গ্রামীনফোনের একটি বিশেষ প্যাকেজ বা সিম হচ্ছে স্কিট্টো যা ব্যতিক্রমধর্মী কল ও ইন্টারনেট অফার দিয়ে থাকে-ছাত্র-ছাত্রীদের জন্য এটি উন্মুক্ত – Skitto Sim Call – Internet offer 2023

Skitto Sim –Skitto is a digital-only mobile service provider in Bangladesh that offers affordable and customizable mobile plans through their mobile application. Skitto is a sister Concernt and product of Grameenphone. Skitto SIM cards can be purchased online or from Skitto retailers, and users can activate the SIM card by verifying their identity through the Skitto app. Once activated, users can select from a variety of mobile plans and customize their plan according to their needs. Skitto also offers various discounts and bonuses to their users, such as referral bonuses and cashback offers.

প্রমোডিল কেমন হয়? ৬০ জিবি ৪৯৯ টাকা ৩০ দিনের জন্য আফার দেয়। এছাড়াও ৬০০ মিনিট ৩০ জিবি ৩০ দিনের জন্য ৪৯৯ টাকায় অফার বর্তমানে চলমান রয়েছে। ১০০০ মিনিট এবং ৬৫ জিবি ইন্টারনেট কম্বো অফার ৮৯৯ টাকায় পাওয়া যায়। অন্য যে কোন সিমে এমন অফার পাওয়া যাবে না। যদিও রিটেইলার গুলো ক্যাশব্যাক অফারে বেশ কিছু প্যাকেজ দিয়ে থাকে তবুও স্কিট্টোর মতো অফার দিতে পারে না। ৩৫ জিবি ৪০০ টাকায় ইন্টারনেটটি ফ্রিল্যান্সার কাছে জনপ্রিয় কারণ স্পিড ভাল পাওয়া যায় এবং অফারটিও লোভনীয়। একই প্যাকেজ একাধিকবার নেওয়ার ক্ষেত্রে প্যাকেজের মেয়াদ বৃদ্ধি পায়। এছাড়াও অসংখ্য অফার প্রমোডিলে রয়েছে যা আপনার চাহিদার সাথে ম্যাচ করবে।

সিক্রেট ডিল কি? সিক্রেট ডিলে ডিসকাউন্টে ইন্টারনেট অফার দেয়া হয়। সাধারণত দীর্ঘদিন সিম বন্ধ থাকলে এমন অফার স্কিট্টো দিয়ে থাকে। ছাড়াও সুপার আওয়ার ডিল সহ লুকানো ডিল ইত্যাদিতে অসংখ্যা ভাল ভাল অফার দিয়ে থাকে। অনলাইনে তথ্য সার্চিং এবং কোন রকম বাধা ছাড়াই ইন্টারনেট ব্যবহারের জন্য স্কিট্টো একটি আদর্শ সিম। আপনি Data Mixer হতে ৩০ জিবি ৩৭৫ টাকায় নেয়া যায়। এছাড়াও ৩.১ জিবি ইন্টারনেট ১৪৯ টাকায় নেয়া যায়। এসব প্যাক পুনপুন নিলে ডাটা প্যাক মেয়াদ বৃদ্ধি পায়।

Skitto Sim offer Details 2023 / প্রাইমারী সিম হিসেবে আপনি স্কিট্টোসিম ব্যবহার করতে পারেন।

পূর্বে স্কিট্টো সিমে রিচার্জ করা একটু ঝামেলা হলেও এখন বিকাশ, রকেট এবং নগদ হতে খুব সহজে স্কিট্টো সিলেক্ট করে রিচার্জ করে নিতে পারেন। এছাড়াও রিটেইলারগুলোতে স্কিট্টো সিম বললেই এখন রিচার্জ করে দিতে পারেন।

স্কিট্টো সিম কি এবং অফার বিস্তারিত দেখে নিন

Caption: Source of Information

স্কিট্টো সিম অফার ২০২৩ । যে কোন সিম অফারের চেয়ে চিলডিল অফারগুলো লোভনীয় হয়ে থাকে

  1. ৪৫ টাকা ক্যাশব্যাকে ৬০ জিবি ইন্টারনেট অফার ৪৯৯ টাকা অনলাইন রিচার্জে প্রযোজ্য।
  2. ৪০ টাকা ক্যাশব্যাকে ৪০ জিবি ইন্টারনেট এবং ৬০০ মিনিট মাত্র ৪৯৯ টাকা অনলাইন রিচার্জে পাওয়া যাবে।
  3. ৮০ জিবি ইন্টারনেট মাত্র ৬৯৮ টাকায় পাওয়া যাবে।
  4. ১০০০ মিনিট এবং ৬৫ জিবি ইন্টারনেট কম্বোপ্যাকটি পাওয়া যাবে ৮৯৯ টাকায়।
  5. ৩৫ জিবি ইন্টারনেট পাওয়া যাবে ৩৯৯ টাকায়।
  6. ৩০০ মিনিট ও ১৪ জিবি ইন্টারনেট ৩৫৯ টাকায় নেয়া যাবে।
  7. ৫০০ মিনিট ও ১ জিবি ইন্টারনেট ৩১৮ টাকায় পাওয়া যাবে।
  8. এছাড়াও অনেক অনেক অফার চিলডিলে পাওয়া যাবে।

স্কিট্টো সিমে কল চার্জ কেমন?

অন্য যেকোন অপারেটর থেকে স্থায়ী কল চার্জ খুবই কম। যে কোন অপারেটরে কোন প্রকার রিচার্জ ছাড়াই ৯০পয়সা/মি. কথা বলা যাবে। এছাড়া গ্রামীনফোনের নেটওয়ার্ক স্কিট্টোতে থাকায় ভয়েস কোয়ালিটি ভাল এবং কলড্রপ কম হয়। তাছাড়া ইন্টারনেট প্যাক সাশ্রয়ী রেটে হওয়ার কারণে এই সিমটি খুবই জনপ্রিয়। যদিও স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই সিমটি বাজারে আনা হয়েছে কিন্তু যে কোন নাগরিক এখন হাটে বাজারে মাঠে সিম টেবিল হতে স্কিট্টো সিম পাওয়া যায়। তাই সাশ্রয়ী রেটে কথা বলতে এবং কম দামে ইন্টারনেট পেতে স্কিট্টো সিম ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *