টেলিটক উইকেন্ড অফার নিয়ে এসেছে-শুক্র ও শনি বার ব্যবহার ও ক্রয় করা যাবে-মাত্র ১৩ টাকায় ১ জিবি- যতখুশি ততবার – Teletalk 13 taka Offer

টেলিটক নতুন প্যাকের মেয়াদ কয়দিন? মাত্র ২ দিন। প্যাকেজটি গ্র্র্রহণ করার জন্য গ্রাহককে ১৩ টাকা রিচার্জ করতে হবে অথবা *১১১*২০২৪# ডায়াল করতে হবে।উইকেন্ড অফারের মেয়াদ হবে ৭ দিন তবে প্রদেয় রির্সোস শুধুমাত্র শুক্রবার ও শনিবার ব্যবহারের জন্য প্রযোজ্য হবে। অফারের মেয়াদ চলাকালিন গ্রাহক যেকোন দিন অফার সাবস্ক্রাইব করতে পারবে এবং যতখুশি ততবার অফার গ্রহণ করতে পারবে। অব্যবহৃত ডাটা ক্যারিফরওয়ার্ড প্রযোজ্য হবে না। অফারমূল্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ অন্তভূর্ক্ত।

নেট কিনে কি টাকা নষ্ট? লোভে পড়ে কম টাকার টেলিটক অফার নিতে যাবেন না। যে সকল এলাকায় টেলিটক ইন্টারনেট স্ট্রং বা বাংলালিংক ও রবির রোমিং এ টেলিটক নেটওয়ার্ক ৪জি এনাবল তারাই কেবল এমন অফার গ্রহন করবেন। সোস্যাল মিডিয়ায় অনেকেই হতাশ প্রকাশ করছে যে, ১৩ টাকায় ১ জিবি কিনলাম শুক্রবার শনিবার চলবে ভালো কথা কিন্তু আজ যে শুক্রবার তা কি ভুলে গেছে কোম্পানি? নেট চলে না কেন? । তাই টাকা দিয়ে নেট কিনে যদি চালাতে না পারেন তবে অবশ্যই এমন অফার নিবেন না।

অ্যাপ ছাড়াও কি ওয়েবসাইট হতে ক্রয় করা যাবে? হ্যাঁ। কোড ডায়াল ছাড়াও ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে ১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ১ জিবি ২ দিনের জন্য ১৩ টাকা। এই প্যাকেজের অফারের মেয়াদ ৭ দিন তবে শুধুমাত্র শুক্রবার এবং শনিবার ব্যবহার করা যাবে। অনুগ্রহ করে “এখনই কিনুন” এ ক্লিক করুন এবং প্যাকটি অনলাইনে সক্রিয় করতে নির্দেশাবলী অনুসরণ করুন৷ ডাটা ব্যালেন্স চেকের জন্য *১৫২# ডায়াল করুন। প্যাক ভলিউম বা বৈধতা শেষ হওয়ার পরে, আপনাকে প্রতি-ব্যবহার হারে @ 1MB / 1 টাকা 5টাকা পর্যন্ত চার্জ করা হবে। ওয়েবসাইট লিংক: https://teletalk.com.bd

১৩ টাকায় ১ জিবির মেয়াদ ৭ দিন হলেও শুধুমাত্র শুক্র ও শনিবার ব্যবহার করা যাবে/ প্যাকটি কেনার পূর্বে অবশ্যই আপনার এলাকায় টেলিটক নেটওয়ার্ক চেক করে নিন

টেলিটক মেয়াদহীন ইন্টারনেট কত টাকায় কেনা যাবে? ৫০ জিবি জন্য মেয়াদবিহীন ইন্টারনেট মাত্র ৫৯৯ টাকায় ক্রয় করা যাবে। ক্রয়কৃত ইন্টারনেট আপনি মেয়াদহীন ইন্টারনেট হিসাবে ব্যবহার করতে পারবেন। যদিও প্রারম্ভিক মেয়াদ হিসেবে ২০৩৬ সাল দেখায় তবুও এটি আনলিমিটেড মেয়াদ অর্থাৎ নির্দিষ্ট তারিখ বা সালের পরে মেয়াদ বৃদ্ধি পাবে।

Caption: Teletalk Bangladesh

টেলিটক নতুন প্যাক ২০২৪ । ১৩ টাকা ছাড়াও কম মূল্যে যে প্যাকেজ গুলো কিনতে পারেন

  1. 1 জিবি টাকা: 13 বৈধতা: 2 দিনের কোড: *111*2024#
  2. 100 এমবি টাকা: 9 বৈধতা: 7 দিনের কোড: *111*501#
  3. 500 এমবি টাকা: 39 বৈধতা: 30 দিনের কোড: *111*503#
  4. 1 জিবি টাকা: 21 বৈধতা: 7 দিনের কোড: *111*534#
  5. 1 জিবি টাকা: 59 বৈধতা: 30 দিনের কোড: *111*49#
  6. 2 জিবি টাকা: 36 বৈধতা: 7 দিনের কোড: *111*736#
  7.  

টেলিটক এমএনপি কি?

এমএনপি বলতে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বোঝায়। এটি একটি এমন সেবা যা আপনাকে আপনার বর্তমান মোবাইল অপারেটর পরিবর্তন করতে দেয়, আপনার মোবাইল নম্বর পরিবর্তন না করেই। সহজ কথায়, আপনি যদি আপনার বর্তমান অপারেটরের সেবা থেকে সন্তুষ্ট না হন, তাহলে আপনি এমএনপি ব্যবহার করে অন্য অপারেটরে যেতে পারেন। নতুন অপারেটরে যাওয়ার পরেও আপনার পুরনো নম্বরটিই ব্যবহার করতে পারবেন।

টেলিটক সিম MNP করার নিয়ম ২০২৪ । মোবাইল নম্বর ঠিক রেখে অন্য অপারেটরে যাওয়া যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *