জাতীয় বিশ্ববিদ্যালয়

Honours 2nd Year Result Re-Check 2024 । স্নাতক ২য় বর্ষ ফলাফল চ্যালেঞ্জ করার নিয়ম দেখুন

২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন– Honours 2nd Year Result Re-Check 2024

কত তারিখের মধ্যে ফলাফল পুন:নিরীক্ষণ করা যাবে? – ২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২১/০৫/২০২৪ তারিখ থেকে ২০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত Online-এ আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re_scruting.aspx থেকে Online-এ আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে।

সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরণের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। বিশ্ববিদ্যালয়ে ফি জমাদানের কপি বা আবেদনের কপি জমা দেওয়ার কোন প্রয়োজন নাই ।

সাবজেক্ট প্রতি কত টাকা জমা দিতে হবে? নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরমপূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং একারণে পরবর্তীতে কোন জটিলতার সৃষ্টি হলে এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না । উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতিপত্র ৮০০/- (আটশত) টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ২য় বর্ষ ফলাফল চ্যালেঞ্জ / আপনি চাইলে প্রতি বিষয়ে ৮০০ টাকা জমা দিয়ে ফলা পুন: চেক করাতে পারেন

২১ তারিখের পর ওয়েবসাইটে ঢুকে আবেদন করা যাবে।

Caption: Result Challange

Hons Result Check Out 2024 । To check your result online

  1. Visit www.nu.ac.bd/results.
  2. Select ‘Honours’ and then ‘2nd Year’.
  3. Enter your roll or registration number and the exam year.
  4. Complete the captcha and click on the submit button to view your result.

কত দিনের মধ্যে ফলাফল পুন: নিরীক্ষণের জন্য আবেদন করতে হয়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার রেজাল্টে যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাদের পুনঃনিরীক্ষন আবেদন বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি /অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *