আজকের খবর ২০২৪

BOU BA Result Check। অনলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষার ফল দেখার উপায় ২০২২

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পেশাজীবীদের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। চাকরির পাশাপাশি স্কুল, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পরাশুনা খুব সহজেই শেষ করা যায়। তাছাড়া সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিকালে উচ্চশিক্ষা পদোন্নতির সহায়ক হিসেবে কাজ করে থাকে। আজ আমরা দেখবো কিভাবে বিএ পরীক্ষার ফলাফল অনলাইন ও এসএমএস এর মাধ্যমে বাটন মোবাইলে চেক করা যায়।

১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ২। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং Semester/Detail Result exam.bou.ac.bd ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।

মোবাইলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেভাবে দেখবেন

এছাড়াও SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 17023810001) F16 3999 এ SMS পাঠাতে হবে। সেমিস্টারভিত্তিক রেজাল্টশীট সংশ্লিষ্ট স্টাডি সেন্টারের সমন্বয়কারীগণ তাদের EMIS ID ও Password দিয়ে exam.bou.ac.bd ওয়েবসাইটে লগইন করে প্রিন্ট করতে পারবেন। এছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে ব্যবহারকারীগণও সংশ্লিষ্ট স্টাডি সেন্টারসমূহের রেজাল্টশীট ডাউনলােড/প্রিন্ট করতে পারবেন।

Online Degree Exam Result 2022

 

Degree Exam Result check Link: https://exam.bou.ac.bd/

ওমআর ভুল ভরাট করলে করণীয়?

যে সকল শিক্ষার্থী OMR শীটে আইডি ভুল লিখেছে/বৃত্ত পূরণে ভুল (স্টাডি সেন্টার কোড/ব্যাচ/আইডি) করেছে সে সকল শিক্ষার্থীদের ফলাফল PR (Problem Related to OMR Sheet fill-up) করা হয়েছে। উক্ত ফলাফলসহ বর্ণিত তথ্যাদি আপনার আওতাধীন সকল উপ-আঞ্চলিক কেন্দ্রে এবং স্টাডি সেন্টারসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অবহিতকরণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ জানানো হয়েছে। সূত্র: ডাউনলোড

SMS System of getting BOU BA/BSS Exam Result

To get BOU SSC, HSC, BSS, BBA, BA, B.Ed Result by Mobile, Go to your mobile message option and write

BOU<space>Student Id
Example: BOU 18012112237

Send the SMS to 2777

Note: Student_Id must be  Digits without (-) character and Message must be written in English Format.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *