সূচীপত্র
সাধারণত রাউন্ড ফিগারে আপনি মোবাইল রিচার্জ করলে ভ্যাট সহ ২.৩০ পয়সার মত কল রেট প্রযোজ্য হয়- তাই আপনি যদি গ্রামীন, বাংলালিংক, রবি বা এয়ারটেল ইউজার হউন তবে অবশ্যই স্পেশাল কলরেট রিচার্জ এমাউন্ট দেখে রিচার্জ করুন–All Operator Special Call Rate 2024
জিপিতে সাধারণ কলরেট কেমন? – গ্রামীণফোন লিমিটেড-এর নতুন ডিজুস প্রাইস প্ল্যান তৈরি হয়েছে শুধুমাত্র তরূণ-তরূণীদের জন্য। আর তাই এই প্রাইস প্ল্যানে আছে তাদের প্রয়োজনের সবকিছু -F&F,Super F&F। এছাড়াও এই প্যাকেজে যেকোন গ্রামীণফোন বা অন্য অপারেটর নম্বরে কথা বলা যায় প্রতি ১০ সেকেন্ড মাত্র ৩৩.২ পয়সা রেটে। পাশাপাশি, যদি আপনি SMS কিংবা ডাটা’র মধ্যে ডুবে থাকতে চান, তাহলে কিনে নিতে পারেন SMS বান্ডল, সাথে ডিসকাউন্টেড স্মলার ইন্টারনেট প্যাক। নতুন ডিজুসে মাইগ্রেট করার জন্য D টাইপ করে পাঠিয়ে দাও 24444 নম্বরে। সংযোগ মূল্য: ২৫০ টাকা এবং পালস: ১০ সেকেন্ড প্রতি মিনিট ২.৩০ পয়সার মত কল চার্জ পড়বে। ডিজুস প্যাকেজ থেকে অন্য প্রিপেইড প্যাকেজ – বন্ধু ও নিশ্চিন্ত-এ মাইগ্রেট করা যাবে। ১০ টি এফএন্ডএফ নম্বরের সাথে কলরেট মাত্র ১২.৫ পয়সা/ ১০ সেকেন্ড এবং ৫ টি সুপার এফএন্ডএফ নম্বরের সাথে কলরেট মাত্র ৯ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য হইবে। স্পেশাল এমাউন্ট রিচার্জ করলে আপনি ৬০ পয়সা মিনিট (ভ্যাট ছাড়া) কথা বলতে পারবেন।
রবিতে সাধারণ কলরেট কত? নতুন সিমে ৪৩ টাকা প্রথমবার রিচার্জ করলে গ্রাহক পাবেন- ৪৫ মিনিট টকটাইম, মেয়াদ ৭ দিন এবং যেকোনো নম্বরে ১ সেকেন্ড পালসসহ ৬০ পয়সা/মিনিট, মেয়াদ ৩০ দিন। যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড, মেয়াদ ৩০ দিন। বিশেষ কলরেট – নিয়মিত ট্যারিফ রেট: ৩২ পয়সা/১০ সেকেন্ড (+ট্যাক্স) এবং রিচার্জের দিন থেকে মেয়াদ বিবেচনা করা হবে এবং সকল মূল্যে ১৫% ভ্যাট, ১৫% এসডি এবং ১% এসসি অন্তর্ভুক্ত। রাউন্ড ফিগার রিচার্জে আপনার কলরেট ২ টাকা মিনিটের বেশি পড়বে। তবে আপনি ১২৪ টাকা রিচার্জ করে ১ সেকেন্ড পয়সা কলরেট পাবেন।
বাংলালিংকে সাধারণ কলরেট কত? ১৫৯ টাকা রিচার্জে ১ পয়সা প্রতি সেকেন্ড ৩০ দিন কথা বলতে পারবেন। সাধারণ কলরেট বাংলালিংকেও ২ টাকার উপরে। ক্যাম্পেইন চলাকালীন সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা এই অফারটি নিতে পারবেন ১ পয়সা/সেকেন্ড -৩০ দিন (১ সেকেন্ড পালস) সকল লোকাল কলের জন্য দিনে ২৪ ঘণ্টা ব্যবহার করা যেতে পারে। স্পেশাল কলরেট বান্ডেল মিনিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদি গ্রাহকদের বান্ডেল মিনিট থাকে, সেক্ষেত্রে মিনিট প্রধানত কল করার জন্য ব্যবহৃত হবে। প্যাকটির ব্যালেন্স এবং কলরেট চেক করতে ডায়াল করুন *১২১*১# ভ্যাট, এসডি এবং এসসি প্রযোজ্য হইবে। তাই অর্থ সাশ্রয় করতে স্পেশাল রিচার্জ করুন।
১ সেকেন্ড পয়সা কলরেটে কথা বলতে কত টাকা রিচার্জ করতে হবে?/ ৩০ দিন ১ পয়সা সেকেন্ড কথা বলতে বাংলালিংকে ১৮৯ টাকা, রবিতে ১২৪ টাকা, টেলিটকে ১০১ টাকা, এয়ারটেলে ১০৮ টাকা এবং জিপিতে ৩০৯ টাকা রিচার্জ করতে হবে।
টেলিটকে কলচার্জ কত? যদি আপনি ইউথ প্যাকেজ ব্যবহার করেন তবে ২৯ অথবা ৯৯ টাকা রিচার্জে ৬৫ পয়সা/মিনিট যেকোন লোকাল নাম্বারে ২৪ ঘন্টাই ৩ টি এফএনএফ (যেকোন অপারেটর) পালস্ঃ ১ সেকেন্ড এবং এসএমএস: ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) (যেকোন অপারেটর)। স্বাগতম প্যাকেজে ৪৭ পয়সা মিনিট কলরেট প্রযোজ্য। এছাড়া অন্যান্য স্পেশাল প্যাকেজে সর্বনিম্ন ৪৫ পয়সা কলরেট রয়েছে।
Caption: All Operator’s Call Rate for Special Recharge
বিভিন্ন দেশে মোবাইল কল হার (প্রতি মিনিটে) ২০২৪ । বাংলাদেশেই কি মোবাইল কলরেট সবচেয়ে বেশি?
দেশ | প্রিপেইড | পোস্টপেইড |
বাংলাদেশ | ৳0.60 – ৳1.20 | ৳0.40 – ৳0.80 |
ভারত | ₹0.50 – ₹1.50 | ₹0.40 – ₹1.00 |
পাকিস্তান | ₨10 – ₨20 | ₨8 – ₨16 |
মার্কিন যুক্তরাষ্ট্র | $0.05 – $0.10 | $0.04 – $0.08 |
যুক্তরাজ্য | £0.05 – £0.10 | £0.04 – £0.08 |
অস্ট্রেলিয়া | A$0.10 – A$0.20 | A$0.08 – A$0.16 |
কানাডা | C$0.10 – C$0.20 | C$0.08 – C$0.16 |
জাপান | ¥100 – ¥200 | ¥80 – ¥160 |
সিঙ্গাপুর | S$0.10 – S$0.20 | S$0.08 – S$0.16 |
মোবাইলে কম রেটে কথা বলার উপায় কি?
প্রথমত আপনি নির্ধারিত রিচার্জ করে স্পেশাল কলরেট রিচার্জ করে কথা বলুন অথবা আপনার মোবাইলে যদি সব সময় ইন্টারনেট বা ওয়াইফাই থাকে তবে আপনি আইপি অ্যাপ ব্রিলিয়ান্ট বা আলাপ গুগল প্লেস্টোর হতে ডাউনলোড করে কথা বলুন। এতে মাত্র ৩৫ পয়সা সারাদিন কথা বলতে পারবেন। এক্ষেত্রে স্পেশাল রিচার্জ করতে হয় না অথবা আপনাকে টাকা কাটার ব্যাপারে কোন খেয়াল রাখতে হয় না। আপনি আপনাকে Alaap (আলাপ) এ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে কথা বলুন। এটি বিআরটিএ অর্থাৎ সরকারি অ্যাপ যা আপনার অর্থ সাশ্রয় করবে।