আজকের খবর ২০২৪

Etaxnbr gov bd । অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার?

আয়কর আইন ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা স্বাাভাবিক ব্যক্তি করদাতাগণের ইলেক্ট্রনিক মাধ্যমে অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে- E Return Submission Mandatory 2024

ঢাকার কর দাতাদের অনলাইনে দাখিল করতে হবে? হ্যাঁ। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলসমূহের অধিক্ষেত্রভুক্ত সকল সরকারি কর্মচারীগণ, সকল তফশিলি ব্যাংক এর কর্মকর্তা/কর্মচারীগণ, সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, রাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করবেন।

মোবাইল ফোনে ই-রিটার্ন করা যাবে? না। ই-রিটার্নকে সহজ ও User-friendly করার জন্য অনেক features দেয়া আছে, যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই-রিটার্ন করুন। ই-রিটার্ন সিস্টেমে সাইন-ইন করতে হলে টিআইএন এবং পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের সময় আপনি নিজের পাসওয়ার্ড নিজে ঠিক করে নিবেন। এরপর যে কোন সময় আপনার টিআইএন এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে লগ-ইন করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে কি লাগে? ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন এবং আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) মোবাইল ফোন নম্বর লাগে। মোবাইল নম্বরটি Biometric Registered কিনা যাচাই করতে *১৬০০১# ডায়াল করে যাচাই করতে পারবেন। টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলাম তা এখন আর নেই।  টিআইএন খোলার সময় যে ফোন নম্বর দিয়েছিলেন তা গুরুত্বপূর্ণ না। আপনার নিজের নামে নিবন্ধিত (biometrically verified) যে কোন মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করুন।

সরকারি কর্মচারীদের ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে না / সরকার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করছে?

পাসওয়ার্ড সেট করার কোন নিয়ম আছে? পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case, upper case, digit (০-৯) এবং special character (@ # % & ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে।

ওয়েবসাইট: https://etaxanbr.gov.bd

ই রিটার্ন সাবমিটের নিয়ম ২০২৪ । অনলাইনে আয়কর রিটার্ণ দাখিলের নিয়ম কি

  • যে কোন ওয়েব ব্রাউজার হতে https://etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইট দৃশ্যমান হলে মেনুতে eReturn ক্লিক করুন।
  • eReturn মেনুতে প্রবেশ করার পর Registration বাটনে ক্লিক করুন।
  • ১২ ডিজিটের টিআইএন নম্বর ও মোবাইল নম্বর প্রদান করুন। এরপর নির্দিষ্ট ঘরে Captcha টাইপ করে Verify বাটনে ক্লিক করুন। মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি Verification কোড এর SMS আসবে।
  • ৬ ডিজিটের Verification কোড প্রবেশ করে পছন্দমত Password প্রদান করুন (Password কমপক্ষে ৮ ডিজিটের হতে হবে এবং কমপক্ষে একটি Capital Letter, একটি Number ও একটি Special Character যেমন * @ # % থাকতে হবে। Password প্রদান সম্পন্ন হলে Submit বাটনে ক্লিক করুন। Registration সফলভাবে সম্পন্ন হলে Sign in বাটনে ক্লিক করুন।
  • ১২ ডিজিটের টিআইএন নম্বর, Password এবং Captcha টাইপ করে Sign in করুন। বাম দিকে Return Submission বাটনে ক্লিক করুন।
  • করদাতার প্রাথমিক তথ্যাদি দৃশ্যমান হবে। প্রযোজ্য Option সমূহে টিক চিহ্ন দিয়ে Save & Continue বাটনে ক্লিক করে পরবর্তী পেজে চলে যান।
  • সমগ্র আয়কর রিটার্ণ প্রস্তুত হয়ে গেলে Tax & Payment পেজ এর নিচের দিকে Pay বাটনে ক্লিক করে অনলাইনে প্রদেয় আয়কর পরিশোধ করুন।
  • Sign Vew Return বাটনে ক্লিক করলে প্রস্তুতকৃত সামগ্রিক আয়কর রিটার্ণ দৃশ্যমান হবে। উক্ত রিটানের শেষ পর্যায়ে Verification এ টিক চিহ্ন দিয়ে Submit Return বাটনে ক্লিক করে সফলভাবে আয়কর রিটার্ণ দাখিল করুন।

সাপোর্টিং কাগজ পত্র কোথায়, কীভাবে এ্যাটাচ করতে হবে??

অনলাইনে রিটার্ন দাখিলে কোন কিছু attach করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। এতেই হবে।অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন। ট্যাক্স সার্টিফিকেটও সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax Records মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় প্রাপ্তি স্বীকারপত্র, ট্যাক্স সার্টিফিকেট ও রিটার্নের কপি প্রিন্ট নিতে পারবেন।  অনলাইনে রিটার্ন সাবমিট করার পর আবার সার্কেলে গিয়ে কাগজপত্র দাখিল করতে হবে না। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথেই আপনার অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়ে যাবে।

     
     
     
https://bdservicerules.info/e-return-submission-mandatory/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *