সূচীপত্র

১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ খ্রিষ্টাব্দের ১৬ জুন) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি মাধ্যম এবং হজ এজেন্সির মাধ্যমে হজে গমন করা যাবে। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে সরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ২০২৪ ঘোষণা করা হয়েছে-Hajj packege 2024 । হজ্জ করতে কত টাকা লাগে?

হাজীদের হোটেল ভাড়া কত যায়?মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া (অতিরিক্ত ১%+১৭.৫০% ভ্যাট): = ৪০৪০+ ভ্যাট ৭০৭ = ৪৭৪৭.০০ সৌ.রি. এবং  মক্কা ৪০০০ + (১%) ৪০ (খ) মদিনা ৮০০+(১%) ৮ = ৮০৮+ ভ্যাট ১৪১.৪ = ৯৪৯.৪০ সৌ.রি. পরিবহন ব্যয়: জেদ্দা-মক্কা-মদিনা ও আল-মাশায়ের (মক্কা-মিনা- আরাফাহ-মুজদালিফা) প্রদেয় ব্যয় (১৫% ভ্যাটসহ) ১২৩৮.৫৫ সৌরি জমজম পানি (১৫% ভ্যাটসহ): ১৫.০০ সৌ.রি.। এছাড়াও সার্ভিস চার্জ (১৫% ভ্যাটসহ): পবিত্র হজের ৫ দিন মিনা, আরাফাহ ও মুজদালিফায় মোয়াল্লেম কর্তৃক প্রদত্ত সেবা (তাঁবুতে আবাসন, খাবার ইত্যাদি) বাবদ সার্ভিস চার্জ (মিনার তাঁবুর ‘ডি’ ক্যাটাগরি অনুসারে) ২০৯৩.৮৫ সৌ.রি. ব্যয় হবে।

হজ্জ খরচ কি আরও বাড়তে পারে? হ্যাঁ। ডলারের দাম বাড়লে হজ্জ খরচ আরও বাড়বে। প্যাকেজ ঘোষণার পর রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতে খরচ বৃদ্ধি করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। খাবার বাবদ গৃহীত ৩৫,০০০.০০ টাকা হজে গমনকালে হজযাত্রীকে হজ অফিস, আশকোনা, ঢাকা হতে ফেরত দেয়া হবে। সৌদি আরবে হজযাত্রীকে নিজ দায়িত্বে খাবার গ্রহণ করতে হবে।

ব্যয় গুলো কি রিয়ালে পরিশোধ করতে হবে? হ্যাঁ। সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ ২০২৪ এ মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলে প্রতিরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে মক্কায় ২ ও ৩ সিটের রুম সুবিধা গ্রহণ করা যাবে। মদিনার হোটেলে ২ ও ৩ সিটের রুম থাকবে না। সাধারণ প্যাকেজের হজযাত্রীদের জন্য মিনায় ‘ডি’ ক্যাটাগরীর তাঁবু গ্রহণ করা হবে। ‘ডি’ ক্যাটাগরীর তাঁবুর হজযাত্রীগণ মিনা-আরাফাহ্-মুযদালিফায় বাসে যাতায়াত করবেন। বাসে যাতায়াতের ক্ষেত্রে প্রতি ১০০ জন হজযাত্রীর জন্য ৫০ সিটের একটি বাস অর্থাৎ একটি বাস ২ ট্রিপে ১০০ জন হজযাত্রী পরিবহন করবে। এক্ষেত্রে বাসের পরিবর্তে ২৮৭.৫০ সৌ.রি. সমপরিমাণ ৮৫৫০ (আট হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা নিবন্ধনকালে অতিরিক্ত প্রদানের মাধ্যমে ট্রেন সুবিধা গ্রহণ করা যাবে।

সৌদি আরবে হজ্জ করতে মোট কত টাকা ব্যয় হয়?/ ২০২৪ সালে হজ্জ করতে প্রায় ৬ লক্ষ টাকার মত ব্যয় হবে

জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান (১০) হজে গমনের পূর্বে হজ ক্যাম্প ঢাকার ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা (১১) হজক্যাম্প ক্যাফেটেরিয়াতে নিজ খরচে খাবার ব্যবস্থা (১২) হজযাত্রী ও গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্ৰদান (১৩) হজ ও ওমরাহ নির্দেশিকা, আইডি কার্ড, লাগেজ ট্যাগ সরবরাহ (১৪) দেশে ফেরার পর বিমানবন্দর থেকে হজযাত্রীকে ৫ লিটারের ১ বোতল জমজম পানি সরবরাহ। (১৪) কম-বেশী ৪৪ জন হজযাত্রীর জন্য ১ জন গাইড থাকবে।

Hajj packege 2024 । হজ্জ করতে কত টাকা লাগে?

১৪৪৫ হিজরি/২০২৪ খ্রিস্টাব্দ এর হজ প্যাকেজ ফুল পিডিএফ দেখুন

সরকারি মাধ্যমের বিশেষ প্যাকেজ ২০২৪ ।  হজযাত্রীদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও করণীয় কি?

  • (১) হজ ভিসা এবং সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকেট সরবরাহ
  • (২) মক্কা-আল-মোকাররমায় পবিত্ৰ মসজিদুল হারাম চত্ত্বরের বহিঃপ্রান্ত হতে সর্বোচ্চ ৭০০ মিটার এবং মদিনা আল মনোয়ারায় মারকাজিয়া এলাকায় আবাসন
  • (৩) শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল
  • (৪) প্রতি রুমে সর্বোচ্চ ৪ জনের আবাসন (সংযুক্ত বাথরুমসহ)
  • (৫) হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা
  • (৬) মিনায় “এ” ক্যাটাগরির তাঁবুর ব্যবস্থা
  • (৭) মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক উন্নতমানের বুফে খাবার পরিবেশন
  • (৮) মিনা ও আরাফায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুর ব্যবস্থা
  • (৯) মিনা-আরাফা-মুজদালিফা-মিনা যাতায়াতে বাস সুবিধা
  • (১০) মক্কা, মদিনা, মিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান
  • (১১) হজে গমনের পূর্বে হজ ক্যাম্প ঢাকার ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা
  • (১২) হজক্যাম্প ক্যাফেটেরিয়াতে নিজ খরচে খাবার ব্যবস্থা
  • (১৩) হজযাত্রী ও গাইডদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান
  • (১৪) হজ ও ওমরাহ নির্দেশিকা, আইডি কার্ড, লাগেজ ট্যাগ সরবরাহ
  • (১৫) দেশে ফেরার পর বিমানবন্দর থেকে হজযাত্রীকে ৫ লিটারের ১ বোতল জমজম পানি সরবরাহ করা হবে।
  • (১৬) কম-বেশি ৪৪ জন হজযাত্রীর জন্য ১ জন গাইড থাকবে।

সরকারি প্যাকেজে সুযোগ সুবিধা কেমন হবে?

হজ ভিসা এবং সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকেট সরবরাহ করা হবে। মক্কা-আল- মোকাররমায় পবিত্র মসজিদুল হারাম চত্ত্বরের বহিঃপ্রান্ত হতে সর্বোচ্চ 2000 মিটার/আজিজিয়া এলাকায় এবং মদিনা আল মনোয়ারায় পবিত্র মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১৫০০ মিটারের মধ্যে (মারকাজিয়া এলাকার বাহিরে) আবাসন (৩) শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল/বাড়ি (৪) প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন প্রদান করা হবে। মিনার তাঁবুতে ম্যাট্রেস, চাদর, কম্বল ও বালিশ এর ব্যবস্থা করে দেয়া হবে। আরাফায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন (৮) মিনা-আরাফা-মুজদালিফা যাতায়াতের জন্য ট্রেন/বাস (৯) মক্কা, মদিনা, মিনা।

হজ্জ স্থান হতে আবাসিক যাতায়াত কিভাবে হবে?

আজিজিয়া এলাকার বাড়ি/হোটেলে আবাসনের ব্যবস্থা গ্রহণ করা হলে হজযাত্রীদের হারাম শরীফে প্রতিদিন দুই বেলা (সকাল ও সন্ধ্যা) বাসযোগে যাতায়াতের ব্যবস্থা গ্রহণ করা হবে। (১) হজযাত্রীকে কুরবানি (দম-এ শুকুর) বাবদ আনুমানিক ৭৫০ (সাতশত পঞ্চাশ) সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে এবং কুরবানি (দম-এ শুকুর) নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। সৌদি সরকার কর্তৃক ঘোষিত নির্দিষ্ট ব্যাংকে অর্থ প্রদান করা যাবে (২) সৌদি আরবে সর্বনিম্ন ৩০ দিন সর্বোচ্চ ৪৮ দিন অবস্থান (৩) মদিনায় ৮ দিন অবস্থান (৪) মুজদালিফায় নিজ ব্যবস্থাপনায় অবস্থান (৫) নিয়মিত সেবন করতে হয় এরূপ ঔষধ ও চিকিৎসা সামগ্রী (ব্লাড সুগার টেস্টের স্ট্রিপ, নিডিল, ইনসুলিন, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ) চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ কমপক্ষে ৫০ দিনের সঙ্গে নিতে হবে (৬) হজ ক্যাম্প ঢাকায় ফ্লাইটের বোর্ডিং পাস ইস্যু, সিকিউরিটি চেক-ইন এবং বাংলাদেশ অংশের ইমিগ্রেশন (৭) হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় মক্কা রোড সার্ভিস এর অধীনে হজযাত্রীদের সৌদি আরবের প্রি-এরাইভ্যাল ইমিগ্রেশন (৮) সৌদি আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে সংগ্রহ ও ব্যবহার (৯) মক্কা ও মদিনার হোটেলে খাবার পানি নিজ দায়িত্বে ব্যবস্থাকরণ (১০) নিবন্ধনের পূর্বে নিবন্ধন ভাউচারের অপর পৃষ্ঠায় বর্ণিত শর্তাবলীতে সম্মত হলে নিবন্ধনের অর্থ জমা প্রদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *