সূচীপত্র
বোর্ড সার্টিফিকেটে নাম ও বয়স সংশোধ এপ্লিকেশন করার ম্যানুয়াল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড-On-line Application Dhaka board
অনলাইনে সার্টিফিকেট সংশোধন আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে? ভর্তি রেজিস্ট্রারের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), মাতা-পিতার ন্যাশনাল কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), মাতা-পিতার যেকোন পরীক্ষা পাসের সনদের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), নোটারী পাবলিকের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), এফিডেভিডের পত্রিকার ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), অন্যান্য (প্রযোজ্য ক্ষেত্রে) ডকুমেন্ট আপলোড করতে হবে।
নাম ও জন্ম তারিখ সংশোধন আবেদন কি নিজে নিজেই করা যায়? না। অনলাইনে সার্টিফিকেট সংশোধন করার জন্য নিজস্ব শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে online application করতে হবে। এর জন্য মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন সনদ PDF ও আবেদনকারীর ছবি দিয়ে সাবমিট করতে হবে। অনলাইনে মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংক এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন। নাম ও বয়স সংশোধনের আবেদন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে।
ভুল সার্টিফিকেট কি কোন কাজে লাগবে? সার্টিফিকেটে বয়স এর ভুল রয়েছে তারা কিছুটা সময় অপেক্ষা করে কিছু প্রক্রিয়া অনুসরণ করে বয়স সংশোধন করে নিতে পারেন। আপনার সার্টিফিকেটে যদি বয়স কোনভাবে কম বেশি হয়ে থাকে তাহলে আপনাকে এটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে এবং তার জন্য কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। কারণ কর্মক্ষেত্রে অথবা চাকরি ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের বয়সে যদি ভুল থেকে থাকে তাহলে আপনার এই অজ্ঞতার কারণে আপনার সেই কাজের সুযোগ নাও হতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে / EIIN নাম্বার এবং Password প্রয়োজন পড়বে
সার্টিফিকেট সংশোধন প্রক্রিয়া এখন কিছুটা হলেও হেসেল মুক্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করে নির্ধারিত তারিখে স্বশরীরে বোর্ডে শুনানীর জন্য উপস্থিত হতে হবে।
Caption: Online Application Link
অনলাইনে আবেদন দাখিল করার নিয়ম ২০২৪ । যেভাবে অনলাইনে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন দাখিল করতে হবে
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সাইট ভিজিট করে অনলাইনে আবেদনের জন্য “On-line Application” বাটনে ক্লিক করতে হবে।
- নাম ও বয়স সংশোধনের আবেদন লিংকে ক্লিক করতে হবে।
- Institute Login Panel পেইজে গিয়ে আবেদন সম্পূর্ণ হলে প্রদত্ত মোবাইল নম্বরে প্রাপ্ত ID ও Password দিয়ে লগিন করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ই-ফাইলিং ফর্ম ফিলাপ করতে হবে।
- Institute Login Panel যে কোন ধরনের ডকুমেন্ট উত্তোলনের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে EIN ও Password দিয়ে Sign In বাটনে ক্লিক করুন।
- Name & Age Correction Page এ গিয়ে আবেদনকারীর পরীক্ষার তথ্য দিয়ে Find বাটনে ক্লিক করলে সকল তথ্য দেখা যাবে।
- What is Required to Correct বক্সে আবেদনকারী যেইটি কারেকশন করতে চয় সেইটি সিলেক্ট করবে, সিলেক্ট করলে নিম্নে লেখার আপশন পাবেন এবং সঠিক নামটি লিখবেন। নাম ও জন্ম তারিখ একসাথে কারেকশন সম্ভব নয়। দুইটির বেশি সিলেক্ট হবে না।
- What Examination is Required to Correct বক্সে পরীক্ষা, নিজের নাম/ বাবার নাম/মায়ের নাম সিলেক্ট করলে ফি এর পরিমাণ দেখা যাবে।
- Applicant/ Parents Mobile বক্সে আবেদনকারী তার নিজের মোবাইল নম্বর দিবে, এপ্লিকেশন সাবমিটের পরে প্রদত্ত মোবাইলে SMS এ আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।
- Applicant Recent Photo বক্সে আবেদনকারীর নিজের ছবি স্ক্যান করে দিতে হবে।
- Cause of Correction বক্সে কারেকশনের কারণটি ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে।
- প্রমানক সংযুক্ত কলামে আবশ্যিক সংযুক্তিগুলো নির্ভুল ভাবে স্ক্যান করে PDF আকারে Browse বাটনে ক্লিক করে আপলোড করতে হবে। সাবমিটের আগে স্ক্যা কপিগুলো সঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে।
- Submit ক্লিক করে সাবমিট করতে হবে।
- প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদন প্রিন্ট কপিটি বের করতে হবে। Sonali Slip সোনালী স্লিপে ক্লিক করে, ফি পরিশোধের জন্য সোনালী স্লিপটি প্রিন্ট করে যে কোন সোনালী ব্যাংকে গিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
সার্টিফিকেট সংশোধন করতে কতদিন সময় লাগে?
আবেদন ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না। আবেদন ফি জমা করার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট হবে। সেখানে লগ ইন করে মোবাইল ফোনের মাধ্যমেই সর্বশেষ অবস্থা জানা যাবে। টাকা জমা দেয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে ৩ মাস বা এর বেশি সময় লাগতে পারে।
অনলাইন আবেদন ম্যানুয়াল সংগ্রহ করুন: ডাউনলোড
Pingback: টিন সার্টিফিকেট ডাউনলোড । টিন সার্টিফিকেট খোলার নিয়ম দেখুন - Reportbd