীন বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো কর আইনজীবী। বোর্ড আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের জন্য প্রয়োজনীয় পাঠ্যসূচি প্রণয়ন ও প্রচার করিবে।

প্রতিনিধিত্ব করা যাবে? এই বিধিমালার অধীন সনদপ্রাপ্ত আয়কর রিটার্ন প্রস্তুতকারী কেবল আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করিতে পারিবেন এবং কোনোভাবেই অধ্যাদেশ এর ধারা ১৭৪ এর অধীন অনুমোদিত প্রতিনিধি হিসেবে গণ্য হইবেন না।বোর্ড এই বিধিমালার অধীন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনে, ভৌগোলিক এলাকা ভিত্তিক এক বা একাধিক সহায়তাকারী প্রতিষ্ঠান নির্বাচন করিতে পারিবে৷ সহায়তাকারী প্রতিষ্ঠান নির্বাচনে আয়কর বিষয়ক সেবা ও পরামর্শ প্রদানে অভিজ্ঞ প্রতিষ্ঠান অগ্রাধিকার পাইবে। সহায়তাকারী প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানে সক্ষমতা থাকিতে হইবে। সহায়তাকারী প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের কম্পিউটার ল্যাবসহ রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহের সক্ষমতা থাকিতে হইবে।

আয়কর রিটার্ন প্রস্তুতকারীর কর্তব্য কি? আয়কর রিটার্ন প্রস্তুতকারীর কর্তব্য হইবে নিম্নরূপ, যথা:- (ক) তিনি দায়িত্বশীলতার সহিত যোগ্য ব্যক্তির রিটার্ন প্রস্তুত করিবেন; (খ) তিনি রিটার্ন প্রস্তুত ও দাখিলের পূর্বে যোগ্য ব্যক্তির সম্মতি গ্রহণ করিবেন; (গ) তিনি রিটার্নের একটি অনুলিপি সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তর করিবেন; এবং (ঘ) রিটার্ন দাখিলের প্রমাণ ( Proof of submission of return বা PSR) তাহার কাছে সংরক্ষণ করিবেন এবং যোগ্য ব্যক্তির নিকট হস্তান্তর করিবেন ।

যে কেউ চাইলেই কারও পক্ষ হয়ে রিটার্ণ দাখিল করতে পারবে না / রিটার্ণ প্রস্তুতকারীগণ ন্যূনতম কর পরিশোধের উপর ১০% প্রনোদনা পাইবে

সহায়তাকারী প্রতিষ্ঠানের কার্যাবলি।—সহায়তাকারী প্রতিষ্ঠানের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- বোর্ডের দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে কাজ করিবে এবং বোর্ড কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনাবলি অনুসরণ করিবে; আয়কর রিটার্ন প্রস্তুতকারীদের – প্রোফাইল সংরক্ষণ করিবে; কর্মদক্ষতা নিরীক্ষণ করিবে; এবং দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিবে।

রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা ২০২৩ PDF Download

যে কারণে আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ বাতিল হতে পারে । বোর্ড, কোনো আয়কর রিটার্ন প্রস্তুতকারীকে তাহার কাজের ঘাটতি ও তাহার অসদাচরণ সম্পর্কে সতর্ক করিতে পারিবে এবং নিম্নবর্ণিত ঘাটতি বা অসদাচরণের কারণে আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ বাতিলের পদক্ষেপ গ্ৰহণ করিতে পারিবে, যথা: –

  1. যদি তিনি করদাতাকে নিম্নবর্ণিত দলিলাদি সরবরাহ করিতে অপারগ হন—
  2. দাখিলকৃত রিটার্নের সিস্টেম জেনারেটেড একটি অনুলিপি;
  3. রিটার্ন দাখিলের প্রমাণ (Proof of submission of return বা PSR);
  4. যদি তিনি তাহার দ্বারা প্রস্তুতকৃত রিটার্নে সঠিকভাবে করদাতা কর্তৃক সরবরাহকৃত তথ্য সন্নিবেশ করিতে ব্যর্থ হন;
  5. যদি তিনি বিধি ১২ এর উপ-বিধি (১) এর অধীন প্রতারণামূলকভাবে প্রণোদনা দাবি করেন;
  6. যদি তিনি কোনো আর্থিক অনিয়ম বা জালিয়াতির সহিত জড়িত থাকেন;
  7. যদি তিনি ইচ্ছাকৃতভাবে রিটার্নে আয় বা আয়ের উপর পরিগণিত কর দায়বদ্ধতা অবমূল্যায়ন করিবার চেষ্টা করেন;

আয়কর রিটার্ন প্রস্তুতকারীর তালিকাভুক্তি হতে হবে কি?

বিধি ৪ এর অধীন সনদপ্রাপ্ত আয়কর রিটার্ন প্রস্তুতকারী তালিকাভুক্তির জন্য—বোর্ডের নিকট সরাসরি আবেদন করিতে পারিবেন; বা বোর্ডের নিকট আবেদন দাখিল করিবার উদ্দেশ্যে সহায়তাকারী প্রতিষ্ঠানের নিকট আবেদন করিতে পারিবেন।বোর্ড উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচাইক্রমে আবেদনকারীকে আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসাবে তালিকাভুক্ত করিয়া একটি অনন্য শনাক্তকরণ সংখ্যা বা Unique Identification Number প্রদান করিবে এবং আবেদনকারী কোনো সহায়তাকারী প্রতিষ্ঠানের সহিত তালিকাভুক্ত হইবে উহা নির্ধারণ করিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *