জাতীয় বিশ্ববিদ্যালয়

Honours 4th Year Result check 2023 । স্নাতক ৪র্থ বর্ষ ফলাফল চ্যালেঞ্জ করবেন যেভাবে

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল চেক করা যাবে এবং চাইলে চ্যালেঞ্জ করে পুন:নিরীক্ষণ করা যাবে –Honours 4th Year Result check 2023

অনলাইনে কি রেজাল্ট পুন: পরীক্ষার আবেদন করা যাবে? হ্যাঁ। – ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ১২/১১/২০২৩ ইং তারিখ রবিবার সকাল ১০:০০ টা থেকে ৩০/১১/২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার বিকাল ০৪:০০ টা পর্যন্ত Online এ আবেদন করা ও টাকা জমা দেয়া যাবে।

Pay slip সংগ্রহ ও জমাদানের নিয়ম কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://103.113.200.36/PAMS/ICTUnit / Re-scruting.aspx থেকে On-line-এ আবেদন ফরম পূরণ করে Pay slip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখা অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরণের কার্ড যেমনঃ AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন । ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

প্রতি বিষয়ের ফলাফল চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে? নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি কোর্স ৮০০/- (আটশত) টাকা ৷ আবেদনের সময় পত্র কোড যথাযথভাবে পূরণ করতে হবে।

অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট পরীক্ষা ২০২১ । অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট ২০২৩

২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

রেজাল্ট পুন:নিরীক্ষণের জন্য আবেদন লিংকঃ http://103.113.200.36/PAMS/ICTUnit / Re-scruting.aspx

Honours 4th Year Result check 2023 । অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি কি?

  1. Go to the website: http://nu.ac.bd/results
  2. Select Honours 4th year from the left side.
  3. Now type your Roll/Registration Number from the admit card.
  4. Then type the Passing Year
  5. Now fill up the captcha code
  6. Now hit the Search Result Button.
  7. Done.

রেজাল্ট পুন:নিরীক্ষণ করলে কি প্রকৃত ফল পাওয়া যায়?

হ্যাঁ। প্রতি বছরই কিছু ফলাফল সংশোধন করা হয়। তাই টাকা দিয়ে রেজাল্ট চ্যালেঞ্জ বা পুন: নিরীক্ষণের আবেদন করলে বৃথা যায় না। অনলাইনে আপনি আবেদন করতে পারবেন এবং জমা দিতে পারবেন। তাই দেরি না করে আপনি যদি নিশ্চত থাকেন যে, আপনার ফল আরও ভাল হবে তবে অবশ্যই পুন:নিরীক্ষণের জন্য আবেদন করুন।

Re-scrutiny Fee (Per subject)800 Taka
Payment methodSonali Seba (Nagad, Rocket, Bkash, Card)
 অনলাইন হতে স্লিপ ডাউনলো করতে হবে?

হ্যাঁ। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোন প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *