অনলাইনে আবেদন করলে ঘরে বসেই ফি পরিশোধ করা যায় – মাত্র ১ দিন বিআরটিএতে টেস্ট এবং আঙ্গুলের ছাপ ও ছবি তুলতে যেতে হবে – ডাকযোগে স্মার্ট কার্ড পাওয়া যাবে বাসায় বসেই।

আবেদনও অনলাইনে করতে হবে?- লার্ণার ড্রাইভিং লাইসেন্স এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য দু’টি আবেদনের পরিবর্তে অনলাইন বেজড একটি কম্বাইনড ফরম ১৬ নভেম্বর ২০২২ তারিখ থেকে বিআরটিএ সার্ভিস পাের্টালে (BSP) চালু হবে। এক্ষেত্রে আবেদনকারীকে ৩/৪ বারের পরিবর্তে শুধুমাত্র ০১ (এক) বার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা প্রদান ও বায়াে-এনরােলমেন্টের জন্য আসতে হবে। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন ২০২২ । E Learner Driving License Smart Card Only Apply

ড্রাইভিং লাইসেন্স ফি – লার্নার ড্রাইভিং লাইসেন্স ফী– (ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)। (খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)।

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী- (ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৪২৭/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ) (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ৪১৫২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)। ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স ২০২৩ । ড্রাইভিং লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া সহজীকরণ ও প্রিন্টেড কার্ড গ্রাহকদের বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী- (ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা। (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪১৫২/- টাকা।  (গ) পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ৩৪৫/- টাকা হরে জরিমানা প্রদান করতে হবে। ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি ফী- (ক) হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে / যেহেতু অনলাইনেই আবেদন করা যায় এবং ফিও বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়।

এক নজড়ে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ধরনের ফি দেখে নিন।

 Driving license fees in Bangladesh । ড্রাইভিং লাইসেন্স ফি কত টাকা?

Caption: BRTA Driving License Fees

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ফি বা খরচ কত টাকা । ভ্যাট সহ অপেশাদার লাইসেন্স পেতে ৪১৫২/- টাকা গুনতে হবে

বাস্তবে তো ফি অনেক বেশি নেয় করণীয় কি?

হ্যাঁ। আপনি যদি দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করে তবে ৭-৮ হাজার পর্যন্ত ফি বা অর্থ গুণতে হয়। তাই কোন দালাল বা ব্যক্তির মাধ্যমে আবেদন না করে আপনি প্রয়োজনীয় কাগজপত্র ও ফি পরিশোধ করে অনলাইনেই আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজীকরণে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। পরীক্ষা বা টেস্ট দিতে এবং আঙ্গুলের ছাপ ও ছবি তুলতে মাত্র একদিন বিআরটিএ অফিসে গিয়ে সকল কাজ সেড়ে আসবেন। বাসায় চলে আসবে আপনার স্মার্ট কার্ড!

New Driving License Fee । ড্রাইভিং লাইসেন্স নতুন ফি পুন:নির্ধারণ ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *