অনলাইনে রিটার্ন দাখিল এখন খুব সহজ- টিআইএন এবং মোবাইল নম্বর দিয়েই রেজিস্ট্রেশন করা যাবে – E Return Registration Process 2024

মোবাইল নম্বর নিজের নামে থাকতে হবে? – হ্যাঁ। মোবাইল নম্বর নিজ নামে থাকতে হবে। অন্য নামে রেজিস্ট্রেশন করা থাকলে ভেরিফাই হবে না। নিজের নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন মোবাইল নম্বর এবং টিন সার্টিফিকেট নম্বর দিয়ে এক মিনিটে রেজিস্ট্রেশন করা যায়। ব্যক্তিগত তথ্য ও অন্যান্য তথ্য অটো এনআইডি থেকে চলে আসে।

ই রিটার্ণ সাইন আপ পদ্ধতি ২০২৪ – যারা ইতোপূর্বে ই রিটার্ণ দাখিল করেন নি বা https://etaxnbr.gov.bd – eReturn ওয়েবসাইটে লগিন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তবে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিবেন। এই পোস্টে আমরা ই রিটার্ণ সাইন আপ বা রেজিস্ট্রেশন করা দেখবো।

ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার নিয়ম – https://etaxnbr.gov.bd এই লিংকে গিয়ে Registration এ ক্লিক করুন। প্রথম বক্সে আপনার টিআইন (TIN) নম্বরটি লিখুন। তারপর আপনার নিজের জাতীয় পরিচয়পত্র দ্বারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে এমন মোবাইল নম্বরটি লিখুন (প্রথম শুন্য বাদে)। এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন এবং সবশেষে Verify বাটনে ক্লিক করুন। মোবাইলের ওটিপি লিখে পাসওয়ার্ড সেট করুন এবং Submit ক্লিক করে রেজিস্ট্রেশন শেষ করে লগিন করলেই আপনি ড্যাসবোর্ড দেখতে পারেন। ড্যাসবোর্ডে অটোমেটিক তথ্য দেখাবে।

অনলাইনে রিটার্ন দাখিল করে কিভাবে? অনলাইনে রিটার্ন জমা দিতে প্রথমে etaxnbr.gov.bd লিঙ্ক বা জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এবার এখান থেকে ই-রিটার্ন অপশন সিলেক্ট করুন। এখানে নিজের নামে মোবাইল ফোন নম্বার দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধনের সময় নিজের পাসওয়ার্ড নিজে সেট করে নিন। নিবন্ধন করার সঙ্গে সঙ্গে আপনার একটি ই-রিটার্ন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার নিজের টিআইএন এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন। নিবন্ধন হয়ে গেলে সাইন-ইন করুন। যাদের করযোগ্য আয় নেই বা ‘জিরো ট্যাক্স’, তাদের কিছু তথ্য দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে রিটার্ন জমার কাজ সম্পন্ন হয়ে যাবে। যাদের করযোগ্য আয় রয়েছে, তাদের কর দিতে হবে। এছাড়াও জেনে নিতে পারবেন-করের পরিমাণ, রেয়াতের পরিমাণ, রিটার্নের সঙ্গে কত টাকা দিতে হবে ইত্যাদি। ‘প্রাপ্তিস্বীকার’ স্লিপটি ডাউনলোড করে সংরক্ষণ করুন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২৪ । অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২৪-২০২৫ । আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২৪-২০২৫

ই রিটার্ন ফরম কোথায় পাওয়া যাবে? ই রিটার্ন ফরম অনলাইনে পূরণ করতে হয়। ডাউনলোড করা যায় না।

https://etaxnbr.gov.bd

ই রিটার্ন রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৪ । কিভাবে অনলাইনে রিটার্ন দাখিলে রেজিস্ট্রেশন করতে হয়?

  1. ই-রিটার্নকে সহজ ও user-friendly করার জন্য অনেক features দেয়া আছে, যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই-রিটার্ন করুন।
  2. ই-রিটার্ন সিস্টেমে সাইন-ইন করতে হলে টিআইএন এবং পাসওয়ার্ড লাগবে।
  3. পাসওয়ার্ড পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়।
  4. রেজিস্ট্রেশনের সময় আপনি নিজের পাসওয়ার্ড নিজে ঠিক করে নিবেন। এরপর যে কোনো সময় আপনার টিআইএন এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে লগ-ইন করতে পারবেন।

ই রিটার্নে পাসওয়ার্ড সেট করার কোনো নিয়ম আছে??

পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case, upper case, digit (0-9) এবং special character (@, #, %, &, ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে। অনলাইন রিটার্ন দাখিলে কোনো কিছু attach করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। এতেই হবে। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন। ট্যাক্স সার্টিফিকেটও সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax Records মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় প্রাপ্তি স্বীকারপত্র, ট্যাক্স সার্টিফিকেট ও রিটার্নের কপি প্রিন্ট নিতে পারবেন।

অনলাইনে রিটার্ন দাখিল ২০২৪ । যে ৪৩ ধরনের সুবিধা পেতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে এক পাতার রিটার্ন দাখিল ২০২৪ । মাত্র ৫ মিনিটে অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে?
Return New Form Excel File (2024-25)- Male Version । আয়কর রিটার্ন ফরম এক্সেল ডাউনলোড আয়কর রিটার্ন বিধিমালা ২০২৪ । ব্যক্তি আয়কর ফরম পূরণের নিয়ম কি?
  রিটার্ন রিসিভ সার্টিফিকেট কি অনলাইনেই দিবে?

অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না। E return bd । Online tax return 2022-23 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন

https://reportbd.net/claim-source-tax-by-online-tax-2023-%e0%a5%a4-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%85/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *