বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম – বয়স্কভাতা অনলাইনে আবেদন করা যায়। আপনি নির্দিষ্ট সময় অনলাইনে চোখ রাখলে আবেদন করতে পারবেন। তবে ইউপি’র মাধ্যমে হার্ড কপি বা ফর্মের মাধ্যমেও আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে আবেদন পুনরায় অনলাইন করা হবে। উপজেলা/ শহর সমাজসেবা কার্যালয় হতে আগামী ২৭ ফেব্রুয়ারী’২৪ হতে ০৭ মার্চ’২৪ এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কিস্তির অতিরিক্তসহ শতভাগ উপকারভোগীর অনুকূলে নির্ভুল পে-রোল প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সমাজসেবা অধিদফতর সরকারের অন্যান্য জাতিগঠনমূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে দেশে সমাজকল্যাণ কার্যক্রম শুরু হলেও ১৯৬১ সালে সমাজসেবা পরিদফতরের সৃষ্টি হয়। ষাটের দশকের সৃষ্টিকৃত পরিদফতরটিই আজ সমাজসেবা অধিদফতরে উন্নীত হয়েছে। বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম

এ অধিদফতরের কার্যক্রম প্রথম দিকে ছিল শহরভিত্তিক এবং সেবামূলক। সময়ের প্রেক্ষাপটে বর্তমানে এ অধিদফতরের কার্যক্রম দেশব্যাপী তৃণমূল পর্যায়ে বিস্তৃতি লাভ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিধবা ভাতার নীতিমালা

বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম / বয়স্ক ও বিধবা ভাতার আবেদন ফরম ডাউনলোড করার জন্য ক্লিক করুন

বয়স্ক ভাতা পেলে বিধবা ভাতা পাবেন না। সরকারি সুবিধা যে কোন একটি গ্রহণ করা যাবে। একই সাথে দুটি সুবিধা গ্রহণ করা যাবে না। বিধবা ভাতা আবেদন ফরম 2023

বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম বিধবা ও স্বামী পরিত্যাক্ত ভাতা আবেদন ফরম

বয়স্ক ও বিধবা ভাতার আবেদন ফরম

বিধবা ভাতা বা বয়স্ক ভাতা প্রাপকের যোগ্যতা ও শর্তাবলী ২০২৪

  1. সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
  2. জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
  3. বয়ঃবৃদ্ধা অসহায় ও দুঃস্থ বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলাকে অগ্রাধিকার প্রদান করা হবে;
  4. যিনি দুঃস্থ, অসহায়, প্রায় ভূমিহীন, বিধবা বা স্বামী নিগৃহীতা এবং যার ১৬ বছর বয়সের নীচে ২টি সন্তন রয়েছে, তিনি ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;
  5. দুঃস্থ, দরিদ্র, বিধবা ও স্বামী নিগৃহীতাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ তারা ভাতা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন;
  6. প্রার্থীর বার্ষিক গড় আয়ঃ অনূর্ধ ১২,০০০ (বার হাজার) টাকা হতে হবে;
  7. বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

বিধবা ভাতা বা বয়স্ক ভাতা কত টাকা পাওয়া যায়?

কভারেজ বাজেট সেবা’র বিবরণ
শুরুতে শুরুর সময় বর্তমানে শুরুতে শুরুর সময় বর্তমানে শুরুতে শুরুর সময় বর্তমানে
৪.০৩ লক্ষ জন ১৯৯৮-৯৯ ২৪.৭৫ লক্ষ জন

(২০২২-২৩)

৪০.৩১ কোটি টাকা ১৯৯৮-৯৯ ১৪৯৫.৪০ কোটি টাকা

(২০২২-২৩)

জনপ্রতি মাসিক ১০০ টাকা হারে বছরে ১ মাস পরীক্ষামূলক ১৯৯৮-৯৯ জনপ্রতি মাসে ৫০০ টাকা হারে সারা বছর

​(২০২২-২৩)

বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করা যায় কি?

নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন কম পাওয়ায় বয়স্কভাতা কর্মসূচিতে কিছু বরাদ্দ অবশিষ্ট রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হতে অবশিষ্ট বরাদ্দ অনুযায়ী সংযুক্ত তালিকায় বর্ণিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ বিভাজনের অনুমােদন পাওয়া যায়। আগামী ১৫ মার্চ ২০২২ তারিখের মধ্যে সংযুক্ত তালিকায় উল্লেখিত ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এলাকাতে প্রয়ােজনীয় প্রচারনা ও সভা আয়ােজন করে নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার যােগ্য বয়স্ক ব্যক্তির নিকট হতে http://mis.bhata.gov.bd/onlineApplication লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য অনুরােধ করা হয়েছে। তাই বয়স্ক ভাতা প্রাপ্তির জন্য ফেব্রুয়ারি/ মার্চ মাসে আবেদন করতে হয়।

১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স পুরুষ ৬৫ বা তদুর্ধ বছর ও মহিলা ৬২ বা তদুর্দ বছর এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা হতে হবে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য সুবিধা গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন ২০২২ । অনলাইনে বয়স্ক ভাতার আবেদন করার যায়